Funny Jokes In Bengali
১. এক শিকারি বন্ধুদের আড্ডায় বসে বলছে, ‘জানিস, সেবার আফ্রিকার জঙ্গলে গিয়ে আমি কতগুলো রয়েল বেঙ্গল টাইগারমেরেছি?’. বন্ধুরা ভ্রু কুঁচকে বলে, ‘আফ্রিকার জঙ্গলে তো রয়েল বেঙ্গল টাইগারই নেই! তুই মারবি কোথা থেকে?’ শিকারি: আহ্! সব যদি আমি মেরেই ফেলি, তাহলে থাকবে কোথা থেকে?!
In Bangles Font 👇
Ek Sukaru Bindhu Addai Bose Bolche, Janis Se Bar Africar Jongol A Giye Ami Koto Gulo Royal Bengol Tiger Merechi?
Bondu Ra Obak Chokh A Bole, Africar Jongol A To Royal Bengal Tiger Nai Tui Marbi Kothai Theke ?
Sikari : Ahh! Sob Jodi Ami Merey Feli To Thakbe Kothai Theke?!
২.গদা: জানিস পদা, পৃথিবী দিন দিন মেধাশূন্য হয়ে পড়ছে।
পদা: কিভাবে?
গদা: এই ধর এরিস্টটল মারা গেলো, নিউটন গত হয়েছে, আইনস্টাইন মরে ভূত হয়ে গেল, স্টিফেন হকিং–এর স্বাস্থ্যও খারাপ, আমার শরীরটাও বেশি ভালো থেকছি না কয়েকদিন ধরে…
In Bangles Font 👇
For Motivational Status Visit 👉 Motivational
৩.তিন ইঁদুর নিজেদের বীরত্বের গল্প করছে।
প্রথম ইঁদুর: জানিস, সেদিন আমি এক বোতল ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেছি, অথচ আমার কিছুই হয়নি।
দ্বিতীয় ইঁদুর: কিছুদিন আগে আমি একটা ফাঁদে আটকা পড়ে গেছিলাম। ফাঁদটা ভেঙে বেরিয়ে এসেছি।
তৃতীয় ইঁদুর: তোরা গল্প কর, আমি আজ উঠি। বাড়ি ফিরে আবার পোষা বিড়ালটাকে খাবার দিতে হবে।
In Bangles Font 👇
Tin Edur Nijeder Birottor Golpo Korche|
No.1 Edur : Janis Sedin Ami Ek Botol Edurmarar Bis Khaiya Felchi, Othocho Amar Kichu Hoini |
No.2 Edur : Kichudin Age Ami Akta Fad A Atke Pore Giyachilam, Fad Ta Vengge Beriya Esechi.
No.3 Edur : Tora Golpo Kor Aj Ami Uthi | Bari Fire Aba Posa Biral Ta K khabar Dite Hobe 😂 ..
৪.পাঁচ ফুট লম্বা একটি ছেলে গেছে পাত্রী দেখতে। পাত্রীর বাবা ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কতটুকু লম্বা?
পাঁচ ফুট ১০ ইঞ্চি।
ছেলের মা পাশেই বসেছিলেন। তিনি ছেলেকে বললেন, চুপ কর বাপ, এটা ফেসবুক নয়।
In Bangles Font 👇
5 Foot Lomba Ekta Chele Geche Patri Dekhte | Patrir Baba Chele K Jigasa Korlen, Baba Tumi Koto Tuku Lomba?
5 Foot 10 Inch |
Cheler Ma Pase E Bosechilen | Tini Chele K Bollen , Chupkor Bap Aita Facebook Noi.
৫.এক বৃদ্ধ রেস্টুরেন্টের ভেতর ঢুকে ম্যানেজারকে বলল, ‘আজ বিশ্বকাপের ফাইনাল, আমার নাতিটা ফুটবল খেলা খুব ভালোবাসে।ওকে যদি আজ বিকেলটা ছুটি দিতেন, তাহলে খুব ভালো হতো। আমরা দুজন একসঙ্গে বসে খেলা দেখতে পারতাম।’
ম্যানেজার বলল, ‘দুঃখিত, সেটা কোনোভাবেই সম্ভব নয়। ও তো আপনাকে কবর দিতে সারা দিনের জন্য ছুটি নিয়ে গেছে।’
In Bangles Font 👇
Ek Biddho Restaurant A Dhuke Manager K Bollo, Aj Bissocup Er Final Amar Nati Ta Football Khala Khub Valobase | Oke Jodi Aj Bikal Ta Chuti Diten , Tahole Khub Valo Hoto | Amra 2 Jon Aksat A Bose Khala Dekhte Partam |
Manager Bollo, Dukhito Seta Somvob Noi | Oto Apnar Kobor Dite Saradin Er Chuti Niya Giyache ..
৬.দুই অভিনেতা তাঁদের অভিনয় জীবনের স্মৃতিচারণ করছেন ভক্তদের কাছে।
একজন : একবার এক দুঃখের দৃশ্যে এমন অভিনয় করেছিলাম যে দর্শকরা কেদেকেটে বুক ভাসিয়ে দিয়েছিল।
অন্যজন : একবার এক দুঃখের দৃশ্যে এমন অভিনয়ের পর দর্শকরা আমি মরে গেছি ভেবে খাটিয়া নিয়া হাজির হয়েছিল। শুধু কিতাই? ইনস্যুরেন্স কোম্পানি পর্যন্ত আমার বউকে পলিসি বাবদ সমস্ত পাওনা মিটিয়ে দিয়েছিল।
In Bangles Font 👇
2y Ovineta Tader Ovinoy Jibon Er Siticharon Korchen Voktoder Kache|
Ekjon : Ekbar Ek Dhukker Dirshe Emon Ovinoy Korachilam J Dorsok Ra Kede Kete Buk Vasiye Diyachilo |
Onnojon | Ekbar Ek Dhukher Dirse Emon Ovinoy Er Por Dorahok Ra Ami More Gechi Vebe Khatiya Niya Hajir |
Sudhu Ki Tai Insurance Komoani Pojonto Amar Bou K Policy Babod Somosto Pawna Mitiya Diyachilo |
৭. Raju: বুঝলি, আমি লাখপতি। তোর মতো লোককে এক হাটে কিনে অন্য হাটে বেচতে পারি।
Saju: আর আমি? কোটিপতি। তোর মতো মানুষকে কিনি, কিন্তু বেচার দরকার হয়না।
In Bangles Font 👇
Raju : Bujli Ami Lakhpoti| Toe Moto Lokke Ak Hat A Kina Onno Hat A Bechte Pari |
Saju : Ar Ami ? Kotipoti | Tor Moto Manus K Kini Kintu Bachar Poyojon Hoina |
Best Funny Jokes In 2022
ইংল্যান্ডে বেড়াতে এসে ট্রেনে যেতে যেতে এক জার্মান ব্রিটিশ সহযাত্রীর কাছে লম্বাচওড়া বক্তৃতা দিচ্ছিল। বলছিল, ‘আমরাএকটা ত্রিশতলা বাড়ি এক মাসে শুরু করে পরের মাসেই হস্তান্তর করে দিই।’
শুনে ইংরেজ আর থাকতে পারল না। বলল, ‘এ আর এমন কী! এখানে কি হয় জানো? সেদিন আমি অফিস থেকে বেরোবারসময় দেখলাম, একটা স্কাই–স্কেপারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আর আমি যখন ফিরছি, দেখি কিছু লোককে ভাড়া বাকিপড়েছে বলে সেই ফ্লাট বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে।’
দাদা আর নাতি ডাইনিং টেবিলে বসে গল্প করছে
দাদা : তোরা কি খাস … খাওয়াদাওয়া করেছি আমরা … হাতি খেয়ে হজম করতে পারতাম।
নাতি : তখন বাথরুম করতে কোথায় ?
প্রথম বন্ধুঃ জানিস, আমার মামার বাড়িতে এত বড় আম হয় যে দুটিতেই এক কেজি হয়ে যায়!
দ্বিতীয় বন্ধুঃ আরে তুই জানিস, আমার মামাবাড়িতে এত বড় বড় আম হয় যে চারটিতেই এক ডজন হয়ে যায়!
: শোন, আমি বিদেশে মিউজিকের ওপর পড়ালেখা করেছি। যেকোনো কি–বোর্ডেই আমি সুর তুলতে পারি।
: তাই, এই নে আমার কম্পিউটারের কি–বোর্ড, এইটাতে সুর তুইলা দেখা।
এক লোক অনেক চাপাবাজি করে। তো সে সঙ্গীত নিয়েও চাপাবাজি করছে। সে এই সঙ্গীত লিখেছে সেই সঙ্গীতের সুর দিয়েছেইত্যাদি ইত্যাদি।
তো তার বন্ধু তাকে জিজ্ঞেস করলো, তুমি রবীন্দ্রসঙ্গীতের বিষয়ে কি জানো?
জবাবে সে বললো, কতো রবীন্দ্র সংগীত লিখলাম আর তুমি বলো কি জানি!?
Best Friends Status 2022 Friends Status
১ম চাপাবাজঃ আমি এত গরম চা খাই যে, কেতলি থেকে সোজা মুখে ঢেলে দেই!
২য় চাপাবাজঃ কি বলিস! আমি তো চা–পাতা, পানি, দুধ, চিনি মুখে দিয়ে চুলোয় বসে পড়ি!
দুই চাপাবাজের মধ্যে আলাপ হচ্ছে–
প্রথম চাপাবাজ: জানিস মাঝে মাঝে ইচ্ছে হয় ফ্রান্সের আইফেল টাওয়ারটা কিনে ফেলি।
দ্বিতীয়চাপাবাজ: অত সহজ না বন্ধু! ওটা আমি বেচলেতো।