১৫ আগস্ট জাতীয় শোক দিবস নিয়ে সেরা স্ট্যাটাস

১৫ আগস্ট জাতীয় শোক দিবস নিয়ে সেরা স্ট্যাটাস

১৫ আগস্ট জাতীয় শোক দিবস নিয়ে সেরা স্ট্যাটাস:শোকের মাস আগস্ট, বাংলাদেশ প্রতিবছর আগস্ট মাসের ১৫ তারিখ জাতীয় শোক দিবস পালন করা হয়। এই দিন রাষ্ট্রীয়ভাবে পুরো দেশের শোক পালন করা হয় জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করার মাধ্যমে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডি ৩২ নম্বর নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সেনা সদস্যরা তাকে সপরিবারে হত্যা করে।

যার জন্য বাংলাদেশে সেই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। আজ সেই জাতীয় শোক দিবস, বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল যা বাংলার ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড।

আপনারা অনেকেই জানেন বঙ্গবন্ধু একজন দেশপ্রেমী ত্যাগি নেতা ছিলেন তিনি দেশের জন্য দেশের মানুষের জন্য নিজের জীবন দিতেউ একবার ভাবেন নি। টার দেওয়া ১৯৭১ সালের ৭ মার্চ এর ভাসন এখনো ইতিহাসের পাতায় লিখে আছে। সবাই সেই ভাসন সম্পর্কে অভগত আছে। এমন এক বিখ্যাত ব্যাক্তিকে ১৫ আগস্ট হত্তা করা হয়। টার মৃত্যুতে আমরা গভীর ভাবে শকাহত। আপনারা অনেকেই আছেন অমর এই নেতাকে নিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক নিয়ে স্ট্যাটাস ক্যাপশন কিছু ছবি অনেকেই কবিতা প্রকাশ করতে চায়। তাদের জন্য পোস্টের এইপরযায়ে সুন্দির কিছু কথা তুলে ধরা হোলও আপনারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন।

 

১৫ আগস্ট জাতীয় শোক দিবস নিয়ে সেরা স্ট্যাটাস

 

 

 

১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্ট্যাটাস বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে বঙ্গবন্ধু সহ তার পরিবারকে নৃশংস যে হত্যাকাণ্ড করা হয়েছে। তাদের স্মরণে 15 ই আগস্ট জাতীয় শোক দিবস স্ট্যাটাস নিচে দেয়া হয়েছে। আপনারা যারা জাতীয় শোক দিবস নিয়ে স্ট্যাটাস দিতে চান। নিচে থেকে ভালো মানের জাতীয় শোক দিবস দেখে নিন।

 

শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারালো একজন মহান নেতাকে, হারালাম একজন অকৃত্রিম বন্ধুকে।
– ফিদেল কাস্ত্রো

 

শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণী বাংলাদেশ, আমার বাংলাদেশ।।
– গৌরী প্রসন্ন মজুমদার

 

আজ আগস্টের শোক দিবসে

পানি সবার চোখে

শেখ মুজিবকে শ্রদ্ধা জানায়

হাজার হাজার লোকে ।

 

* বঙ্গবন্ধুর দেহটা আজ কবরে

কিন্তু তিনি যেন বাংলাদেশে এখনো বিরাজমান।

গ্রাম শহরে তার সুবাস পাওয়া যায় ।

 

* জাতির জনক চলে গেছে
রয়ে গেছে অন্তরে
তিনি থাকবেন অমর হয়ে
বাংলার পথ প্রান্তরে ।

 

* এই যে আকাশ দেখছি ,এটা মুজিবের জন্য ।
এই যে পাহাড় দেখছি ,এটা মুজিবের জন্য।
এই যে বাংলা দেখছি , এটা মুজিবের জন্য ।
তিনি ছাড়া স্বাধীনতার স্বাদ কেউ বুঝতো না কোনদিন ।

 

* মুজিবের বাবা মাকে স্যালুট-
এমনরত্ন জন্ম দেওয়ার জন্য ।
আর মুজিবকে স্যালুট-
স্বাধীন দেশ উপহার দেওয়ার জন্য ।

 

* মুজিব মানে হানাদার তাড়ানো
অগ্নিপুরুষ
মুজিব মানে স্বাধীন দেশের
স্বপ্নদ্রষ্টা ।

 

* শেখ মুজিবের রক্ত ঝরে
এই মাটি হয় খাঁটি
এই মাটিতে বুক ফুলিয়ে
আজকে সবাই হাঁটি।

 

* জাতির পিতা আজ কবরে

তাতে প্রবলেম কি

তার ছবি আর রঙিন স্বপ্ন

বুকে রেখেছি ।

 

শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারালো একজন মহান নেতাকে, হারালাম একজন অকৃত্রিম বন্ধুকে।
– ফিদেল কাস্ত্রো

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ। তাই তিনি অমর।
– সাদ্দাম হোসেন

 

মুজিব হত্যার পর বাঙালিকে আর বিশ্বাস করা যায় না, যারা মুজিবকে হত্যা করেছে তারা যে কোনো জঘন্য কাজ করতে পারে।

– উইলিবান্ট

 

বঙ্গবন্ধুকে হত্যায় বাংলাদেশ শুধু এতিমই হয়নি, বিশ্ব হারিয়েছে এক মহান সন্তানকে।
– জেমস ল্যামন্ড

 

যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা।
– হাসান মতিউর রহমান

 

আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়।
– ফিদেল কাস্ত্রো

 

তোমাদের জন্ম হয়েছে বলেই এই দেশের জন্ম হয়েছে,
স্বাধীন বাংলাদেশের অপর নাম মুজিব।

 

শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারালো একজন মহান নেতাকে, হারালাম একজন অকৃত্রিম বন্ধুকে।
– ফিদেল কাস্ত্রো

 

দেশকে ভালোবাসা যদি ঈমানের অঙ্গ হয় তাহলে বঙ্গবন্ধুকে ভালোবাসা কি হবে বলুন? তিনি তো স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ।

 

* শোক দিবসে জাতির পিতার

জন্য করি দোয়া

মাওলা তাকে সুখে রাখুক

দিয়ে রহম ছোঁয়া।

 

* লাল সবুজের পতাকা দেখো

সবুজ বৃত্ত যেন টুংগি পাড়া

আর লাল চিহ্ন শেখ মুজিবের রক্ত ।

 

* শোক দিবসে একটাই প্রার্থনা-

বঙ্গবন্ধুকে রহম ছাঁয়ায়,সুখের চাদরে রেখো আল্লাহ।

 

 

 

জাতীয় শোক দিবসের উক্তি

 

বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা নিয়ে জাতীয় শোক দিবসের উক্তি উল্লেখ করা হয়েছে। আমাদের এই পোস্টে ১৯৭৫ সালের আজকের এই দিনে বঙ্গবন্ধুর পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তাই বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিগণ জাতীয় শোক দিবস নিয়ে উক্তি লিখে গেছেন। নিচে থেকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের উক্তি দেখুন।

 

১৫ই আগস্ট, জাতীয় শোক দিবস।

 

এটি ইতিহাসের সবচেয়ে বর্বর, জঘন্য ও নৃশংস হত্যাকাণ্ডের একটি। জাতির পিতা বঙ্গবন্ধুসহ নিহত সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা। আর এই জঘন্য হত্যাকান্ডের সাথে জড়িত সকলের প্রতি অনেক বিদ্বেষ রয়েছে।

 

“তোমাদের জন্ম হয়েছে বলেই এই দেশের জন্ম হয়েছে,
স্বাধীন বাংলাদেশের অপর নাম মুজিব”

 

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়। স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। মহান আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন।

 

শেষ কথাঃ
প্রিয় ভিজিটর আসা করি আমাদের পোস্টটি থেকে মহান নেতা সম্পর্কে অনেক কিছু জানতে পারেলেন।আমাদের আরও কিছু পোস্ট দেখতে আমদের পোস্টের নিচের দেওয়া লিংকে প্রবেশ করুন। এবং নতুন কিছু জানতে এবং পোস্ট সম্পর্কে কোন মতামত থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *