Sad SMS Caption Status In Bangla কষ্টের এসএমএস স্ট্যাটাস

 

Sad SMS Caption Status In Bangla কষ্টের এসএমএস স্ট্যাটাস

Sad Sms Bangla for you

Grief is the deepest emotion in our lives that has the power to break us from the inside out. There are many reasons in this world that can make us sad. Sharing those sad feelings with friends on social media like WhatsApp, Facebook or Instagram makes our mind lighter. Friends, today we have brought you some sad bangla sad status and bangla emotional status for you.

কাউকে ভালবাসি বোঝানোর,সবথেকে বড়
অনূভুতি হলকান্না করা,কারণযার জন্য
কান্না আসে না ,তার প্রতি কখনও ভালবাসা
থাকে না,জোর করে হাসা যাবে
কিন্তুকান্না করা যাবে না |

অতিরিক্ত মন খারাপ হলে মানুষএকেবারে
নিরব নিথর হয়ে যায়।একা থাকতে ভালোবাসে।
কারণতখন তার সমস্যাকে নিজের মতকরে
কেউদেখে না কিংবা মূল্যায়ন করে না।
তাই মন খারাপের বেলায়একাকিত্বই
হয় মানুষের একমাত্রসংগী।

তুমি বলেছিলেনা, কোন দিন আমায় ছেড়ে
যাবে না।সারা জীবন আমার পাশে রবে॥
তবে আজ কেন,ছেড়ে চলে গেলে আমাকে
একা ফেলে।কী আমার দোষ ছিল
তোমাকে নিজের চেয়ে বেশী ভালবেসে ছিলাম বলে॥

কান্নার জল সবাই দেখে..হৃদয়ের কষ্ট কেও দেখেনা..
পাওয়ার আনন্দ কিছু দিন থাকে
কিন্তূ না পাওয়ার বেদনা সারাজীবন এ ও ভুলা যায়না..!!

জীবনে অনেক কিছু চাওয়ার থাকে
অনেক কিছু পাওয়ার থাকে।
কিন্তু সব কিছু পাওয়া যায় না॥
আর যা কিছু পাওয়া যায় তার মাঝে-ইনা
পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয় ॥
এই বাস্তবতা কে মেনে নিয়ে আজও
বেঁচে আছি হাজারো কষ্টের ভিড়ে ॥

সেদিন খুব খারাপ লেগেছিল,যেদিন বলেছিলে !!
তোমার মাঝে কি প্রতিভা আসে
যে তুমি আমাকে ভালবাস বে?
কথা টা মনে পর লে শুধু কস্ট লাগে!
ভাল আছ জানি ভাল থেকো।

রাতের শেষ প্রহরে,স্বপ্নকে হারিয়ে যেতে দেখছি
তাই বলে ভেবনাহারানো স্বপ্নের বিষাক্ততায়
আমি হারিয়ে গেছি আলোয়
যদি কষ্টের বিষাক্ততায়চোখ ভিজে যায়
জলে তবে আমায় ডেকো !!
তোমার চোখের জল মুছতে আসবো আমি ফিরে॥

আমি তোমাকে ভালোবাসি কেন জান ?
কারন তুমি আমাকে কষ্ট দাও,কারন তুমি
আমায় ঘৃণা কর,কারন তুমি আমার
থেকে অনেক অনেকদূরে চলে যেতে চাও ।
তুমি আমায় ভালো না বাসলেও আমি
তোমাকে কেবল তোমাকেইভালোবেসে
নিজের সারা জীবনকাটিয়ে দেব ।আমার
মনের এই নিঃস্বার্থভালোবাসা কেবল
তোমার জন্য, কেবলইতোমার জন্য

যে পথে তোমারসাথে রোজ হতো দেখা
সেই পথে আমি আছি শোধুএকা ।
যে মনে ছিলে তুমি ছিলনা আর কেউ
সে মনে আজ শোধু বেদনার ঢেউ ।
যে চোখে প্রতিরাতে স্বপ্ন তুমি ছিলে
সে দু,টি চোখ আজ ভাসে শোধু জলে ।
যে আশা ছিল আমার

তুমি বলেছিলেনা, কোন দিন আমায় ছেড়ে যাবে না।
সারা জীবন আমার পাশে রবে॥তবে আজ কেন
ছেড়ে চলে গেলে আমাকে একা ফেলে।
কী আমার দোষ ছিল
তোমাকে নিজের চেয়ে বেশী ভালবেসে ছিলাম বলে॥

একা পথ চলতে চলতে অভ্যাসহয়ে গেছে,
তাই হয়ত আজ আর আমি পথ ভুলকরি না
তোমাকে না দেখে থাকাও অভ্যাস হয়ে গেছে
এজন্যে হয়ত আজকাল ব্যস্ততারমাঝে
আরতোমাকে মনেও পরে না
কষ্ট পেতে পেতে কষ্ট গুলোকেই জীবনের
সঙ্গী করে নেওয়ার অভ্যাস হয়ে গেছে
তাই হয়ত আজ আর আমি কষ্ট পাই না।

গোলাপ যদি সুন্দরহয়,গাছে এতো কাটা কেন?
মণি যদি মুল্যবান হয়,বিশাক্ত_সাপেরমাথায় কেন?
ভালবাসা যদি সর্গহয়,তাহলে এতো কষ্ট কেন??

কষ্টে তো কষ্টই থাকে।কিনতু সেই কষ্টে
অন্য কিছুর ছোঁয় মনে হয়,
যখন ভালোবাসার মানুষটি কষ্ট দেয়।
আবার,সকল কষ্টকেই তুচ্ছ মনে হয়
যখন সেই কষ্ট দেবার মনুষটিই ভালোবেসে জন বলে ডাকে।

পাথর চাপা কষ্ট বুকে,, কষ্টেরকথা বলি কাকে??
যারকারনে নিস্ব হলাম,,সেইতো আছে বেশ সুখে,,
আর আমারকথা ভুলেই গেছে..!!

ছাগল যেদিন ডিম পারবে ।মোরগ যেদিন
বাচ্চা দিবে ।ইদুর যেদিন বিড়ালেরসাথে প্রেম করবে ।
কুকুরের লেজ যেদিনসোজা হবে ।সেদিন
মেয়েরা ভালহবে ।তা না হলে মেয়েরা
ভালহবে না।কি বলেন????ঠিককিনা?????

পাষান পৃথিবীর পাষান মানুষ ,স্বার্থের
বিনিময়ে সবাই বেহুশ, ধুরে গেলে অভিমান
কাছে এলে অভিনয়, মানুষ যে নিষ্টুর এটাই তার পরিচয

বসে আছি একা,ভাবছি তোমায় নিয়ে|
ভাবতে ভাবতে হঠাৎ চোখে এল জল|
তুমি জান আমার এ চোখের জল
আনন্দের নয় অনেক কষ্টের|
আর এ কষ্টের কারন হল তুমি.কেন
দিলে আমাকে এত কষ্ট.আমি তো তোমাকে
দেই নি,তবে তুমি কেন| ভাল থাক
অনেক সুখে থাক আমি দেয়া করি|

যে মানুষ হাজার কষ্টের মাঝেওতার প্রিয়
মানুষ টিকে মনে রাখে সে সত্যিকার অর্থে
ঐ প্রিয় মানুষটিকে ভালবাসেসে তাকে
কখনো ভুলতে পারে না

পথিবীর সব সুখ তখনি নিজের বলে মনে হয়|
যখন ভালবাসার মানুষটি ভালবেসে পাশে থাকে|
আর তখনি নিজেকে ভাগ্যবান বলে মনে হয়,
যখন ভালবাসার মানুষটি কথা দিয়ে কথা রাখে|
বিশ্বাস দিয়ে বিশ্বাস দিয়ে বিশ্বাস রাখে|

কারো সাথে অভিমান করতে হলে তাঁর
উপর মিনিমাম একটা অধিকার থাকা লাগে।
না হলে সে কখনোই তোমার অভিমান
ভাঙ্গাতে আসবে না। কিন্তু আমি সেটা ভুলে
গেছিলাম।ভুলে গেছিলাম দুই দিনের কথা
বলায় কারো উপর কুনো অধিকার তৈরী হয় না।
যেটা তৈরী হয় সেটা শুধু মাত্র একটা
মানুসত্ত ছাড়া আর কিছুই না।

তোমাকে মনে পড়ে না এমনকোনো মুহূর্ত নেই।
আরবৃষ্টি হলে তো মনকে ধরেইরাখতে পারি না।
মনেরজমানো সব ব্যাথা বৃষ্টির ফোঁটারসাথে
চোখদিয়ে বেরিয়ে আসতে চায়।
আজ ও বৃষ্টি হচ্ছে।বৃষ্টির সাথে কেমনযেনো
একটা গভীর সম্পর্ক তৈরী ফেলছি নিজের অজান্তেই।
তাই তো বৃষ্টির জলেরসাথে মিশে একাকারহয়ে গেলো।

ঐ বিশাল আকাশের কষ্টকি মানুষেরচেয়েও
বেশি?ইচ্ছে হলেই তো আকাশ তারজমে
থাকা কষ্ট গুলো বৃষ্টি হয়ে ঝরিয়ে দিতে পারে।
কিন্তু মানুষ?কিছু মানুষআছে যারা জমে
থাকা কষ্টগুলোঅশ্রুহয়ে ঝরিয়ে দিতে
পারে না।বুকের ভেতর কষ্টগুলো জমাট বেঁধে থাকে।
আর সেই কষ্টগুলো ধারনকরার ক্ষমতাওই বিশাল আকাশেরও

তোমাকে মনে পড়ে না এমন কুনো
মুহূর্ত নেই।আর বৃষ্টি হলে তো মনকে
ধরেই রাখতে পারি না।মনের জমানো সব
ব্যাথা বৃষ্টির ফোঁটার সাথে চোখ দিয়ে
বেরিয়ে আসতে চায়। আজ ও বৃষ্টি হচ্ছে।
বৃষ্টির সাথে কেমন যেনো একটা গভীর
সম্পর্ক তৈরী ফেলছি নিজের অজান্তেই।
তাই তো বৃষ্টির জলের সাথে মিশে একাকার
হয়ে গেলো আমার চোখের বৃষ্টি

For  More Sad Status Click Here

Sad SMS Caption Status In Bangla কষ্টের এসএমএস স্ট্যাটাস

 

“দুঃখের মাঝেও একটা সুখের অনুভূতি থাকে
তা হয়তোবা সুখে থেকে কেউ কল্পনাও করতে
পারবেনা। কারণ মানুষ দুঃখে থেকে সুখকে
উপলদ্ধি করতে পারলেও সুখে থেকে কিন্তু
কেউ দূঃখকে সেভাবে উপলদ্ধি করতে পারেনা।
আর মানুষ যখন কষ্টের মাঝে সুখকে কল্পনা
করে তখন তার মনে যে অনুভূতির সৃষ্টি হয়
তা কখনও কখনও সুখের চেয়েও মধুর”।

মন খারাপ গুলোকে হাসির আঁড়ালে লুকিয়ে
রাখার অভ্যাসটাআজোও ছাড়তে পারলাম না!

পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট
পাওয়ার জন্য জন্ম নেয়। টাকা পয়সার
কষ্ট না, মানসিক কষ্ট।। সময়ের সাথে সাথে
কাউকে ধরে রাখা যায় না। কেউ থাকে না, কথা রাখে নি।

পৃথিবীতে এমন কিছু মানুষ আছে। তাদের
কে কখনো ভুলে থাকা যায় না।কিন্তু তারা
সব সময় দুঃখ দিয়ে যায়। তার পরেও
তাদের কে ভুলে থাকা যায় না।এমন কেন এই পৃথিবী??

আমার কান্নার শব্দ যাকে ব্যথিত করেনি
আমার মৃত্যু সংবাদে সে কখনই ব্যথিত হবে না

সেদিন বিদায় বেলায় মুখের হাসিটাই দেখেছিলে
চোখের কোণে জলটা হয়তো দেখনি।যদি
একটি বার আমার চোখের দিকে তাকাতে
তাহলে কখনই স্বার্থপরের মত আমাকে
কষ্টের সাগরে ভাসিয়ে দিয়ে অন্য কারো
সাথে ভালবাসার পাল তুলে নিশ্চিন্ত
জীবনের ডিঙ্গায় ভেসে যেতে না।

তোমি চলে যাওয়াতে একটুও কষ্ট পাইনি,
কেনো জানো? কারন আমি তোমাকে সুখে
রাখার জন্যই ভালবেসেছিলাম তাই তোমার
চলে যাওয়াটা হাসিমুখে মেনে নিয়েছিলাম
সেদিন,কারন আমার কাছে হয়তো অতো
সুখ নেই যতটা সুখ তোমি তোমার বাবার
পছন্দের পাত্রের কাছে পাবে। ভালো থেকো
তোমি জান শুভ কামনা রইলো।

একটা সময় তোমাকে ভেবে সুখের অনুভূতি
মনে জাগিয়ে ভালবাসার কবিতা লিখতা
যে কবিতার প্রতিটা লাইনে লাইনে থাকতো
তোমার ভালবাসা। যেদিন তোমি আমার
জীবন থেকে হারিয়ে গেলে তোমার সাথে
সাথে তোমার ভালবাসাও পালিয়ে গেছে
আমার জীবন থেকে। এখনো আমি কবিতা
লিখি তোমায় ভেবে তবে ভালবাসার কবিতা
আর লিখা হয় না,শুধু বিরহের কবিতায়
ভরে যায় আমার মনের ডাইরির পাতা।

ছায়া হয়ে থাকবে তুমি এ মনের আঙ্গিনায়।
আর ভালোবাসবে আমায় তোমার চোখের
অদ্ভুত মায়ায়।যদি ভালোবাসো আমায়,
আমার এ হৃদয়টা দিয়ে দিব তোমায়।
আমার হৃদয়টা রেখ যতনে, অতঃপর
তোমায় নিয়ে হারিয়ে যার পূর্ণ চাদানী রাতের লগ্নে!!

আমি আছি শেষের পথে আর তুমি সূচনায়
শেষের পথে দাঁড়িয়ে ভালোবাসি আমি শুধুই
তোমায়।ভালো তোমায় বেসে একদিন যাব
আধারে মিলিয়ে, আসব না আর আলোর
পৃথিবীতে।তুমি থেকো অনেক সুখে।তুমি
সুখে থাকলে আধারে মিলবে আলোর সন্ধান
এটাই হবে তোমার ভালাবাসার প্রতিদান।

Best Emotional Status 2022 Click

Sad SMS Caption Status In Bangla কষ্টের এসএমএস স্ট্যাটাস


পাগলি তুই ফিরে আয়, আজো আছি তোর
অপেক্ষায়।নিরবে দাঁড়িয়ে ঐ দূরে খোঁজে
ফিরি শুধুই তোকে।দিশাহারা আজ এই
মাতালহাওয়া, বইছে মোর বুকে।তবু তোর
জন্য এ হৃদয়, অষ্টপ্রদীপ জ্বেলে রেখেছে।
ফিরে তুই না এলে, অষ্টপ্রদীপ যে যাবে নিভে।

মিথ্যে অভিনয় আর কত??? এ বার বদলে
ফেলো নিজেকে।আজ পরাজয় মেনে
নিয়ে বলছি আমি,জয়ের নিশান কিন্তু
আমিই পেয়েছি কারন, মিথ্যে হলেও তো
বলেছিলে তুমি ভালোবাসতে মোরে
পৃথিবীর সবচেয়ে বেশী।

একফোটা চোখের জল ঝরার চেয়ে এক
ফোটা রক্ত ঝরা অনেক ভালো।কারন,এক
ফোটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে
আর এক ফোটা চোখের জল পুরো
হৃদয় ছিড়ে বের হয়।

তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে
যেতে হয়, তাহলে আমি ভুলে যেতে রাজি
আছি । ভুলতে হয়তো কোনদিনও পারবো
না তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো
# without_yoU_eVerYDay_iS_A_RaiNy_daY .

বাঁধিনি হৃদয় পিঞ্জরে রেখেছি মুক্ত করে।
যাবি যদি দূরেই পাখি, যা রে উড়ে করবোনা মানা তোরে..।

শপনো ছিলো রাশি রাশি মিত্যা ভালোবাসা।
তাইতো জানি তোমার জন্য চোখের জলে
বাসা এতো ভালোবাসি তোরে বাসলিনা কেন বল।

জানিনা কিভাবে তোমার দেখা পাবো
জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো
জানিনা কতটা আপন ভাবো তুমি আমায় ।
শুধু জানি এই অবুজ মনটা অনেক মিস করে তোমায়।

মানছি আমার ভুল হয়েছিল
তোমায় মুখ ফুটে কখোনোও ভালবাসার
কথা বলতে পারিনি, তবে দোষ তো তোমারও
কম ছিল না, একবারও আমার চোখের
ভাষা পড়ার চেষ্টাও করোনি , নিরবতাকে
না বুঝে ভেবেছো কখনও তোমায় ভালবাসিনি !!!

বৃষ্টিকে যদি ভালোবাসতাম হয়তো এতো
জল উপহার পেতাম না, যত জল পেয়েছি
তোমাকে ভালোবেসে। বুঝতে পারিনি
এত বেশি মেঘ ছিল তোমার আকাশে।
সত্যিই বড় বোকা ছিলাম, আর
আজও বোকাই রয়ে গেছি।

না চাইতে যা পাওয়া যায়,তা সব সময়
মূল্যহীন।তেমনি করে আমিও তোমার জীবনে
মূল্যহীন।কারন,তুমি তো চাওনি আমাকে।
কিন্তু আমি চেয়েছি তোমাকে।আমার জীবন
আত্মার গভীর প্রেম হয়তো তোমাকে
পাওয়ার বাসনা করে ছিলো।তাই তুমি কখনো
আমার জীবনে মূল্যহীন নও।

 

Sad sms, status, quotes


কাউকে ভালোবাসলে বেশি কাছে যাবার চেষ্টা
করতে নাই।তাতে করে কাছে যাবার আকুতি
দেখে সে হয়তো দূরে চলে যেতে পারে ।
কেননা মানুষ সোজা পথের চেয়ে বাকা
পথে হাটতে আনন্দ পায় বেশি।কিন্তু সব
কিছু হারিয়ে সোজা পথেই আসতে হয়।
সেই সময়ে নতুন করে ভালোবাসার
ইচ্ছা টা আর থাকে না।

আমি জানি তুমি ভালো নাই, তুমি ভালো
থাকতে পারো না কারণ,আমি তোমাকে
ক্ষমা করে দিলেও আমার প্রতিটা দীর্ঘশ্বাস
আর একেক ফোঁটা চোখের পানি তোমাকে
কখনোই ক্ষমা করবে না এটা আমার
অভিশাপ নাহ, এটা প্রকৃতির হিসাব।
কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না ।

জানি না আজ আমার কি হয়েছে, শূন্য
মনের গহীন অতলে এক ঝড় উঠেছে !
ভিষন ভাবে তোমাকে মনে পড়ছে
তোমার কথা ভাবতেই জল এলো দু’চোখের
কোনে !কেমনে বলবো আমি-একটু
খানি ভালোবাসি তোমায় ! সেই সাধ্য
দেওয়া হয়নি আমায় !তবুও কেনো জানি
তোমাকে অনেক ভালোবাসি !!

অনেক ভালোবেসে ছিলাম তোমাকে কিন্তু
তুমি তা কখনো বুঝোনি বুঝবে কি করে ???
তুমি তো আমাকে ভালোবাসনি।ভালোবাসা
বুঝতে যদি আমাকে ভালোবাসতে।হয়তো
একদিন ভালোবাসা কি বুঝবে, সে দিন
নীরবে কাঁদবে।আমি আজও ভালোবাসি
তোমায় । আর সারাজীবন এভাবেই ভালোবাসবো !!!

তোমার মাঝে আমার সমস্ত সুখ লুকিয়ে ছিল !!
তাই তোমাকে চেয়েছিলাম সুখ পাবো বলে !
কিন্তু তুমি যা দিয়েছ সুখের বদলে তার কোন
তুলনা হয় না, আসলেই তা অমুল্য এক কষ্ট
আর যন্ত্রনা তোমার দেয়া কষ্ট আর যন্ত্রনা
নিয়ে এখনো বেঁচে আছি সুখ পাবো
বলে আমার সুখ মানেই তুমি !!

তোমার মাঝে আমার সমস্ত সুখ লুকিয়ে ছিল !
তাই তোমাকে চেয়েছিলাম সুখ পাবো বলে !
কিন্তু তুমি যা দিয়েছ সুখের বদলে তার
কোন তুলনা হয় না, আসলেই তা অমুল্য
এক কষ্ট আর যন্ত্রনা তোমার দেয়া কষ্ট
আর যন্ত্রনা নিয়ে এখনো বেঁচে আছি
সুখ পাবো বলে আমার সুখ মানেই তুমি !!

প্রেম আসে মানুষের জীবনের আলো নিয়ে
আর প্রেম যখন চলে যায় কাউকে ফেলে
তখন তার মনে হয় মরন কান্না যেন তাকে ছুয়ে যায়।

বড় অবেলায় পেলাম তোমায়, কেন এখনি
যাবে হারিয়ে? কি করে বলো রবো একলা?
ফিরে দেখো আছি দাঁড়িয়ে। কেন হঠাৎ
তুমি এলে? কেন নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়ে ও হারানো যায় না মানা
বাঁচার মানে টা রয়ে যায় অজানা।

বৃষ্টিকে যদি ভালোবাসতাম হয়তো এতো জল
উপহার পেতাম না, যত জল পেয়েছি তোমাকে
ভালোবেসে। বুঝতে পারিনি, এত বেশি মেঘ
ছিল তোমার আকাশে। সত্যিই বড় বোকা
ছিলাম, আর আজও বোকাই রয়ে গেলাম।
অপেক্ষায় আছি,অপেক্ষায় থাকবো। যত
দিন বেঁচে থাকি, তোমায় মনে রাখবো

একদিন চলে যাবো হয়তো দেখা হবে না
সপ্নে আসবো হয়তো চিনবে না দূর থেকে
ডাকবো হয়তো সারা দিবে না তাই দূর
থেকে বলছি আমায় ভুলে যেও না আমি
তোমাকে অনেক ভালবাসি।।

মনে করে কি হবে, আর সেই পুরনো কথা ।।
যা ছিল সুখ সব নিয়ে গেছো, আর দিয়ে
গেছো এক বুক ব্যাথা ।। আমি তো বেশী
কিছু চাই নি, শুধু চেয়েছিলাম তোমার
একটু ভালোবাসা ।। এতটুকু যদি নাই বা
দিতে পারলে, তবে কেন এত কাছে টেনে ছিলে?
ছলনার মায়াজালে বেঁধে আমায়,
কেন এতটা কষ্ট দিলে ??..

তুই তোর মতো করে ভালোবাসিস অন্য
কাউকে আজ, আমি আমার থেকে মুক্তি
দিলাম স্বপ্ন নিয়ে যাস..! অন্য আকাশে
উড়ে দেখিস সুখটা কাকে বলে, ক্লান্ত হলে
ফিরে আসিস আমার চেনা ঘরে..! কখনো
যদি চোখের পাতা ভিজিয়ে যায় জলে
বুঝতে পারবি পাঁজর ভাঙ্গার কষ্ট কাকে বলে..!!

কান্নার জল সবাই দেখেহৃদয়ের কষ্ট কেও
দেখেনা,পাওয়ার আনন্দ কিছুদিন থাকে.
কিন্তূনা পাওয়ার বেদনা সারাজীবনএ ও ভুলা যায়না !

তোমার চলে যাওয়ারকথা ছিলোতুমি চলে
গেছোআমার হারানোর কথা ছিলোআমি
হারিয়েছিকিন্তু পার্থক্য শুধু এইটুকুআমাকে
ভালোবেসে তুমি একটু সময় হারিয়েছোআর
এই অল্প সময়েআমি আমারপুরা জীবনটাকে হারিয়ে ফেলে

আমি চাইলেই তোমার জীবনকে দুখের
সাগরে ভাসিয়ে দিতে পারতাম শুধু তোমাকে
ভালোবাসি বলে সেটা পারিনি কিন্তু তুমি
পেরেছো কারণ তুমিতো আমাকে কখনো ভালোবাসনি

জীবন থেকে যদিফেলে আসা দিন গুলোমুছে
ফেলা যেতোতাহলে তোমার জন্যেআর
কস্ট পেতে হতো না আমি তোমাকে
ছারাই সুখীহতে পারতাম

তোমাকে হারানোর ভয়ছিলোএখন আমার
আর সেইভয় নেই কারন তুমি তো এখন
আমার নওতুমি হারিয়ে গেছো আমারজীবন
থেকে এখন আরআমি তোমাকে হারানোভয় করি না

জীবনে প্রথম একজনআমাকে খুব ভালবেসে
ফেলেছে ..সে নাকি আমাকে ছেড়ে যাবে না
আমি ছাড়া সে নাকি মূল্যহীন আমাকে ছাড়া
সে অর্থহীন আর সে হলকষ্ট

Bangla Koster Sms 2022

Sad SMS Caption Status In Bangla কষ্টের এসএমএস স্ট্যাটাস

 

চোখ্ কাঁদলে বেরহয় লোনা পানি,হৃদয়
কাঁদলে হয়রক্তক্ষরন।ভাগ্যিস এইরক্তক্ষরন
টাকেউ দেখতে পায়না।তাই তো নীরবে
রক্তক্ষরন সয়েযাচ্ছি .গভীর কষ্টেরকোনো
শেষ নাই , নাইকোনো সীমানা ,আছে শুধু
কষ্টের তীব্রতায় ধুঁকেধুঁকে নিস্বহয়ে যাওয়া।

বেশীরভাগ মানুষইনিজেকে দুঃখী ভাবতে
পছন্দকরে। যা কিছু মানুষকে কষ্ট দেয়
মানুষ তার পিছনেই ছুটে। যে তাকে
ভালোবাসে মানুষতাকেইএড়িয়ে চলেএবং
যে তাকে এড়িয়ে চলে মানুষতাকেই কাছে
পেতে চায় কারণমানুষ কষ্ট পেতে ভালোবাসে!!

কখনোই বুঝলে না তুমি,আমার এই মনের
কষ্ট গুলো ।তাতে বিন্দু মাত্র কষ্ট নেই আমার
সত্যি বলছি জমে থাকা কষ্ট গুলো খুব
কাদাঁয় আমাকে ।একটাই আফসোস
কখনো দেখাতে পারবো না তোমাকে
কতো টা ভালোবেসেছি, ভালোবাসি
আর ভালোবাসবো চিরদিন ।

কিছু কিছু চাওয়া শুধু চাওয়াই রয়ে যায়,
যে চাওয়াগুলো কখনও পূরন ও হবার নয়
কিছু কিছু স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায়
যা কখনও বাস্তব হবার নয়….
মানুষ একা থাকতে ভালোবাসে না ।
কিন্তু যখন তার দুঃখ গুলো কেউ বুঝতে চাই না,
তখন সেই মানুষটি বাধ্য হয়ে নিজেকে
সবার কাছ থেকে আড়াল রাখে

আজ তুই অনেক সুখে আছিস?
তাই আমাকে ভুলে গেছিস ?
আমিও একদিন অনেক সুখে থাকবো ?
কিনতু তুই সেদিন দেখিস ? আমি তখনও ?
তোকেই ভালবাসবো ? কেন জানিস…..?
আমি তোকে যতটা ভালোবেসেছি..!!
ততটা ভালোবাসা…..!!
নিজেকেও কোনদিন বাসতে পারিনি.

তোমাকে ভালবাসার আগে
যদি জানতে পারতাম, যে তোমার কষ্টের
একমাত্র কারন হব আমি,তোমার চোখের
এক ফোটা অশ্রুকণা ঝরার ও একমাত্র
কারন হব আমি,তাহলে কখনও তোমার
মুল্যবান জীবনের সাথে আমার এই ক্ষুদ্র
জীবনটাকে জড়াতাম না।
দূর থেকে না হই সারা জীবন তোমায়
ভালবেসে যেতাম।

তোমাকে কি দোষ দিবো বল,
ভুলটাতো আমার ছিল যে
আমি তোমাকে ভালবেসেছিলাম।
তখন বুঝিনি যে আমি-
এক মেঘের পিছু নিয়েছিলাম
যা হয়তো মিলিয়ে যাবে। বুঝিনি যে তুমি
আকাশের বুক থেকে খসে পরা এক
টুকরো তারা যা কিছুক্ষন পর নিঃস্বচিহ্ন
হয়েযাবে। হ্যাঁ,ভয় ছিল আমার মনে….

আমি তোমাকে যতই ভোলার চেষ্টা করছি ,,
তোমার স্মৃতিগুলো ততোটাই আঁকড়ে
ধরছে আমাকে মনে করি এইবার সত্যি
ভুলে যাবো তোমাকে ..আর কখনো পিছু
ফিরে দেখবনা তোমাকে. কিন্তু তোমার চেহারা
যখন সামনে আসে , তখন মনে হয় এইবার
দেখি তারপর ভুলে যাবো

তুমি না হয় আমার সাথে অভিনয়
করে খুব ভালোই আছো…..
জানি সারা জীবন খুব সুখেই
থাকবে…..
কিন্তু আমি??
আমি কি পারবো তোমায়
ছাড়া সুখে থাকতে?
পারবো কি তোমায় ভূলে যেতে?
কোনো দিন ও পারবোনা।।

বিধি তুমি সবই জানো, জানো মনের
কথা, আজো তো পেলাম না আমার বাম
পাজরের দেখা, যে আমায়
ভালোবেসে পাশে থাকবে সারাটি
ক্ষন, যে আমায় ভালোবেসে
রাংগীয়ে দিবে আমার ভূবন, বলো না
বিধি তার দেখা পেতে আর কতক্ষন

রিসিভ না করা প্রতিটা কল ?
উওর না দেওয়া প্রতিটা ম্যাসেজ !!
আর এড়িয়ে যাওয়া প্রতিটা কথা !!
মন কে জানান দিচ্ছিল যে,
সব শেষে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি !!

আর কখনও তোমাকে বিরক্ত করবো না….।
আর কখনও ফোন পাবে না আমার….।
আর কখনও বলব না তোমাকে খুব মিস করছি..

Thank you for visiting our website, I hope you like the above emotional statuses. If you like it then don’t forget to appreciate our work by commenting in the comment box below.

Code-[ 23435412 ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *