Koster SMS Caption Bangla For Facebook কষ্টের এসএমএস স্ট্যাটাস

 

Koster SMS Caption Bangla For Facebook কষ্টের এসএমএস স্ট্যাটাস

 

কষ্ট গুলো যদি কাগজ হতো
আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম।
কিন্তু কষ্ট গুলো হল আগুন
যা আমাকে কাগজের মত পুড়িয়ে ছাই করে দিচ্ছে।

কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা
কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না
আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না

হলদে বাতাসে ওড়ে, খসে পড়া পাখির পালক।
স্মৃতি জাল হাতড়ে মরে, কোন এক বিষণ্ণ বালক।
রঙের শহর? সেখানে কী গাঢ় রাত হয়?
নেমে আসে কাকভোর?

সৃষ্টিকর্তার মজার এক বৈশিষ্ট্য হচ্ছে
আপনি তার অবাধ্য হলে তার শাস্তি
দুনিয়ায় নাও পেতে পারেন. তবে
তার সৃষ্টির প্রতি অন্যায় অবিচার
করলে তার ফল একদিন অবশ্যই দুনিয়ায় পাবেন!

যাকে মন থেকে ভালোবাসা যায়
না তাকে ঘৃণা করা যায়
না তাকে ভুলে থাকা যায়
শুধু তার দেওয়া কষ্টগুলো নিরবে বয়ে বেড়াতে হয়

যে ঠকে যায় সে তো ঠকেই গেলো
তার সবকিছু ওখানেই শেষ…. আর
যে ঠকায় সে প্রতিনিয়তই এক মানসিক
যন্ত্রণা নিয়ে দিন কাটিয়ে দেয় এই ভেবে যে
না জানি সে কখন ঠকে যায়!

কাউকে ভালবাসি বোঝানোর
সবথেকে বড় অনুভূতি হল কান্না করা
কারণ যার জন্য কান্না আসে না
তার প্রতি কখনও ভালবাসা থাকে না
জোর করে হাসা যাবে কিন্তু
কান্না করা যাবে না

যে তোমাকে প্রকৃত ভালবাসে
সে তোমাকে কখনো ভুলে যাবেনা
যদি তোমাকে ভুলে যাবার জন্য ১০০টা কারণ ও থাকে
তারপর ও তার থেকে সে ১টা কারণ খুঁজে
বের করবে সুধু তোমাকে পাবার জন্য

ব্যস্ততার অজুহাতে যে তোমাকে ভুলে থাকে
সে কোনোদিন তোমাকে ভালবাসেনি
হাজার ব্যস্ততার মাঝেও একটু
সময় বের করে যে তোমার খোজঁ খবর নেয়
সেই তোমাকে সত্যিকারে ভালবাসে

প্রতিটি জিবন একটি সম্পর্কের কাছে দূর্বল থাকে ।
যেখানে কিছু অবুঝ সরলতা
আর কিছু বর্ণিল মুখের ভাষা
জিবন কে স্বার্থহীন ভাবে কাঁদায়.।
যা কেউ দেখে না

ও শহর!
তুমি কি মনের গলির খবর রাখো?
কত শত চিন্তার চাষাবাদ হয় তার খোঁজ কি জানো..?

মেঘেরা বড়ই স্বার্থপর, এরা অল্প সময়ে
আকাশকে আপন করে আর অল্প সময়ে কাদিয়ে চলে যায়।

দুটো জিনিস খুবই কষ্টদায়ক।একটি হচ্ছে
যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে
ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না।।
আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার
মানুষ তোমাকে ভালোবাসে না এবং
সেটা তোমাকে সরাসরি বলে দেয়

সে অনেক ব্যস্ত যে ব্যস্ততায় আমাকে
অনেক দূরে সরিয়ে দিয়েছে।
দোয়া করি সে অনেক সুখি হোক।
আমি না হয় আমার মত করে থেকে গেলাম
আবার আমার সেই অন্ধকার ঘরে।

দেখো আবার আসেনা যেন তোমার চোখে পানি
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি।

আমি থাকবো না
হয়তো চলে যাবো ঐ দূর ঠিকানায়
তুমি ডাকলেও আর আমি আসবোনা
তখন আমার ঠিকানা হবে ছোট্ট একটা ঘর
ঘুমিয়ে থাকবো একা নিরবে

আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়
প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়
আর আমি তো অমানুষ!

প্রতিটা মানুষের জন্যই কখনো না কখনো জয় আসে
আজ তুমি যাকে হারাবে
কখনো না কখনো তার কাছেই তোমার হারতে হবে
প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে
প্রকৃতি কাউকে কখনো ঠকায় না

For More Sad Status Click Here

Koster SMS Caption Bangla For Facebook কষ্টের এসএমএস স্ট্যাটাস

 

তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সুখে
থেকো আর আমি না হয় থাকবো নিকোটিনের আড়ালে।

তুমি কি অনুভব করতে পারো
আমার হৃদয় ভাঙ্গার বেদনা?
তুমি কি শুনতে পাও আমার স্বপ্ন ভাঙ্গার কান্না?
যদি তুমি আমাকে বুঝতে তবে
আমাকে একা ফেলে চলে যেতে না
“আই মিস ইউ”

স্বপ্ন কারো সাথে বেঈমানি করে না,
বেঈমানি ত করে সেই স্বপ্ন দেখানো মানুষগুলো।

কথা দিলাম আমি আসবো
তোমার কল্পনায় কোনো একদিন
কোন এক বিকেলে আসবো তোমার ভাবনায়।
কথা দিলাম তবে
হয়তো সেদিন আমাকে আর পাবে না

চোখের পানিই হল সব থেকে মূল্যবান পানি
কারন কি জানেন?
পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও
একমাত্র চোখের পানিই বুঝাতে পারে
কাউকে হারানোর কষ্ট

একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না,
বিধাতা মানুষের ভিতর কিছু কিছু খুত
মিশিয়ে দিয়েছে; বেশি নিখুঁত মানুষ
খুঁজতে গেলে, তুমি ভালোবাসার কোনোমানুষই পাবে না

অনেকটা পথ হেঁটে এসেও হয়নি হাঁটা তোমার পাশে
জানালাটায় মাথা রেখে ঘুমিয়ে পড়ি গল্প শেষে
তবুও কারো প্রশ্নের জবাবে ঠোঁটের কোণে
নিষ্প্রাণ হাসি ঝুলিয়ে বলি, এই বেশ ভালো আছি

ভালবাসা সপ্নের এক ঠিকানা
যার খোজ পাওয়া সহজ
কিন্তু সঠিক মনের মানুষ পাওয়া কঠিন
ভাল তো সবাই বাসতে পারে
কিন্তু ভালবাসা কি সবাই বুঝতে পারে?

মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার
হৃদয়টা পাল্টাপাল্টি করি, যাতে তুমি বুঝতে
পারো আমি তোমাকে কতোটা ভালোবাসি
আর আমি বুঝতে পারি, তুমি আমাকে কতোটা ঘৃণা করো.!

তুমি হয়তো প্রেমালাপ ব্যস্ত থাকবে ঠিক তখন
মসজিদের মাইকে মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে উঠবে
আমার নামের শোক সংবাদ।

স্বপ্ন গুলো তোমাকে নিয়ে সাজানো ছিলো।
তোমাকে নিয়ে পথ চলার কথা ছিলো।
আজ তোমার স্মৃতিগুলো নিয়ে বাচতে হচ্ছে।
তোমার দেয়া কষ্ট গুলো নিয়ে পথ চলতে হচ্ছে

যখন কেউ কারো জন্য কাঁদে সেটা হল আবেগ।
যখন কেউ কাউকে কাঁদায় সেটা হল প্রতারনা।
আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে!
সেটাই হল প্রকৃত ভালবাসা!

For Bangla Motivational Status Visit Here

Koster SMS Caption Bangla For Facebook কষ্টের এসএমএস স্ট্যাটাস


ভালোবাসা মানে জীবনে এমন একজন
থাকা যার প্রতি আপনার অন্ধ বিশ্বাস আছে
আপনি যদি তাকে সর্বোচ্চ পরিমান কষ্ট
দেন তবুও সে আপনার হাত ধরে রাখবে
আর বলবে আমি আছি, আমি ছিলাম

আর আমি সব সময় তোমারি থাকবো এটাই ভালোবাসা

ভেবেছিলাম তুমি আমাকে জড়িয়ে
ধরে বলবে অন্য কাউকে নয়, আমি
শুধু তোমাকে ভালোবাসি। কিন্তু আমার
সময়টা যে খারাপ, এক বার হাত ধরাতে
এই অবস্থা দ্বিতীয় হাত ধরলে বাকি
জীবনটা শেষ হয়ে যাবে। তোমাকে
পাওয়াটা আমার ভগ্যে নায়।

তুমি যেই আকাশের তারা সেই আকাশ আমি
কি করে ভাবলি বন্ধু তকে ভুলে যাবো আমি
তুমি আমায় ছেড়ে গেলেও আমিতো যাইনি
বিনা দুষে কেন কাদালে আমায় সেটা আজো বুঝিনি।

তুমি দুঃখ দিলে, কষ্ট দিলে
মনতো দিলেনা,
ভালোবাসার নামে তুমি
করলে ছলনা,
কত ভালোবাসি তোমায়
সে তো বুঝলেনা,
আমার মনের মানুষ বন্ধু
তুমি হইলা না।

শুনেছি আমি তুমি ভালোই আছো
ভুলে গেছো আমায় আবার উড়তে শিখেছো
শুনেছি আমি জীবন নাকি থেমে থাকে না
তবু কেন আমি তোমায় ভুলতে পারিনা
বল তুমি ছাড়া আর কে আছে আমার সব গানে
আমি চেতন মনে, আর কতো দিন আমায় কাঁদাবে?

যখন ভালোবাসা থাকে তখন হয়তো
যোগ্যতা থাকেনা, যোগ্যতার অভাবে অনেক
ভালোবাসা হারিয়ে যায়, আবার যখন যোগ্যতা
হয় তখন হয়তো ভালোবাসার মত মন
থাকেনা, কারন মনটা কষ্ট পেতে
পেতে এক সময় নষ্ট হয়ে যায়

একটি গাছে দুটি পাখি
বেঁধেছিলো বাসা।
সারাজীবন থাকবে বলে মনে
ছিলো আশা।
হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে
দিলো বাসা।
সেদিন থেকে হারিয়ে গেলো
পাখির ভালোবাসা।

এ নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায়
সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়।
আসলে থাকে না কারো অন্তরে ভালোবাসা
স্বার্থের লাগি আছে কাছে মনে অন্য আশা।
স্বার্থ উদ্বার হয়ে গেলে, দুঃখ দিয়ে কেটে পড়ে।

কষ্ট দাও তবে এতো বেশি দিয়ো না
যা সইবার ক্ষমতা আমার নাই
দুঃখ দাও তবে এতো বেশি দিয়ো না
যা বইবার ক্ষমতা আমার নাই
আমায় এতো বেশি কাঁদাইয়ো না
যে কাঁন্নার জল একদিন তোমায় ভাসিয়ে দিবে॥

ফুল গুলি সব ঝরে গেছে, বাগান আজ শুন্য।
তোমায় সৃতি মনে হলে লাগে যে বিষন্ন।
হঠাৎ করে হারিয়ে গেলে অজনা এক দেশে।
কেমন করে চলে গেলে হাওয়ার সাথে মিশে?
পাখির গানে ঘুম ভাঙ্গে, তোমার ফোনে না।
প্রতিক্ষার প্রহর শেষে দেখা হল না..!

আমার নিভে যাওয়া প্রদীপ তুমি পারবে কি জ্বালাতে!
আমার ভুলে যাওয়া স্বপ্ন পারবে কি দেখাতে!
আমার হৃদয়ের গোপন কথা তুমি পারবে কি শুনতে!
ভেঙ্গে যাওয়া জীবন আমার তুমি পারবে কি গড়তে!

জীবনে ভালোবাসা আসার পূর্বে হাজার
বছর একা থাকা যায়। কিন্তু ভালোবাসার
পর এক মুহুর্ত একা থাকা যায় না আর
ভালোবাসার মানুষটি কিছু সময়ের জন্য
কাছে না থাকলে মন টা কেমন বেকুল
হয়ে থাকে তাকে কাছে পাওয়ার জন্য
হইতোবা এটাই বাস্তবতা

যদি জানতাম তোমার কষ্টের কারন হব আমি।
তোমার এক ফোটা অস্রুর কারন হব আমি। তবে সত্যি বলছি কখনোই আসতাম না তোমার জীবনে
শুধু দুর থেকে ভালোবাসতে যেতাম তোমায়

Sad Status For Facebook 2022

Koster SMS Caption Bangla For Facebook কষ্টের এসএমএস স্ট্যাটাস

 

তোমারি অপেক্ষায় থাকবো আমি
কোন দূর অজানায় নিয়তির এই খেলাতে
কেউতো কারো নয় বুজি না আজ ভাবনা গুলো
আজ কেন এলোমেলো হয়, তবু যেন সবকিছু
এগিয়ে যাওয়া আগের মতোই, কোন সত্য মিথ্যে
নাই সবিতো যেন বাস্তবতায় মনে হয়

চোখের পানিই হল সব থেকে মূল্যবান পানি
কারন কি জানেন??
পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও
একমাত্র চোখের পানিই বুঝাতে পারে
কাউকে হারানোর কষ্ট….!!

আকাশ অনেক বড় তবুও সে কাঁদে!
আর আমি?? তার তুলনায় কত্ত ছোট.? আমি ও কাঁদি!
কিন্তু আকাশের মত কাউকে সিক্ত করতে পারি না
পারিনা র্বষার মত অবিরাম ঝরতে
মেঘের মত কাউকে আগলে রাখতে
না পারি তোমার বিরহে পাশে থাকতে!

দুটি চোখের কান্নার মর্ম যদি কেউ বুঝতো।
দুঃখের পিছনেও যে সুখ আছে সেটা যদি সবাই জানতো।
ভালোবাসার মাঝে টক-ঝাল মিষ্টি এগুলো সবই আছে
কিন্তু ভালোবাসার এসব অনেকের জীবনেও মিছে।

অভিমান বেশী সময় বাঁচিয়ে রাখতে নেই..!
বহু বছর পর অভিমান ভাঙলে, গিয়ে দেখবে
যার সাথে অভিমান সে আর নেই..!
হয়তো দূরে কোথায় ও হারিয়ে গেছে..!
আর তখন Sorry বলার সুযোগ টুকু ও হারিয়ে যাবে..!

তুমি চলে যেতে পারবেকিন্তু তোমারসাথে
জড়িয়ে থাকা,স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না
হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে
কিন্তু আমারভালোবাসাকে ভুলতে পারবে না
প্রতিটি মুহূর্ততোমাকে স্মরনকরিয়ে দিবে
নীরবে চোখের জলফেলতে হবে
আমার এই নিঃস্বার্থভালোবাসার জন্য

Code[ 55876312 ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *