Best Bangla Captions status for you
In Banglish Fonts
In Banglish Fonts
In Banglish Fonts
In Banglish Fonts
একটা তাজমহল হয়তো বানাতে পারবো না,
তবুও গড়বো বাবুই পাখির মত সুখের ছোট্ট একটি নীড়।
( Sudhu Akbar Bol Valobasi !!
Akta Taj Mohol Hoito Banate Parbo Na,
Tobou Gorbo Babui Pakhir Moto Chotto Sukher Nir)
For More Best Status Vistit Our More Pages
৭. তোর ছবি দেখেই আমার মন ভালো হয়ে যায়,
তাহলে তোকে পেলে কতটা আনন্দে থাকবো
তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
( Tor Chobi Dekhey Amar Mon Valo Hoi Jai,
Tahole Toke Pele Kotota Anande Thakbo
Ta Vasai Prokas Kora Somvob Noi |
৮. মেঘের হাতে একটি চিঠি পাঠিয়ে দিলাম আজ।
বন্ধু আছি অনেক দূরে হাতে অনেক কাজ।
বৃষ্টি তুমি একটি বার জানিয়ে দিও তাকে।
বন্ধু তোমার পাশেই আছি,
হাজার কাজের ফাঁকে।
( Megher Hat A ekti Chiti Pathai dilam Aj |
Bondhu Achi Onek Dure Hat A Ache Kaj |
Bisty Tumi Ektibar Janiya Diyo Take |
Bindhu Tomar Pasai Achi Hazar Kajer Fake)
৯. “একাকিত্ব”
তও অনেক ভালো,
অন্তত এ তো আর আমায়,
এক ফেলে যাবে না।
( Akakitto taw Onek Valo
Ontoro A To Amai Aka Fala Jaina)
১১. যেভাবেই বাঁচি বেঁচে তো আছি,
জীবন আর মরনের মাঝে মাঝি।
(J Vabe Bachi Beche Achi To
Jibon Ar Moron Er Majha Majhi)
১২. সময় বদলে যায় জীবনের সাথে,
জীবন বদলে যায় সম্পর্কের সাথে।
সম্পর্ক কিছু বদলায় আপনজনদের সাথে,
শুধু কিছু আপনজন বদলায় সময়ের সাথে।
( Somoi Bodle Jai jibon Er Sat A,
Jibon Bodle Jai Somporkor Sat A
Somporkp Kichu Bodlai Apon Jon Der Sat a
Sudhu kichu Apon Jon Bodlai Somoi Er Sat A)
১৩. যে অন্যকে কষ্ট দিতে পারে না,
সে নিজে কষ্ট পায়।
( J Onno K Kosto Dita Pare Na,
Se Nije Kosto Pai)
১৪. কি করে বলবো?
নিজেই বুঝে নাও না।
খুব মনে পড়ে তোমায়,
এসে বুকে জড়িয়ে নাও না।
(Ki kore Bolbo ? Nijey Bujha Naw Na
Khub Mone Pore Tomai)
Thanks For Reading We Provide All Social Status.
(আমি হয়তো দুস্টু,
কিন্তু খারাপ না।
আমি সবার সাথে মজা করি,
কিন্তু ফাজিল না।
আমি খুব রাজি,
কিন্তু নিষ্ঠুর–স্বার্থপর না।
আমি আমার মতো ,
হয়তো কারো মনের মতো না।)
(সবার সাথে তাল মিলিয়ে
চলা সম্ভব নয়।
কারন আমি মানুষ
তবলা নই।)
(আমি তোমাদের ম্যাসেজ করি না
বলে ভেবো না,
আমার ইগো আছে, আসলে আমার
লজ্জা লাগে।)
(“ব্লক”
করে দিলেই কিংবা কথা
বলা বন্ধ করে দিলেই ,
ভালোবাসা শেষ হয়ে যায় না।)
“অপেক্ষা”
হলো শুধ্যতম ভালোবাসার একটি চিন্হ।
সবাই ভালোবাসি মুখে তো বলতে পারে না।
কিন্তু , সবাই অপেক্ষা করে সেই পবিত্র ভালোবাসা
প্রমান করতে পারে না।
যেচে কথা বলি বলে
মূল্যহীন ভেবো না।
পেয়ে গেছে সে নতুন ঠিকানা ,
তাই আর যোগ যোগ হয় না।
সরি তোর অনুমতি না নিয়েই,
তোকে মিস করি।
জীবনে এমন কাউকে ভালোবাসো,
যে তোমাকে ভালোবাসতে না পড়লেও
তোমাকে সম্মান করবে।
গরিব মানুষ স্যার –
দিনে চাঁদ দেখি।
For More Status Visit Our More Pages Thanks. Our posts are updated regularly. So stay connected with us to get more facebook status.i love status, sad status bangla, fb status bangla, koster status and bangla funny status. You will get lots of likes by sharing our statuses on social media.