প্রেমিকা তার এক হাঁটুর কাছাকাছি একটা বেল্ট বেঁধেছে।
প্রেমিক সেটা দেখে কারণ জিজ্ঞেস করল।
প্রেমিকা উত্তর দিল: বাড়িতে কথা দিয়েছি যে আমি তোমাকে এই বেল্টের নীচে স্পর্শ করতে দেব না।
In Bangles Fonts 👇
২.প্রেমিক–প্রেমিকার মধ্য তুমুল ঝগড়া চলছে।
এক পর্যায়ে প্রেমিকা তার প্রেমিককে বলল, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তুমি জীবনেও শান্তি পাবে না, সারা জীবনকষ্টে কষ্টে কাটবে।
এই শুনে প্রেমিক বলল, তুমি কি সত্যি সত্যি আমাকে চলে যেতে বলছ নাকি তোমাকে বিয়ে করার কথা বলছ?
In Bangles Fonts 👇
৩.প্রেমিকা: আজ তোমাকে একটা গোপন কথা বলব। কথাটা আরও আগেই বলা উচিত ছিল, কিন্তু বলা হয়ে ওঠেনি। জানি না, তুমি ব্যাপারটা কীভাবে নেবে। আমাকে প্রতি সপ্তাহেই একজন মানসিক রোগের চিকিৎসকের সঙ্গে দেখা করতে হয়।
প্রেমিক: আমিও তোমাকে একটা গোপন কথা বলব। আমাকে প্রতি সপ্তাহেই একজন স্কুলছাত্রী, একজন কলেজছাত্রী, একজনস্কুলশিক্ষিকা, একজন গায়িকা এবং একজন লেখিকার সঙ্গে দেখা করতে হয়!
In Bangles Fonts 👇
প্রেমিক: কেন নয়? আমার বিবাহিতা মেয়েদের খুবই ভালো লাগে!
In Bangles Fonts 👇
For More Funny Status Click Here
৫.গান গেয়ে মলির প্রতি ভালোবাসা প্রকাশ করল জলিল। তারপর গদগদ স্বরে বলল, প্রিয়তমা, কেমন গাইলাম বলো তো?
মলি: তোমার তো টেলিভিশনে গান গাওয়া উচিত।
জলিল: সত্যি?!
মলি: হ্যাঁ। সে ক্ষেত্রে আমি অন্তত টিভিটা বন্ধ করে দিতে পারব।
In Bangles Fonts 👇
Best Bangla Jokes 2022
নাটকীয় ভঙ্গিতে প্রেমিকাকে বলল প্রেমিক, তোমার সঙ্গে আমার কি একটা মেধার যুদ্ধ হতে পারে?
প্রেমিকা: না। আমি নিরস্ত্র লোকের সঙ্গে যুদ্ধ করি না।
প্রেমিক: প্রিয়তমা, আমি যে কটা টাকা মাইনে পাই, বিয়ের পর তাতে কি তোমার চলবে?
প্রেমিকা: আমার তো চলে যাবে। কিন্তু তুমি চলবে কীভাবে?
আসিফ: জন্মদিনে তুমি কী উপহার চাও?
ফারাহ: আগামীকাল আমার যত বছর পূর্ণ হবে, তুমি আমাকে ঠিক ততটা গোলাপ পাঠাবে। সকালে ঘুম থেকে উঠেই আমি যেনতোমার দেওয়া গোলাপ হাতে পাই।
আসিফও বেশ খুশি। পরিচিত এক ফুলের দোকানদারকে বলে রাখল, পরদিন ভোরবেলায়ই যেন ফারাহর বাসায় ২১টি গোলাপপৌঁছে যায়।
পরদিন খুশিতে বাকবাকুম করতে করতে ফারাহর বাসায় হাজির আসিফ। দরজায় দাঁড়িয়েই রাগত স্বরে বলল ফারাহ, ‘চলে যাওতুমি! আর কখনো তোমার মুখ দেখতে চাই না।’
কিছুই বুঝল না আসিফ। মন খারাপ করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় দেখা ফুলের দোকানদারের সঙ্গে।দোকানদার হেসে বলল, ‘স্যার, ম্যাডাম খুশি হইছে তো? আপনি আমার পুরান কাস্টমার, তাই এক ডজন ফুল বেশি দিছিলাম!’
রাইসা বলছে তানিমকে, শোন, আমাকে বিয়ে করতে হলে তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে।
তানিম: যেমন?
রাইসা: এই যেমন রাত করে বাসায় ফেরা, তাস খেলা, ধূমপান করা…
তানিম: আপাতত বিয়ের চিন্তাটা ত্যাগ করলাম।
রেস্টুরেন্টে পরিচয় হলো রিমা আর সোহাগের। তারা দুজন একসঙ্গে চা খেল, খানিক গল্পগুজব করল, মোবাইল নম্বর নিল…এবংআধঘণ্টার মাথায় সোহাগ রিমাকে প্রেম নিবেদন করে বসল। বলল, ‘আপনি কি আমাকে বিয়ে করবেন?’
বিস্মিত রিমা বলল, ‘আমাদের পরিচয়ের এক ঘণ্টাও হয়নি। আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না, অথচ আমাকে বিয়েকরতে চাইছেন?’
সোহাগ বলল, ‘কে বলেছে জানি না? আপনার বাবা যে ব্যাংকে টাকা জমা রাখেন, আমি সেই ব্যাংকের হিসাবরক্ষক।’
Bangla Love Quotes 2022 👉 Click Here
ভোলা মিঞাকে ফোন করেছে তার প্রেমিকা। শুরুতেই ধমক দিয়ে প্রেমিকা বলল, এই! মোবাইল থাকতে তুমি আমাকে চিঠিপাঠিয়েছ কেন? যদি বাবার হাতে পড়ে যেত?
ভোলা মিঞা: তোমাকে ফোন করেছিলাম তো! একটা মহিলা কণ্ঠ বলল, ‘প্লিজ, ট্রাই লেটার’। তাই লেটার পাঠানোর ট্রাইকরলাম!
যাত্রীছাউনিতে বসে যানবাহনের জন্য অপেক্ষা করছে এক প্রেমিক। পাশেই বসে আছে তার প্রেমিকা। প্রেমিক তার চেহারায়গুরুগম্ভীর ভাব এনে বলল, মিতু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। খুবই গুরুত্বপূর্ণ কথা।
প্রেমিকা ধরে নিল, এখন খুবই দার্শনিক টাইপের একটা কথা হবে। তাই সে সিরিয়াসলি বলল, হ্যাঁ, বলো।
প্রেমিক বলতে শুরু করল, মিতু, পৃথিবীতে চলতে হলে আমাদের অনেক কিছুরই ফারাক বুঝতে হয়, চিনতে হয়। আচ্ছা, তুমিআমাকে বলো তো, তুমি কি পাবলিক বাস আর ট্যাক্সিক্যাবের ফারাক বোঝো?
প্রেমিকা মাথা নাড়াতে নাড়াতে বলল, না, বুঝি না।
প্রেমিক এবার লাফ দিয়ে বসা থেকে উঠে বলল, তাহলে ক্যাবে যাওয়ার দরকার নেই। পাবলিক বাসেই চলো।