মৃত্যু নিয়ে উক্তি,স্ট্যাটাস,ক্যাপশন,বাণী-২০২৩

মৃত্যু নিয়ে উক্তি

মৃত্যু নিয়ে অনেক গুলো উক্তি ও ক্যাপশন দেয়া হলো এখানে । মৃত্যু বা মরণ এমন এক সত্যি যা আমাদের সবাইকে একদিন বরন করতে হবে । মৃত্যু নিয়ে উক্তি অনেক বিখ্যাত ইসলামিক ও অন্য মনিষীরা করে গেছেন, যেগুলো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে । মৃত্যু সম্পর্কে আমাদের সবার অনেক বেশী সচেতন থাকা উচিৎ, কারণ কে কখন কিভাবে মৃত্যুবরণ করে তা এই পৃথিবীর কেউ বলতে পারে না একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া । মৃত্যুর পর আমাদের সবার ভালো খারাফ কাজের হিসেব দিতে হবে, এই কথাও সবার মনে রাখা উচিৎ

মৃত্যু প্রত্যেকটা প্রাণীর জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ ।প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে । এটি একটি অবধারিত সত্য ।প্রত্যেকটা মৃত্যু কষ্টদায়ক এবং বেদনার, সবচেয়ে কাছের মানুষের মৃত্যুতে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়।সমরেশ মজুমদার বলেছেন “মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকাল এই জীবন নিয়ে গর্ব করে যায়। চিরসত্য এই কথাটি প্রত্যেকের জীবনের ক্ষেত্রে সফল হবে। কোন প্রাণীর পক্ষে মৃত্যুকে উপেক্ষা করা সম্ভব নয় । তাই আজকে আমরা মৃত্যু সম্পর্কিত কিছু চিরন্তন সত্য উক্তি আপনাদের সামনে তুলে ধরবো।

 

 

মৃত্যু নিয়ে উক্তি,স্ট্যাটাস,ক্যাপশন,বাণী

 

 

 

জীবনের সবকিছুই মিথ্যা হয়ে যেতে পারে। মৃত্যু কখনো মিথ্যা হতে পারেনা। জীবনের একটি সময় পর অবশ্যই প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হয়। মৃত্যু মানুষকে তথা প্রাণীকূলকে ছেড়ে কথা বলে না। পৃথিবীর জ্ঞানী-গুণী মনীষীগণ মৃত্যুকে কখনো ভয় পাননি। বরং মৃত্যু অবধারিত জেনে জীবনে এগিয়ে গেছে। তাই তারা মৃত্যু নিয়ে বেশ কিছু উক্তি করে গেছে। আমরা আজকে মৃত্যু নিয়ে সে সকল উক্তি তুলে ধরেছি।

 

আপনি যে কাজটিকে সবচেয়ে বেশি ভয় পান তা করুন এবং এর ফলে ভয়ের মৃত্যু নিশ্চিত।” – মার্ক টোয়েন

 

মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে। অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়।” – সমরেশ মজুমদার

 

কিছু মানুষ মরতে এতো ভয় পায় যে, তারা কখনই বাঁচতে শুরু করে না।” – হেনরি ভ্যান ডাইক

 

যদি আমরা জীবন না জানি, তাহলে আমরা কীভাবে মৃত্যু জানতে পারি?” – কনফুসিয়াস

 

যিনি মৃত্যুকে ভয় পায় না, তিনি বুদ্ধিমত্তার সাথে জীবনযাপন করেন।” – গৌতম বুদ্ধ

 

মৃত্যুর কারণই মানুষকে শহীদ বানায়, মৃত্যু না।” – নেপোলিয়ন বোনাপার্ট

 

আমরা জন্মাই অতৃপ্তি নিয়ে, আর মারা যাই অতৃপ্তি নিয়ে।” – সাইরাস

 

কেউই আত্মবিশ্বাসী হতে পারে না যে, সে আগামীকাল বেঁচে থাকবে।” – ইউরোপিডিস

 

এই জগতে কোন মানুষই সুখী নয়। মানুষ সুখী হয় মৃত্যুর পরে, তার আগে নয়।” – বীরবল

 

কাপুরুষরা মৃত্যুর আগে বহুবার মারা যায়, বীররা একবারই মৃত্যুর স্বাদ পায়।” – উইলিয়াম

 

মৃত্যু জীবনের বিপরীত নয় তা হলো জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ বিশেষ।

 

ভীরুরা মরার আগে মরে বার বার, সাহসীরা মৃত্যুর স্বাদ গ্রহন করে একবার ।

 

জীবনের দৈর্ঘ্যই শেষ কথা নয়; জীবনের গভীরতায় আসল মাপকাঠি।

 

মানুষের মৃত্যু হয় কিন্তু স্মৃতির মৃত্যু হয় না।তা ফিরে আসে বারেবার ;মনকে নাড়া দিয়ে যায়।

 

কিছু মানুষের মৃত্যু কারো পুরো পৃথিবীকে শুন্য বানিয়ে দিতে যথেষ্ট।

 

মানবদেহ মরণশীল ;কিন্তু আত্মা অবিনশ্বর ।

 

যেদিন পৃথিবী থেকে চলে যাব আমি ,বুঝবে সেদিন ছিলাম আমি কতটা দামি।

 

সে-ই প্রকৃত মানুষ যে ভয় পায় তার অন্তরের মৃত্যুকে , শরীরের মৃত্যুকে নয়।

 

মৃত্যুই হল জীবনের পরম সত্য।

 

অতি প্রিয়জনের মৃত্যু কষ্ট যারা সহ্য করেছে অধিক বেদনাদায়ক আর কিছুই তাদের মনে হয় না ।

 

মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারনে-অকারনে বদলায় ।

— মুনীর চৌধুরী

 

জীবন নিয়ে গর্ব মানুষের চিরকালের অথচ মৃত্যু কত সহজ কি নিঃশব্দে এসে চলে যায়।
— সমরেশ মজুমদার

 

মৃত্যু সবচেয়ে বড় ক্ষতি নয় বড় ক্ষতি হয় তখন যখন কেউ বেচে থেকেও মরে যায়।
— নরমান কাজিন্স

 

আমি মনে করি, মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন । এটি জীবন থেকে পুরনো ও সেকেলে জিনিস থেকে মুক্ত করে ।
— স্টিভ জবস

 

এমনভাবে জীবন যাপন করো যেন কখনো মরতে হবে নাহ, আবার এমনভাবে মরে যাও যেন কখনো বেচেই ছিলে নাহ।
— শেখ সাদি

 

মৃত্যু এবং জীবন কিন্তু বিপরীত নয় বরং মৃত্যু হলো জীবনের অংশ।
— হারুকি মুরাকামি

 

যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তমরূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান ।
— সুনানে ইবনে মাজাহ (৪২৫৯ নং হাদিস )

 

ভীরুরা মরার আগে বার বার মরে, সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহন করে ।
— উইলিয়াম শেক্সপিয়র

 

সে-ই মানুষ যে তার অন্তরের মৃত্যুকে ভয় করে, শরীরের মৃত্যুকে নয়।
— ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

 

মানুষ যদি মৃত ব্যাক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত, তাহলে মানুষ মৃত ব্যাক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাদতো ।
— হযরত মোঃ (সাঃ)

 

যে ব্যাক্তি মৃত্যুকে চিনে গেছে, তার জন্য দুনিয়ার মুসীবত ও দুঃখ সহ্য হয়ে গেছে ।
— কা’ব আল আহবার (রহ)

 

জীবনকে যেমন, মৃত্যুকেও তেমনি স্বাভাবিক বলে মেনে নিতে হবে — শহিদুল্লাহ কায়সার

 

এমনভাবে জীবন যাপন করো যেন কখনো মরতে হবে নাহ, আবার এমনভাবে মরে যাও যেন কখনো বেচেই ছিলে নাহ।— শেখ সাদি

 

আপনি যদি খুব ভালো একটা জীবন পেতে চান, কখনো ভুলবেন না যে আপনি একদিন মৃত্যুবরণ করবেন।— তারিক রামাদান

 

আল্লাহ্‌ যদি কাউকে মারতে চান তাহলে কি তার কোনো আয়োজন করার প্রয়োজন আছে? তাহলে মরতে কিসের ভয়, একবারই তো মরতে হবে ।— হুমায়ূন আহমেদ

 

শেষকথা

মৃত্যু আমাদের সকলের জীবনের একটি অবধারিত এবং নির্মম সত্য । ইতিপূর্বে আমরা মৃত্যু সম্পর্কিত কিছু উক্তি আলোচনা করেছি আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। আমরা কেউই চিরকাল পৃথিবীতে বেঁচে থাকব না । সবাই কোন না কোন  উসিলায় এই সুন্দর মায়ার পৃথিবী ছেড়ে চলে যাব পরপারে।  তাই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাদের সকলের উচিত কোনো না কোনো ভালো কাজ করে যাওয়া যাতে মৃত্যুর পরেও আমাদেরকে সবার স্মরণে রাখে। আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করি এবং ভালো কাজ করার চেষ্টা করি যাতে মৃত্যুর পরবর্তীতেও মানুষ ভালো বলে ধন্যবাদ সকলকে আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে অতিবাহিত করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *