Bengali Sad Love Status, Quotes 2022 বাংলা কষ্টের স্ট্যাটাস

Bengali Sad Love Status, Quotes

 

ভেজা ভেজা চোখ আমি
রোদ্দুরে শুকাবো
ভালোবাসি তোমারে
কি করে তা লুকাবো 

In Bangles font 👇

Veja Veja chokh a Ami 
Rodrute sukabo 
Valobasi tomare 
Ki kore ta lukabo

 কোথায় স্বর্গ,কোথায় নরক
কে বলে তা বহুদূর
মানুষের মাঝে স্বর্গ নরক
মানুষেতে সূরাসুর

In Bangles font 👇

Kothai Sorgo, kothai norok 
K  bole ta bohudur 
Manus er majha Sorgo norok 
Manus a te surasur 
 

স্তব্দ রাতগুলো একসময় হাসিতে পূর্ণ
থাকতো, আজ নীরবতায় পূর্ণ থাকে।

In Bangles font 👇

Estobdo rat Gulo eksomoi hasite purno 
Thakto , aj nirabotai purno thaka


আমি একদিন নিখোঁজ হবো
উধাও হবো রাত প্রহরে
সড়ক বাতির আবছা আলোয়
খুঁজবে না কেও শহরে 

In Bangles font 👇

Ami ekdin nikhoj hobo 
Udhaw hobo rat pohore 
Sorok Batir abcha aloy 
Khujbe na Kew ey sohor a


তোমার হাতে হাত রেখে পাশাপাশি
হেঁটে চলার চিরচেনা সেই পথগুলো
আজ বড্ড অচেনা 

In Bangles font 👇

Tomar hat a hat rekhe pasapasi 
Hete cholar chirochena sey pothgulo 
Aj boddo ochena

 

তার খোজ আমি আর রাখি না
ডাক নামে আমি তারে ডাকি না 

In Bangles font 👇

Tar khoj Ami ar rakhina 
Dak nam a Ami tare dakina

For More Sad Status Visit

Bengali Sad Love Status, Quotes

 

আমাকে ভালবাসতে হলে আমার
মৃত্যুর আগে বাসো মৃত্যুর পর তোমাদের
ভালোবাসা দিয়ে আমি কি করবো 

In Bangles font 👇

Amake valobaste hoile Amar 
mirtur age baso mirtor por tomader 
Valobasa Diya Ami ki korbo

 


জিবনে কাওকে আঘাত করার আগে
একটু ভেবে নিও নিজে আঘাত পেলে
কেমন লাগে, মনে রেখো কাওকে কাঁদিয়ে
বেশি দিন ভালো থাকা যায় না।

In Bangles font 👇

Jibon a Kaw k aghat korar age 
Ektu vebe niyo Nije aghat Pele 
Kemon laga, Mone Rako kaw k kadiye 
Besidin Valo thaka jaina 
 

মানুষ মরে গেলে পচে যায়,
বেঁচে থাকলে বদলায়,
কারণে-অকারণে বদলায় 

In Bangles font 👇

Manus more gele poche jai 
Beche thakle bodlai 
Karon a okaron a bodlai


ফেলে আসা এক নদীর ধারে
খুজে বেড়াই আমি তারে! ?
দেয়না দেখা আমায় কভু
তার খেয়াল তুমি রেখো প্রভু। ??

In Bangles font 👇

Fele ASA Ak nodir dhare 
Khuje berai Ami tore 
Deyna dakha amai kovu 
Tar kheyal Tumi rekho provu


মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো !
কষ্ট মানুষ কে পরিবর্তন করে
আবার কষ্ট মানুষ কে শক্তি শালি করে ।

In Bangles font 👇

Majhe majhe kosto pawya Valo 
Kosto Manus k poriborton kore 
Abar kosto Manus k sokti Sali kore 
 

কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে.

In Bangles font 👇

Kokhon o vabini chola jaba Tumi
Amake evabe kadiya 
Kokhon o bujhini fire asbena 
Amar pithibi rangiya


ভুলটা আমার ছিল
কারণ স্বপ্নটা যে আমি একাই
দেখে ছিলাম ।

In Bangles font 👇

Amar vulta Amar chilo 
Karon sopnota j Ami e ekai
Dekhe chilam

 

তোমার শহরের কোথাও আমি নেই
অথচ আমার পুরো শহরটাই তুমি
তুমি আমার ব্যস্ততা
আর আমি তোমার অবসর।

In Bangles font 👇

Tomae sohor a ami kothaw ney
Othocho amar puro sohor tai tumi 
Tumi amar bastota
Ar ami tomar obosor


সত্য বলছি তবু যেনো লাগছে যে মিথ্যে
কল্পনাতে বন্দী হয়ে সবই যে কাটছে

In Bangles font 👇

Sotto bolchi tobu jano lagche j mithe 
Kolponatw bondi hoya soboy j katche


বুঝিনি এতটুকু তোমাকে
হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে পাশে

In Bangles font 👇

Bujhini atotuku tomake 
Hariya chilam sopner ghore
Kotota poth ghure esechi
Tumi Bondhu amar chile pase

 

সময় জুড়ে শুধু শুন্যতা
নীরবে ছুঁয়ে থাকে
ভুলেও আমি ভাবিনি হারাবো
কখানো তোমায় এভাবে

In Bangles font 👇

Somoi jure sudhu Sunnota 
Nirobe choye thake 
Vulew ami vabini harabo
Kokhon tomai evabe


মাঝে মাঝেই এক সমুদ্র কষ্ট আসে
কষ্ট পাওয়া স্মৃতি গুলো চোখে ভাসে
বিষাক্ত ছোবল মারে মনের ক্যানভাসে।
তবুও মানুষ কষ্টকে কেন ভালোবাসে ?

In Bangles font 👇

Majhe majhey ek sumudro kosto ase
Kosto pawya sriti gulo chokhe vase
Bisakto chobol mare moner canvas 
Tobu o manus kosto k keno valobase?


নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপী
হয়ে যাবো, ভাবিনি এই পৃথিবীতে
এতো কষ্ট পাবো । বন্ধু বলো বান্ধব
বলো কেউই আপন নয়, ক্ষনিকের এই
পৃথিবীতে সবই অভিনয়..!!

In Bangles font 👇

Nispap hoya esechilam papi 
Hoya jabo, vabini ey pithibite 
Eto kosto pabo.  Bondhu bolo bandhob 
Bolo kewoy apon noy, khonikkhoner ey
Pithibite soboy ovinoy
Bengali Sad Love Status, Quotes


সুখ নামের ময়না পাখি হয়তো
আর আসবেনা ফিরে
আমার এই মনের ছোট ঘরে |
দুঃখ নামের নিষ্ঠুর পাখি
আমার থাকবে সারা জনম ভরে |

In Bangles font 👇

Sukh namer moina pakhi hoito 
Ar asbena fire 
Amar ey moner Choto Ghore 
Dukho namer nisthur pakhi
Amar thakbe sara jonom vore 

For Bangla Motivational Status Click

আজ থেকে বদলে যাব, হয়ে যাব নিষ্টুর!
করে আপন সাঁদা কাফন, পাড়ি দেব অচিনপুর!
ভুলে গিয়ে সব কিছু, বাঁধবো একটি ঘর!
সেই ঘরটির নাম হবে, অন্ধকার কবর!

In Bangles font 👇

Aj theke bodle jabo,  hoya jabo nisthur 
Kore apon sada kafon, pari dibo achinpur
Vule giya sob kichu,  badbo ekti ghor
Sey ghortir nam hobe, ondhokar korbo


কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।

In Bangles font 👇

Kono hotat tumi ele?
Keno noy tobe purota jure? 
Aj peyew harono jaina mana
Bachar mane ta roye jabe dure


কষ্ট বুকে চেপে একলা থাকি
কান্নার নোনাজল অধরে মাখি
লাভ কি বৃথা মনে কষ্ট চেপে
আয় না ফিরে তুই আমারি বুকে.!

In Bangles font 👇

Kosto buke chepe ekla thaki
Kannar nonajol odhore makhi 
Lav ki bretha mone kosto chepe 
Aina fire tui amari buke


কেউ জীবন থেকে চলে গেলে
জীবন থেমে থাকে না
কিন্তু তার রেখে যাওয়া স্নৃতি আর স্বপ্ন গুলো
জীবন কে বিষন্ন করে তুলে.!

In Bangles font 👇

Kew jibon theke chola gele 
Jibon Theke thamena 
Kintu tar rekhe jawya sriti ar sopno gulo
Jibon k bisinno kore tule


এগিয়ে গিয়েও পিছিয়ে আসি
পেরোতে চাই না একা
এই পথের নাম পাবে নিজের দাম
তুমি একবার দিলে দেখা

In Bangles font 👇

Egiye giyaw pichiye asi
Perete chaina eka
Ey pother nam pabe nijer dam 
Tumi ekbar dile dakha 
 

প্রত্যেক ভালবাসায় দুইজন সুখী হলেও
তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে !
এটাই হয়তো পৃথীবির নিয়ম.!

In Bangles font 👇

Pottek valobasai duijon sukhi holew 
Titiyo ekjon obboi kosto pabe 
Etai hoito pithibir niyom


কষ্ট মানুষ কে পরিবর্তন করে
কষ্ট মানুষ কে শক্তিশালি করে
আর প্রতিটি কষ্টের অভিঙ্গতাই
আমার জন্য নতুন শিক্ষা ।

In Bangles font 👇

Kosto manus k poriborton kore 
Kos manus k soktisali kore
Ar potita koster oviggotai
Amar jonne notun sikhha


তুমি যত বেশি মূল্যবান
ততই বেশি সমালচনার পাত্র।

In Bangles font 👇

Tumi Joto besi mullo ban 
Totoy besi somocholonar patro
 


এখন আর ঘুম আসে না
তোমার কথা ভাবতে ভাবতে
কাল্ন্ত হয়ে শুয়ে পরি ।

In Bangles font 👇

Ekhon ar ghum asena 
Tomar kotha vabte vabte
Klanto hoye suye pori 
 

কেউ ঘুমাচ্ছে, কেউ ঘুম খুজছে,আর.
কেউ ঘুমিয়ে পরা মানুষটাকে খুজছে।

Kew ghumache,  kew ghum khujche ar
Kew ghumiye pora manusta k khujche


যদি কখনও কাউকে হারিয়ে ফেল এবং
তার জন্য কস্ট পাও তখন মনে করবে
তুমি পৃথিবীতে একাই এসেছিলে।

In Bangles font 👇

Jodi kokhon o kaw k hariya fel ebong
Tar jonno kosto paw ekhon mone korbe 
Tumi pithibite ekai esechilo

Best Sad Quotes In 2021

Bengali Sad Love Status, Quotes

 

ভালোব াসতে
সুধুই মন লাগে কিন্তু
তাকে টিকিয়ে রাখতে
মনের জোর কিংবা
সাহস লাগে

দিন যায় রাত আসে!কেউ কাদে,
কেউ হাসে.!তাতে কিবা যায় আসে.?

আকাশের কষ্ট গুলো মেঘ হয়ে ভাসে
মেঘের কষ্ট গুলো বৃষ্টি হয়ে আসে
পাথরের কষ্ট গুলো ক্ষয়ে ক্ষয়ে পরে
আর মনের কষ্ট গুলো অশ্রু হয়ে ঝরে.

কিছু রাত কেটে যায় সপ্ন বিহিন
কিছুআশা ভেঙ্গে যায় নিরবে
কিছুস্রিতি কাদিয়ে যায় আরালে
কিছু মানুষদুরে হারায় কিছু না বলে.!!

ভালবাসার জগতে কিছু প্রাপ্তি
যদি থাকে, তার নাম বেদনা।

আকাশ ভরা দুঃখ আমার,, সাগর ভরা ঢেউ
এত কষ্ট আমার বুকে,, দেখে নাতো কেউ
দুঃখ দিয়ে স্বপ্ন বুনি,, কষ্ট দিয়ে আকি
স্বপ্ন আমার ভেঙ্গে যায়,, আমি চেয়ে থাকি..!!

কষ্টে ভরা জীবন আমার দুঃখ ভরা মন,
মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন..
তারার সাথে থাকি আমি,, চাঁদের পাশাপাশি
আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি..!!

মানুষের মন।সত্যি আজ দু চোখের জল
দিয়ে সেটা বিশ্বাস করতে হচ্ছে।

তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে’
’কিন্তু তুমি কাঁদলে কেউ তোমারসাথে কাঁদবেনা
’’মানুষকে কাঁদতে হয় একা একা..!!

সন্ধ্যার যে সময় টা কেটে যেতো তোমার
ভালবাসার ছুয়ায়,সেই সময়টা
এখন কাটে সিকেরেটের ধুয়ায়।

হাজারো প্রেমিকের ব্যর্থতার কারন
তার প্রেমিকার মুখের হাসি।

কাঁদায় তো সে যে একটা সময় আপনাকে
জানু,ময়না পাখী, বাবু সোনা ,
ময়না টিয়া বলে খুশি রাখতো।

ভালবাসা যতোটা সুখি করে তার চেয়ে
হাজার গুন বেশি কষ্ট দেয়,তবোও কেনো
মানুষ ভালবাসে জানেন,কারন কষ্ট ছাড়া
ভালবাসার পরিমাপ করা যায় না।

জীবনের গতির কথা ভাবলে পা দুটোর
গতিও থেমে রয়,, নিঃসঙ্গ এই পথে তখন
আত্মবিশ্বাস টুকুই সঙ্গি হয়..!!

যেই মানুষটিকে আমরা অন্ধের মতো
ভালোবাসি, সেই মানুষটি সত্যিই একদিন
আমাদেরকে অন্ধ বানিয়ে দেয়।

জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে
থাকলেও কাঁদায় আবার দূরে গেলেও কাঁদায়

ফেলে আসা এক নদীর ধারে, খুজে
বেড়াই আমি তারে! ? দেয়না দেখা
আমায় কভু তার খেয়াল তুমি রেখো প্রভু। ??

অল্পতে রাগ করি,, রাগ ভাঙ্গাবে বলে
তাই বলে ভুলে যাবে এটা কখনো ভাবিনি..!!

ভালবেসে বারবার আমার কাছে আসবে
আর দুরে গেলে অঝর নয়নে কাঁদবে..!!

আমি এমন এক জনকে চাই
যে আমাকে বুঝবে,, একটু চোখের
আড়াল হলে,, পাগলের মত খুজবে

আমি অভিমান করি,, তুমি আমার কষ্ট
বুঝবে বলে.. আমি দুরে খাকি,, তুমি
আমাকে মিস করবে বলে

জীবনে কখনো কারো উপর খুব
বেশি নির্ভর হওয়া ঠিক না
কারন অন্ধকারে নিজের ছায়াও
নিজেকে ছেড়ে চলে যায়..!!

এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে
সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে
মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই
শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই.!

কিছু কিছু কথা আছে বলতে পারিনা
এমন কিছু কষ্ট আছে সইতে পারিনা
এমন কিছু ফুল আছে তুলতে পারিনা
আর এমন1ta মনের মানুষ আছে ভূলতে পারিনা

নিরবে ভিজে যায় চোখের পাতা,কষ্টের
আঘাতে বেড়ে যায় বুকের ব্যথা,জানিনা
এই ভাবে কাটাতে হবে কতদিন
আমার এই জীবনে কি আসবে না সূখের দিন

মানুষ জীবনে ৬ বার হেরে যায়।
(1)টাকার কাছে।(2)ভালবাসার কাছে।
(3)সময়ের কাছে।(4)বিবেকের কাছে।
(5)বন্ধুত্বের কাছে।(6)অবশেষে মরণের কাছে।

অন্ধ ভালবাসার গন্ধ বেশি, নকল ভালবাসার
সুবাস বেশি, সত্য প্রেমে রাগারাগি নকল
প্রেমে হাসাহাসি, বুঝবে যেদিন খুজবে
তাকে অবহেলা হারালে যাকে।

সপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে,সবাই
তখন পর হয়ে যায় থাকেনা আর পাশে।
কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা,
সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা।

কিছু কথা ভাবতে ভাবতে চোখে এল জল
জলকে বলিলাম তুই হঠাৎ কেন বাইরে
এলি বল?জল বললো চোখটি তোমার সুখের
নীড়,কি করে সইবো বলো এত দুঃখের ভীড়।

জানি ফিরবেনা এই মনের নিড়ে তবুও
অপেক্ষায় থাকবো সারা জীবন ধরে ।

জীবন তো বহমান নদী থেমে থাকেনা
অনেক কিছু আশা থাকলেও পাওয়া
হয়না| আশা গুলো পরে থাকে শুধুই সৃতি হয়
জীবনের অনেক কিছু যায় হাড়িয়ে|

বাড়িয়ে দাও তোমার হাত আমি তোমার
হাতটা ধোরতে চাই and বাড়িয়ে দাও তোমার
হাত তোমার হাতটি ধরে হাটতে চাই ।

বেদনা মধুর হয়ে যায়, যদি তুমি দাও..।
মুখের কথাই হয় যে গান, যদি তুমি গাও.!

অন্য কারো হাতে তোমার সুখ আমানত
দিও না, কারন সে হারিয়ে গেলে তোমার
সুখকে আর তুমি খুজে পাবে না…..!!!

সুখের আকাশটা আজ,রাতের মতো কালো।
সাজানো স্বপ্ন গুলো হয়ে গেছে এলোমেলো।

আনন্দ = f(x,y,z) x = কষ্ট,y = দুঃখ,z =
বেদনা দুঃখ = বেদনা আবার, বেদনা =
কষ্টতাহলে, দুঃখ = কষ্ট = বেদনা
অতএব আনন্দ – f(x,y,z) = 0

এক চোখ কখনো আরেক চোখকে
দেখেনা তবুও এক চোখের কিছু হলে
আরেক চোখে অশ্রু না ঝড়িয়ে পারে না।

ভালবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো
অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো ।

আমি সত্যিই ব্যার্থ !!! কারণ আমি কখনোই
তোমাকে বুঝাতে পারি নাই আমি
তোমাকে কতটা ভালবাসি..

জানিনা এই অবুজ হৃদয় কার অপেক্ষাই আছে
জানিনা এই সরল মনে কার জায়গা হবে.
শুধু জানি হৃদয়ের ঘরে যাকে রাখব.
সারা জীবন তাকেই ভালবাসবো !!!!

জীবনের শুরুতে কষ্টের সূচনা,হাজারো
ব্যাথা নিয়ে আমার রচনা,যন্ত্রনার অন্ধ ঘরে
নির্মম এক পরিহাস.চোখের জল আর
বেদনা নিয়ে আমার জীবনের ইতিহাস।

তুমি একদিন আমার মত কষ্ট পাবে তুমিও
আমার মত চোখের জল ফেলবে আর
তুমি আমার কথা ভাববে কবে জানো?
যে দিন তুমি আমার মত সত্যি ভালোবাসবে।

অতিথি পাখি হয়ে কারো জীবনে যেওনা
হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে॥
কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায়
সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায়।

Code-[ 45763212 ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *