১.স্কুলে বার্ষিক পরীক্ষা আরম্ভ হলো। পরীক্ষার হলে এক ছাত্রী জোরে জোরে কাঁদছে।
শিক্ষকঃ তুমি কাঁদছ কেন?
ছাত্রীঃ আমার রচনা কমন পড়েনি।
শিক্ষকঃ কেন? কী এসেছে?
ছাত্রীঃ এসেছে ‘ছাত্রজীবন’। স্যার, আমি তো ছাত্রী। ‘ছাত্রজীবন’ লিখব কীভাবে।
In Bangles Font 👇
School A Barshik Porikha Aramvo Holo | Porikhar Hole Ek Chatri Jore Jore Kadche |
Sikhok Tumi Kadcho Kano ?
Chatru : Eseche Chatri Jibin | Sir Ami To Chatri | Chatro Jibon Likhbo Kivabe |
২.পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর দরজায় মেহেদীকে দেখে স্যার বললেন, ১০ মিনিটের পর এলে কাউকে হলে ঢুকতে দেওয়া যাবে না।অনেক কাকুতি–মিনতির পর সে শেষ চেষ্টা হিসেবে বলল, ‘বাসা থেকে বেরোতে গিয়ে সিঁড়িতে আছাড় খেয়ে গড়াতে গড়াতে নিচেপড়ে গিয়েছিলাম স্যার।’ কৈফিয়ত শুনে স্যার আরও রেগে গিয়ে বললেন, ‘দোতলার সিঁড়ি থেকে গড়িয়ে নিচে নামতে তোমার ১৫মিনিট লাগল? বাজে বকার জায়গা পাও না?’
In Bangles Font 👇
Porikha Suru 15 Minutes Por Dorjai Mehedi K Dekhe Sir Bollen , 10 Minit Por A Asle Kaw K Porikhar Hola Aste Diya Jabe Na | Onek Kakuti Minotir Por Se Ses Chesta Hisab A Bollo, Basa Theke Berate Giya Sirite Achar Gorate Gorate Nicha Pore Giyachilam Sir | Koyfot Suna Sir Aro Rege Giya Bollen, Dotalar Siri Theke Goriya Nicha Namta Tomar 15 Minit Laglo ? Baje Bokar Jaiga Pawna ?
Banglaq Motivational Status 2022 Click Here
৩.ম্যাডাম বলেছে, প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করতে হবে। সৌরভ করছেও তা। সে বাসায় শিখেছে, আমাদের দেশের কয়েকটি ফলেরনাম–আম, জাম, কাঁঠাল, লিচু, বরই প্রভৃতি। পরীক্ষায় প্রশ্ন এল, দেশের পাঁচটি ফলের নাম লেখো। সৌরভ হিসাব করে দেখল, ওশিখেছে ছয়টি ফলের নাম আর লিখতে হবে পাঁচটির নাম। তারপর সৌরভ লিখল–আমাদের দেশের পাঁচটি ফলের নাম হলোঃ
১· আম, ২· জাম, ৩· কাঁঠাল, ৪· লিচু, ৫· প্রভৃতি!
In Bangles Font 👇
৪.পরীক্ষার কেন্দ্রে অপেক্ষমাণ এক শিক্ষার্থীর মা গল্প করছেন, ‘মেয়ে তো আমার একদমই পড়ে না। তার পরও কত ভালো রেজাল্টকরে। আজ ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা, অথচ কাল রাত ১০টা বাজতেই ঘুমিয়ে পড়ল।’
মেয়ে পরীক্ষার হল থেকে বাইরে এসে মাকে তাগাদা দিল, ‘চলো মা।’
‘এই আরেকটু গল্প করি তোমার আন্টির সঙ্গে।’ মা বলেন।
‘না, না।’ উত্তর দেয় মেয়েটি, ‘কাল রাত জেগে পড়েছি। এখন গিয়ে একটু ঘুমাব।’ মায়ের মুখ ততক্ষণে পাংশু!
In Bangles Font 👇
Porikha Kendro Opekhaman Ek Sikhartir Ma Golpo Korcjen, Mehe To Amader Akbar ey Porena | Tar Por O Koto Valo Results Kore | Aj English 2nd Pepar Exam Othocho Kal Rat 10 Ta Bajtey Ghumaiya Porlo |
Meye Porikhar Hal Theke Baire Ese Ma K tagofa Dilo , Chilo Ma |
Ey Arektu Golpo Kori Tomar Antir Sat A , Ma Bollen ,
Na Na Uttor Dai Meyeti Kal Rat jege Porechi | Akhon Giya Aktu Ghumabo | Ma Er Mukh Totokhon A Pasungho
Best Bangla Jokes 2022 Forever
জগন্নাথ কলেজের বেঞ্চগুলোর অবস্থা ভীষণ খারাপ, একেবারে নড়বড়ে। আমার পেছনের বেঞ্চে বসেছিল তুষার। পাশেরছেলেটার সঙ্গে তার গত দুই পরীক্ষা ধরেই রেষারেষি চলছিল। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর তুষার ইচ্ছা করেই নড়বড়ে বেঞ্চটাআরও বেশি করে নাড়াচ্ছিল। ছেলেটা কয়েকবার বলার পরও না থামাতে সে দাঁড়িয়ে স্যারকে বলল, ‘স্যার, ও আমাকে ডিস্টার্বকরছে।’ স্যার একটা কাঠের চেয়ারে বসে ঢুলছিলেন। তিনি এদিকে তাকিয়ে বললেন, ‘কীভাবে?’ ‘ও বারবার বেঞ্চ নাড়াচ্ছে।’ স্যার তখন তুষারের দিকে তাকিয়ে বললেন, তুমি এদিকে আসো, আমার চেয়ারটা একটু নাড়াইয়া দাও, আরাম করি।
পরীক্ষার হল থেকে এক ছেলে স্যারের অনুমতি নিয়ে টয়লেটে গেল। টয়লেটে আগেই একটা বই রাখা ছিল, প্রশ্নের উত্তর বের করেপড়ে আসতে আসতে অনেকক্ষণ দেরি হয়ে গেল। ফিরে আসতেই স্যার কষে ধমক লাগালেন।
–কী ব্যাপার, টয়লেট থেকে আসতে এতক্ষণ লাগল কেন? আর কেউ যাবে না নাকি?
–না স্যার, ওরা ভালো করেই পড়াশোনা করে এসেছে।
চার ঘণ্টার পরীক্ষা। তিন ঘণ্টা প্রায় শেষ। পাশে বসা মেয়েটির দিকে আমি বারবার তাকাচ্ছি। ম্যাডাম সেটি দেখে বললেন, ‘তুমিওর খাতা দেখছ কেন?’ আমি বললাম, ‘ম্যাডাম, খাতা না, আমি ওকেই দেখছি।’ ম্যাডাম মেয়েটিকে উঠিয়ে একটি ছেলেকেবসালেন। ছেলেটি বিপুল বিক্রমে লিখছে। আমি ছেলেটির খাতার দিকে নজর দিলাম। এবার ম্যাডাম বললেন, ‘এই, তুমি ওরদিকে তাকাচ্ছ কেন?’ একটু হেসে জবাব দিলাম, ‘ম্যাডাম, ভাববেন না যে আমি ছেলেটিকে দেখছি, আমি দেখছি তার খাতা।’
বলা বাহুল্য, ম্যাডাম এরপর আমাকে অন্য সিটে বদলি করে দিলেন।
Bangla Funny Status 2022 Click Here
বাবা: খোকা, পরীক্ষা কেমন দিলি?
ছেলে: শুধু একটা উত্তর ভুল হয়েছে।
বাবা: বাহ্! বাকিগুলো সঠিক হয়েছে?
ছেলে: না, বাকি গুলোতে লিখতেই পারিনি।
ছেলের দু’দিন পর পরীক্ষা। অথচ পড়াশোনার নাম গন্ধ নেই। সারাদিন টইটই করে ঘুরে বেড়ায়। মা, ব্যাপারটা দেখে–
মাঃ হাবলু, তোর না দু’দিন পরে পরীক্ষা! পড়াশোনা করছিস্ না যে!
হাবলুঃ মা পরীক্ষার এত চাপ– পড়ার সময়ই পাচ্ছি না!!
a
স্কুল পড়ুয়া দুই বন্ধুর পরীক্ষার শেষে স্কুল মাঠে দেখা–
১ম বন্ধুঃ কী রে দোস্ত, পরীক্ষা কেমন হলো ?
২য় বন্ধুঃ পরীক্ষা ভাল হয়নি রে দোস্ত ! তবে ৫ নম্বর নিশ্চিত পাবো ।
১ম বন্ধুঃ কীভাবে ?
২য় বন্ধুঃ পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ছিল ৫ নম্বর ! তাই আমি পরীক্ষার খাতায় কলমের একটা আচড়ও দেইনি ! তাই ৫ নম্বরনিশ্চিত পাবো ।
১ম বন্ধু :- হায়! সর্বনাশ হয়েছে– আমি ও তো তোর মতো পরীক্ষার খাতায় কলমের একটা আচড়ও দেইনি !
আমাদের দুই জনের খাতাই একই রকম দেখলে– টিচার মনে করবে না যে আমরা দুজনে নকল করেছ
Thanks For Reading Stay With Us
Code- [ 13896512 ]