ফেসবুকের Bio গুলো আপনি আপনার আইডিতে কপি করে নিতে পারেন এখান থেকে ৷ 👇
যেটা লেখার মত,
আমি সর্বদা চেষ্টা করি
থাকতে সকলের মনের মতো।
ইংলিশ লিখাই দেওয়া হলো 👇
২.যেচে কথা বলি বলে
মূল্য হিন ভেবো না ।
ইংলিশ লিখাই দেওয়া হলো 👇
থাকতে দাউ
আমি নিজেকে নিজের মতো
গুছিয়ে নিয়েছি।
ইংলিশ লিখাই দেওয়া হলো 👇
৪.আমার প্রেমিক বিরিয়ানি
ফুচকা আমার ভালোবাসা
চকলেট আমার ইমোশনাল
ল্যাদ খাওয়া আমার ধর্ম।
ইংলিশ লিখাই দেওয়া হলো 👇
৫.মিম ভালবাসতে ভালবাসতে
জীবনটাই কখন মিম হয়ে গেছে
সেটা ধরতে পারিনি।
ইংলিশ লিখাই দেওয়া হলো 👇
৬.অনেক মন খারাপের মধ্যে দিয়েও
শুধু বেঁচে আছি তোর অপেক্ষায় ।
ইংলিশ লিখাই দেওয়া হলো 👇
৭.সুখ আর দুঃখ এই দুটোকে
এডজাস্ট করার নামি জীবন।
ইংলিশ লিখাই দেওয়া হলো 👇
৮.জানি স্বপ্ন সত্যি হয় না
তবুও মন যে মানতে চায় না।
ইংলিশ লিখাই দেওয়া হলো 👇
৯.আজ আমি দেখতে খারাপ বলে
আমাকে কেউ একটুও ভালবাসে না।
ইংলিশ লিখাই দেওয়া হলো 👇
For Bangla Funny Status Click
১০.এখন কেউ I Love You বললে
তাকে খুব বলতে ইচ্ছে করে
কত দিনের জন্য অভিনয় করতে চাও।
ইংলিশ লিখাই দেওয়া হলো 👇
১১.কিছু মানুষ কোন দিন
কারোর প্রিয় হতে পারে না
যেমন আমি।
ইংলিশ লিখাই দেওয়া হলো 👇
১২.কোন অহংকার নেই
তবে আত্মসম্মান টা
একটু বেশিই আছে।
ইংলিশ লিখাই দেওয়া হলো 👇
১৩.ভাগ্য করে দু চারটে বন্ধু পেয়েছি
তাদের সাথেই দিনটা
ভাল করে কেটে যায়।
ইংলিশ লিখাই দেওয়া হলো 👇
১৪.সত্যি তোর ভালবসাটা দারুন ছিল
হঠাৎ শুরু হলো হঠাৎ শেষ।
ইংলিশ লিখাই দেওয়া হলো 👇
১৫.একা থাকাটা শিখে গেছি
এখন শুধু ভালো থাকাটা
শিখে নিতে হবে।
ইংলিশ লিখাই দেওয়া হলো 👇
১৬.আমার তেমন কোন ইচ্ছে নেই
শুধু মায়ের জন্য একটা বৌমা চায়।
ইংলিশ লিখাই দেওয়া হলো 👇
১৭.কারোর জন্য আশা করি না
কারণ নতুন মানুষ পাশে পেলে
সবাই আমাকে ভুলে যাবে।
ইংলিশ লিখাই দেওয়া হলো 👇
১৮.যেটা চাই সেটা পাই না
যেটা চাই না সেটাই পাই
হুম এটাই আমার কপাল
হয়ত সৃষ্টিকর্তা আমাকে
একটু বেশিই ভালোবাসেন ।
ইংলিশ লিখাই দেওয়া হলো 👇
১৯.অল্প কথায় নিজের
সম্বন্ধে কিছু বললে
সেটা অসমাপ্ত রয়ে যায়
ইংলিশ লিখাই দেওয়া হলো 👇
২০.জীবন একটি সুন্দর গল্পঃ
যেটা দুঃখ-বেদনা হাসি-আনন্দ
আর ঘটনায় পরিপূর্ণ
ইংলিশ লিখাই দেওয়া হলো 👇
For Bangla Attitude Status Click
২১.সৌন্দর্য আমার হৃদয়ে আছে
profile এ নয়
সাধারণি ঠিক আছি
কঠিন হলেও
বাস্তব কেই ভালবাসি
আইসক্রিম প্রেমি
আর একজনের প্রেমিকা
হুম তুমিই সেই নাম।
কারণ প্রতিবার নিজেকে
দেখার জন্য আয়নার
সাহায্য নিতে হয়
আমার জন্য একটা বন্ধুই
যথেষ্ঠ যার বাঁধন হবে অনেক শক্ত
যে কোনো ভাবে এটি চলতে থাকে
অপরকে ইমপ্রেস করার
কোনো ইচ্ছেই আমার নেই
পায়ের নিচে মাটি,
আর আমার মধ্যে আছি আমি
তার চেয়ে কম বলতে
বেশি পছন্দও করি
ভালোবাসা পাওয়া যায়
কথা দিচ্ছি ভুলতে পারবে না
৩২.কোনো প্রত্যাশা নেই
তাই হতাশাও নেই
৩৩.নতুন পরিচয় করতে
পছন্দ করি
পারফেক্ট নয়
অগোছালো হয়
৩৬.আমি আমার নিজেরv উপর বেশি ভরসা করি
সব কিছু মেনে নেইv কারণ আমি সরল নই