লোডশেডিং নিয়ে স্ট্যাটাস,ক্যাপশন ,কবিতা,উক্তি-২০২৩

লোডশেডিং নিয়ে স্ট্যাটাস

লোডশেডিং বলতে সাধারণত প্রয়োজনের তুলনায় কম পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার কারণে বিদ্যুৎ সংযোগকারী অঞ্চলগুলোতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকাকে লোডশেডিং বলা হয়। সাম্প্রতিক সময় বাংলাদেশের লোডশেডিং এর পরিমাণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশের শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলগুলোতে প্রতিনিয়ত লোডশেডিং এর প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

 

লোডশেডিং এর যন্ত্রণায় প্রতিনিয়ত মানুষের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে। তাইতো আমরা আজকে আপনাদের উদ্দেশ্যে লোডশেডিং নিয়ে উক্তি ও ক্যাপশন গুলো শেয়ার করব যেগুলো আপনাদেরকে লোডশেডিং সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানতে সাহায্য করবে। আপনি আমাদের আজকের এই প্রতিবেদন থেকে লোডশেডিং নিয়ে উক্তি ও ক্যাপশন গুলো সংগ্রহ করে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে লোডশেডিং সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করতে পারবেন।

 

আপনার চ্যানেল সেটিং সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে চান অথবা বিভিন্ন স্ট্যাটাসগুলো দেখতে চান তাদের জন্য এই নিবন্ধটিতে খুব সহজেই তুলে ধরা হলো লোডশেডিং নিয়ে কিছু কথা। লোডশেডিং নিয়ে কবিতা। লোডশেডিং নিয়ে স্ট্যাটাস।

 

লোডশেডিং নিয়ে এসএমএস। লোডশেডিং নিয়ে ভিডিও সহ এই ধরনের কিওয়ার্ড নিয়ে যারা সবসময় রিসার্চ করেন অথবা এধরনের কিওয়ার্ড সম্পর্কে অনুসন্ধান চালানো। শুধুমাত্র তাদের কথা চিন্তা করে আমাদের এই নিবন্ধটিতে আমরা সুন্দরভাবে এই ধরনের তথ্য নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের এই নিবন্ধটিতে আপনারা খুব সহজেই উপরে উল্লেখিত তথ্যগুলো জানতে পারবেন তাই মনোযোগ সহকারে আমাদের নিবন্ধনটি দেখুন। তাহলে চলুন লোডশেডিং নিয়ে কিছু কথা হলো ট্রিটিং নিয়ে স্ট্যাটাস গুলো দেখে নেওয়া যাক।

 

 

লোডশেডিং নিয়ে স্ট্যাটাস,ক্যাপশন ,কবিতা,উক্তি

 

 

 

 

 

বর্তমানে বাংলাদেশের লোডশেডিংয়ের হওয়ার কারণে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। অনেকেরই লেখা পড়ার সমস্যা হচ্ছে। অনেকেই আবার বিভিন্ন প্রতিষ্ঠানে চালাতে ব্যর্থ হয়ে যাচ্ছে। অনেকেই আবার রয়েছেন যারা শেষ ব্যবহার করে তাদের জন্য সমস্যা হয়ে যাচ্ছে। বর্তমানে এই গরমে আমরা অতিষ্ঠ হয়ে যাই পাচ্ছিনা ফ্যানের বাতাস এবং পাচ্ছিনা এসিসহ ফ্রিজের পানি। রাস্তায় চলাফেরা সময় গাড়ির ভাড়া বেশি এবং গাড়িতে চার্জ নেই বলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। সকল সমস্যার সমাধান করতে অথবা বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমরা সবসময় বিদ্যুৎ নিয়ে স্ট্যাটাস অনুসন্ধান করে থাকি।

 

আমরা এখনকার সময় প্রায় সব কিছুই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকি, কারন আমরা এখন মনের ভাব প্রকাশ করে থাকি নানান করম স্ট্যাটাস এর মাধ্যমে। আসুন তাহলে দেখে নেই লোডশেডিং নিয়ে কিছু স্ট্যাটাসঃ

 

কোথায় গেল কুপি দোয়াত, কোথায় গেল তালের পাখা আসলো এখন কারেন্ট হলো ,হলো আমাদের দুর্দশা।

জোনাকি গুলো দিচ্ছে সারা লোডশেডিং আজ শহর জুড়ে অন্ধকারে ব্যাকুল এ মন রয়েছে এ মন নেশার ঘোরে।

বিদ্যুত যখন ছিলনা, ছিল তালপাখার পাতা, এখন শুথু লোডশেডিং, বিদ্যুত চলেগেলেই ঘুরে মাথা।

প্রিয়জনের শূন্যতার চেয়ে কারেন্টের শূন্যতা বেশি প্যারা দিচ্ছে। ?

তোমার শহরে শুদ্ধ অক্সিজেন নেই লোডশেডিং এর অভাব কিন্তু আমার শহরে আজও শুদ্ধ অক্সিজেন কেবলই লোডশেডিং এর স্বভাব।

হায়রে কপাল মন্দরে, দেশে কারেন্ট থাকতেও, থাকি সবাই অন্ধকারে।

তুমি তখন শান্তিনিকেতনে ,সঙ্গে রঙিন মানুষ, আমার বসন্ত একান্ত, কালো ভেতর ঘরে হঠাৎ লোডশেডিং, হারানো আমি কে খুঁজছে জোনাকির আলো।

 

লোডশেডিং নিয়ে ক্যাপশন

 

অনেকেই অনলাইনে লোডশেডিং নিয়ে ক্যাপশন গুলো অনুসন্ধান করে থাকেন। তাদের জন্য আজকে আমরা লোডশেডিং নিয়ে ক্যাপশন গুলো তুলে ধরেছি। আমাদের এই প্রতিবেদন থেকে আপনারা লোডশেডিং নিয়ে সকল ধরনের ক্যাপশন সংগ্রহ করতে পারবেন এবং আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমের লোডশেডিং সম্পর্কে বিভিন্ন ধরনের স্ট্যাটাস হিসেবে আমাদের এই ক্যাপশন গুলো শেয়ার করতে পারবেন। এছাড়া আপনার বন্ধু-বান্ধব পরিচিতি সকলের মাঝে আজকের এই লোডশেডিং নিয়ে ক্যাপশন গুলো শেয়ার করতে পারবেন। নিচে লোডশেডিং নিয়ে ক্যাপশন গুলো তুলে ধরা হলো:

 

লোড শিডিং হচ্ছে হোক
আমি গরমে আরাম করা লোক

 

প্রিয়জনের শূন্যতার চেয়ে কারেন্টের শূন্যতা বেশি প্যারা দিচ্ছে। ?

 

‘কারেন্ট নাইরে কারেন্ট নাইরে জগতে;
বাইচা থাকতেই কারেন্ট নাইরে জগতে।’

 

প্রসঙ্গ যখন চলে যাওয়ার,

তখন কারেন্ট ই সেরা?

 

আমার শহরে লোডশেডিং,
তোর ক্যানভাস ভিশন রঙিন।
মুহূর্তরা স্মৃতির খামে মোড়া,
ভীষণ যত্নে আজও স্পর্শকাতর’ ওরা
আবেগগুলো পড়েছে দূরত্বের আচে
অভিমানের ভিডিও ভালোবাসা বাঁচে।

 

জোনাকিগুলো দিচ্ছে সাড়া
লোডশেডিং আজ শহড় জুড়ে
অন্ধকারে ব্যাকুল এ মন
রয়েছে এ মন নেশার ঘরে

 

 

লোডশেডিং নিয়ে মজার উক্তি

 

 

তুমি যখন শান্তিনিকেতন, সঙ্গে রঙিন মানুষ, আমার বসন্ত একান্ত, কালো
ভেতর ঘরে হঠাৎ লোডশেডিং, হারানো আমি কে খুঁজছে জোনাকির আলো।

 

তোমার শহড়ে শুদ্ধ অক্সিজেন নেই
লোডশেডিং এর অভাব
কিন্তু আমার শহড়ে আজও শুদ্ধ অক্সিজেন,
কেবলি লোডশেডিং এর স্বভাব

 

তোমার ঘরে আশকারায় ভিড়ে
রোজনামচার গল্পেরা স্বাধীন,
আমার ঘরে অসুখ ছুয়ে
কেবলই লোডশেডিং।

 

শেষকথা
নিজের ব্যক্তিগত মতামতের সঙ্গে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা যখন লোডশেডিং নিয়ে কিছু কথা সংযুক্ত করবেন তখন দেখবেন যে আপনাদের এই পোস্ট গ্রহণযোগ্যতা পাচ্ছে। তবে লোডশেডিং এর এই সমস্যা সাময়িক এবং পরবর্তীতে সমাধান হলে আপনারা সকলে আগের মতো ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *