Sad Status, Quotes In Bengali 2022 কষ্টের ক্যাপশন বাংলা

 

Sad Status, Quotes In Bengali 2022 কষ্টের ক্যাপশন বাংলা

 

বাগানের সব কলি হয় না তো ফুল
ক’জন বুঝতে পারে জীবনের ভূল
ভালবাসার সুখ নিয়ে কেউ সুখী হয়
সবাই যে সুখী হবে এমন তো নয়.

In Bangles Font Also 👇

bagan er sopb koliu hoina to ful
kojon bujta par a  jibon er vul
valobasar sukh niya kew khusi hoi 
sobai j suikhi hobe amon to noy 
 
 

অভিমানি এই জীবন কেন থামে না
কান্না ভরা এই মন কিছু জানেনা
কষ্ট ভরা এই বুকে সীমাহীন বেদনা
আর যার জন্য এই মন কাঁদে সে তো বুঝেনা.

In Bangles Font Also 👇 

ovimani ey jibon kano thame na 
kanna vora ey mon kichu jane na
kosto vora ey buke simahin bedona
ar jar jonno ey mon kade seto bojhena
 
 

কাউকে ভালবেসে তাকে কষ্ট
দিলে সে নিজে ও কষ্ট পায়

In Bangles Font Also 👇 

kaw k valobase take kosto 
dile se nije o kosto pai
 
 

ভুল যেমনি মানুষকে সিখায়।
তেমনি ভলোবাসা মানুষকে কাদায়।।

In Bangles Font Also 👇 

vul jemon manus k sikhai 
temoni valobsa manus k kadai
 
 

যদি হারিয়ে যাই তোমার অজান্তে
ভুল বুঝনা আমাকে কিছু ভুল
তোমারও ছিল হারিয়ে যাবার পিছনে
জানতে চেওনা কেন গেলাম দূরে ?
শুধু বলবো আসবনা আর ফিরে !!

In Bangles Font Also 👇

jodi hariya jai tomar ojante 
vul bujhona amake kichu vul
tomraw chile hariya jawyar pichone
jante cheyo na kano gelam, dure
sudhu bolbo asbo na ar fire

 

 


ভালবাসা পাওয়ার ভাগ্য সবার থাকে না !!
হয়তো আমার ভাগ্য নেই !! তবে বেশি কষ্ট
কি জানো ? তোমাকে এতটাই বেশি
ভালবেসেছি যা তুমি আজও বুঝলে না !!!

In Bangles Font Also 👇

valobasa pawyar vaggo sobar thakana
hoito amar vagge nai !! tobe kosto
ki jano ? tomake atotai besi valobaschi 
ja tumi aj bujle na
 
 

আমাকে ছাড়া যদি সুখি হতে পারো
তাহলে আর ফিরে এসো না।কিন্তু
আমি হীনা তুমি যদি কষ্টে থাক,
তবে ফিরে এসো আগের মতোই
ভালোবাসবো তোমাই কথা দিলাম।

In Bangles Font Also 👇

amake chara jodi sukhi hote paro 
tahole ar fire eso na . kintu
ami hina tumi jodi koste thako
tobe fire aso ager motoi
valobasbo tomai kotha dilam

 For More Sad Status Visit Here

এখন আর আমিএকা নই তুমি চলে
গেছোতাতে কি হয়েছে?তোমার দেওয়া
কস্টগুলো এখন আমারঘুম হীন রাতের সঙ্গী

In Bangles Font Also 👇

akhon ar ami eka noy tumi chola 
giyacho tate ki houyeche ? tomar dewya 
kosto gulo akhon amar ghumhin rat er songgi
 
 

যদি মনের আকাশে মেঘ জমে তবে
অসরু হয়ে ঝড়ে পরে,যদি ব্যথার
আকাশ নীল হয় তবে কষ্ট সব পাথর হবে.?

In Bangles Font Also 👇

jodi mon er aksh a megh jome tobe 
osoro hoye jhore pore, jodi bathar 
akash nill hoy tobe kosto sob pathor hobe ?
 

 

ভালোবাসি বলে দুচোখের জলে হারানো
তোমাকে খুজিকস্টের মিছিলে তুমি চলে
গেছোঅনেক দুরেএ মনের সীমানা ছেরে

In Bangles Font Also 👇

valobasi bole duchokher jole harano
tomake khuji koster michile tumi chole
onek dure moner simana chere 
 
 

তোমাকে বলছি আমার দেওয়া ভালোবাসা
ফেরত দাও তোমার দেওয়া কস্ট গুলো
ফেরত নাও তোমার দেওয়া সৃতি গুলো
মুছে দিয়ে যাও আমি মুক্তি চাই

In Bangles Font Also 👇

tomakle bolchi amar deya valobasa
ferot daw tomar dewya kosto gulo
ferot naw tomar dewya sriti gulo 
muche diya jaw ami mukti chai 
 
 

ঘুম থেকে উঠে প্রীয় মানুষ গুলোর কাছ
থেকে শুভ সকাল পাওয়ার মজাটাই আলাদা ।
বাট আমার মত হতভাগার জীবনে সেটা হল না ।

In Bangles Font Also 👇

ghum theke uthe priyo manus er kach
theke suvo sokal pawyar mojatai alada
butr amar moto hoto vagar jibon a seta holo na
 
 

পারলে কি করে এতো ব্যাথা দিতে আমাকে
ফিরিয়ে দিলে নিসশ হাতে অচেনা মানুষ
ভেবে এভাবে হারিয়ে যাবে একথা ভেবেয়
কাঁদছি বৃষ্টি ভেজা সন্ধায় তোমার কথাই ভাবছি।

In Bangles Font Also 👇

parle ki kore ato batha dite amake
firiye dile nisosh hat a manus 
vebe evabe hariye jabe ekotha vebey
kadchi bisty veja sondhaoi tomar kothai vabchi
 
Sad Status, Quotes In Bengali 2022 কষ্টের ক্যাপশন বাংলা

 

বলেছিলে পিথিবীর সবকিছু বদলে গেলেও
বদলাবেনা তুমি বোকার মতো সেই কথাটা
bissash।করে ছিলাম আমি ।আজ পিথিবীর
সব ঠিক আছে শুধু বদলে গেলে তুমি ।কেনো ।


তোমাকে হারানোর ভয়ছিলোএখন আমার
আর সেইভয় নেই কারন তুমি তো
এখনআমার নওতুমি হারিয়ে গেছো
আমারজীবন থেকে এখন আরআমি
তোমাকে হারানোভয় করি না

দুঃখ আমার চির সাথী, কান্না আমার গান
বেথা আমার মুখের হাসি, কষ্ট আমার প্রান
মন যদি নৌকা হয় মাঝি হবে কে?
সবাই যদি পর ভাবে আপন হবে কে?

এক সময় তুমি আমারজীবনে ফুল ফুটানো
ফাল্গুনছিলে। জোত্স্না ছড়ানো চাঁদছিলে।
স্বপ্ন দেখানো রাতছিলে। কিন্তু এখন
অশ্রুঝরানো বৃষ্টি হলে কেন???

জীবন দিয়ে যাকে আমি
বেসেছিলাম ভালো
কখনো ভাবিনি আমি
অন্তর এতো কালো||
সেই দিনের কতো কথা মনে পড়ে যায়

জীবনের ক্লান্ত পথে’ নিজেকে হারিয়ে
ফেলেছি! চলতে চলতে আজ
অচেনা পথে এসে দাড়িয়েছি!
তবুও পেলাম না সুখের দেখা’

সম্পর্কের মৃত্যু ঘটতে
শুরু হয় তখন থেকেই যখন প্রিয়
মানুষটি মিথ্যা বলা শুরু করে

তুমি যাচ্ছ দূরে যাও
আমি বাদা দেবনা
তুমি যাও ভুলে যাও
ভুলে যেতে বলুনা। .

মানুষ মানুষকে না দেখেও
জীবনের চেয়েও বেশী
ভালবাসতে পারে, কেন জানো?
কারন ভালোবাসা সৃষ্টি হয় মন
থেকে, চোখ থেকে নয়।,

তোমাকে ঠিক ততটাই ভালবাসতাম,
যতটা ভালবাসলে তোমার
কথা মনে পড়লে কাঁদা যায়

মানব জাতি অপেক্ষা পছন্দ
করে না। তবু তাকে অপেক্ষা
করতে হয়। ভালবাসার জন্য
অপেক্ষা, ঘৃনার
জন্য অপেক্ষা, মৃত্যুর জন্য
অপেক্ষা, আবার মুক্তির জন্য
অপেক্ষা।

তোমাকে হারাইনি
হারিয়েছি নিজেকে।
কাউকে বোঝাইনি
বুঝিয়েছি এই নিজেকে

স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে,
স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক
ভালো । কারন, স্মৃতি মানুষ কে
কষ্ট দেয়, মানুষকে কাঁদায় ।

আজ পৃথিবীর কোন এক পাষাণী মানুষের
জন্য মনটা খুবই কাঁদছে, আপন মানুষকে
কিভাবে ভুলা যায় তা যদি জানতাম

ভুলটা আমার ছিল,
কারণ স্বপ্নটা যে আমি একাই
দেখে ছিলাম

কেন এসেছিলে মনের আঙিনায়?
কেন মুগ্ধ করেছিলে কথার ছলনায়?
কেনই বা ভালবেসে ছিলে আমায়?
আর আজ কেনই বা হারিয়ে গেলে,
আমায় ফেলে দুর অজানায়


যদি জানতাম জীবনের সব চাওয়া
পুরন হয় না,তাহলে কখনো তোমাকে
চাইতাম না কারন, আজ তোমাকে
পাওয়ার চেষ্টায়,, .নিজেকে
কোথায় যেন হারিয়ে ফেলেছি.!

For Bangla Motivational Status Visit

Sad Status, Quotes In Bengali 2022 কষ্টের ক্যাপশন বাংলা

 

এত ভাল বেসে ও
পাওয়া হলো না।
ভাল থাকুক ভাল বাসা।


সিঙ্গেলদের কষ্ট কেউ বুঝে না

লাগবে না কারো ভালোবাসা।
আমি একাই ভালো আছি।

এ পৃথিবিতে নিজের বলতে ……
কোনো কিছু নেই

বিয়ে করলে বাড়ির বড় মেয়েকেই
করবো ছোট গুলা তো ফ্রি তেই পাবো

আমি খুব অসুস্থ
আমার জন্য সবাই দোয়া করবেন।
শারিরিক ভাবে নয় মানুষিক ভাবে।

তাকে বলে দিও
দেখতে সুন্দর না বলে আজ সিঙ্গেল

সিঙ্গেলদের আরেক কষ্ট,
ঘন ঘন মানুষের রিলেশনশিপ
স্ট্যাটাস দেখা

কেউ যদি তোমার ভালবাসার মূল্য
না বুঝে তবে নিজেকে নিঃস্ব
ভেবো না। জীবনটা এত তুচ্ছ
না…..OK যে পথে কেহই নেই

বার বার তোমার চোখের পানি মুছে
ফেলার চেয়ে জীবন থেকে তাকে মুছে ফেলা
উত্তম যে তোমাকে এতবার কাঁদায়।

কাকে ভুলে যাবো, তোমাকে?
সে টা সম্ভব না,তুমি জড়িয়ে
আছো আমার নিঃশ্বাসে,
নিঃশ্বাস যদি থেমে যায়,তখনি
তোমাকে মুক্তি দেবো।

এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,,
সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে..
মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই,,
শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই..!!

বন্ধু তুই কোথায় গেলি
আমাকে না বলে
আমি আজ চেয়ে আছি
তোর পথের পানে
জানি তুই আসবি ফিরে
একদিন হঠাৎ করে
সে দিন ও দেখবি বন্ধু
আমি যাই নিই তোকে ভুলে।

হারিয়ে যাবো একদিন আকাশের এককোণে,,
পাবেনা আমায় সেদিন খুঁজবে সবখানে ।
হাসবো সেদিন ভাসবো তোমার চোখের
জ্বলে সেদিন বুঝবে বন্ধু কাকে বলে??

আমি সেই পাখি যার ঠিকানা নেই
আমি সেই আকাশ যার চাঁদ নেই.
আমি সেই সাগর যার তীর নেই.
আমি সেই মানুষ যার কষ্ট বোঝার মত মানুষ নেই?

Sad Status, Quotes In Bengali 2022 কষ্টের ক্যাপশন বাংলা 

যখন কেউ তোমাকে সব
সময় মিস করে, তখন হয়ত
তোমার খুব বিরক্ত লাগে।
কিন্তু, কষ্ট সেদিন পাবে,
যেদিন বুঝতে পারবে তোমাকে
মিস করার মত কেউ থাকবে না

-আমি পারিনা ছুতেঁ তোমায়
-আমার একলা লাগে ভারি
-dear someone,
-i love u with every bit of my heart

প্রত্যেক মানুষই প্রেমে পরে, কেউ
প্রকাশ করে, কেউবা লুকিয়ে রাখে

আমার রাত জাগা তারা
-তোমার আকাশ ছোঁয়া বাড়ি

এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে
ইনকামের উপরে,
পাত্রীর যোগ্যতা নির্ভর করে চামড়ার উপরে।

মানুষ হইল বেইমান জাতি,
ফুলে_ফুলে মধু খায় |
ফুলের মধু শুকাইয়া গেলে
আর ফিরা নাহি চায়……!

কাউকে বাধ্য করোনা
কথা বলার জন্য!
তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও
তাদের ছাড়া তুমিও থাকতে পারো!!!!

যাকে কোনো সময় পাবো নাহ্ জেনেও
-বেহায়া মন টাহ তাকেই বেশি ভালোবাসে

পৃথিবীতে প্রত্যেকটা মানুষের
হৃদয়ে ব্যথা আছে
শুধু প্রকাশ করার ধরন টা আলাদা….!.! !!

কেউ ভুলে যায় না,
প্রয়োজন শেষ তাই আর

অবস্থান হোক না যতো দূর আত্মার
মিল হবে অদৃশ্যের মাঝেই

হারিয়ে যাবো একদিন আকাশের এককোণে,,
পাবেনা আমায় সেদিন খুঁজবে সবখানে ।
হাসবো সেদিন ভাসবো তোমার চোখের
জ্বলে সেদিন বুঝবে বন্ধু কাকে বলে??

এত ভাল বেসে ও
পাওয়া হলো না।
ভাল থাকুক ভাল বাসা।

জীবন দিয়ে যাকে আমি
বেসেছিলাম ভালো
কখনো ভাবিনি আমি
অন্তর এতো কালো||
সেই দিনের কতো কথা মনে পড়ে যায়

তুমি যাচ্ছ দূরে যাও
আমি বাদা দেবনা
তুমি যাও ভুলে যাও
ভুলে যেতে বলুনা।

মানুষ মানুষকে না দেখেও
জীবনের চেয়েও বেশী
ভালবাসতে পারে,
কেন জানো? কারন
ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে,
চোখ থেকে নয়।,

সময়ের সাথে সাথে তুমি
অনেকটা বদলে গেছ…..
তোমায় মানুষ ভেবেছিলাম
কিন্তু না. .তুমি আবহাওয়ায়
পরিণত হয়ে গেলে……!!!!

তোমাকে হারাইনি
হারিয়েছি নিজেকে।
কাউকে বোঝাইনি
বুঝিয়েছি এই নিজেকে

স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে,
স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক
ভালো । কারন, স্মৃতি মানুষ কে
কষ্ট দেয়, মানুষকে কাঁদায় ।
কিন্তু, স্বপ্ন মানুষ কে নতুন কিছু শিখায়

ভুলটা আমার ছিল,
কারণ স্বপ্নটা যে আমি একাই
দেখে ছিলাম

কেন এসেছিলে মনের আঙিনায়?
কেন মুগ্ধ করেছিলে কথার ছলনায়?
কেনই বা ভালবেসে ছিলে আমায়?
আর আজ কেনই বা হারিয়ে গেলে,
আমায় ফেলে দুর অজানায়

খারাপ মেজাজের সাথেকখনও
মুখের ভাষা খারাপ করতে নেই,
কেননা মেজাজ তো এক সময়
ঠিক হয়ে যাবে।তবে আপনার
বলা খারাপ ভাষাটাকারো
মনে দাগ কেটে রবে।

মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়
কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না।

যখন বুক ভরা কষ্ট নিয়ে ফিরে
আসলাম তখন হাজারো ভালোবাসার
সৃতি গুলো আমাকে পিছন থেকে
টেনে ধরে রেখেছে

তুমি যদি ভালো থাকো অন্যের ভালোবাসায়
আমি তবে থাকবো ভালো তোমার ভালো থাকায়

আমি কষ্টের স্মৃতি নিয়ে করি বসবাস
আমায় নিয়ে কখনো করোনা উপহাস
আমার জীবনটা হল, একটা দুঃখের ইতিহাস
এটাই আমার ভাগ্যের, নির্মম পরিহাস।

পথ খুঁজে যায় পথের সীমানায়।
আমার ঝাপসা চোখের বারান্দাতে
দীর্ঘ শ্বাসের জল
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল।

যদি তুমি জানতে
কতটা প্রেম জমেছে বুকে।
রোদেলা সময় হয়েছে মেঘ
তোমারই নামে পুড়ছে আবেগ।

জীবনকে কোন স্বপ্ন ভেবে আমি কার
আশাতে ছুটে চলি পথে পথে যেন কার
মায়াতে বাধা পড়েছে জীবন
কত সুখ কল্পনা কত মিথ্যে
প্রলভন কষ্টের প্রতিটিক্ষন
শোনায় তার আহবান

হারানো ভালবাসা -আজো আমার
অনুভূতিতে মিশে আছে।
আজও শিহরন জাগায় মনে।
হারিয়ে যাওয়া পথের বাঁকে
যেন নতুন পথের সন্ধান মেলে যায়।

মানুষ সবচেয়ে বড়
ভুল করে তখনই,
যখন সে কারো
প্রতি অসম্ভব
ভাবে দুর্বল হয়ে পড়ে !!

সুখি মানুষদের রাত
গুলো খুব ছোট
চোখ বন্ধ করার
সাথে সাথে ভোর
হয়ে যায় কিন্তু.
অসুখী মানুষদের রাত
অনেক দীর্ঘ হয়. !

তোমার আর আমার দূরত্ব হয়তো শত
মাইলের কিন্ত চোখ বন্ধ করলেই তুমি আমার পাশে।

ভালোবাসা খুব সুন্দর
এবং পবিত্র
যদি তা আপনি সুন্দর দৃষ্টিতে
দেখতে পারেন
এবং পবিত্র করে রাখতে পারেন

অন্ধ ভালবাসার গন্ধ বেশি
নকল ভালবাসার সুবাস বেশি
সত্য প্রেমে রাগারাগি
নকল প্রেমে হাসাহাসি
বুঝবে যেদিন খুজবে তাকে
অবহেলা হারালে যাকে

চোখের কোনে কেন যে এতো পানি চলে অাসে
অার বুকের মাঝে কেন যে এতো ব্যাথা করে।
এটা কি রোগ তোমরা কি জানো?

মন is not সরকারী
it is very দরকারী
যাকে তাকে do not দান
হারিওনা your মানসম্মান
মনটা দিবে just তাকে
loveকরবে যে only তোমাকে

জীবন এক বিরক্তিকর অধ্যায়।
তবুও পরবর্তী পরিচ্ছেদে
তুমি আছ ভেবে পাতা উল্টাই।

যদি ভালোবাসাটা সত্যিকারের হয়
তবে দূরত্ব বেড়ে গেলে ভালোবাসা কমে না
উল্টো বেড়ে যায়।

সত্য বলা ও আমানত রক্ষা করা মুমিন
ব্যক্তির সর্বোত্তম গুণ।
অপরদিকে মিথ্যা বলা ও খিয়ানত করা
ধোকাবাজ ব্যক্তির সবচেয়ে বদ গুণ!

Sad Status, Quotes In Bengali 2022 কষ্টের ক্যাপশন বাংলা

 

For Best Emotional Status Click

আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আছি
তুমি চাইলে আমি দেবো
অথৈ সাগর পাড়ি

In Bangles Font Also 👇

ami kosto pete valobasi
tai tomar kache chute achi
tumi chaile ami dibo’
othhe sogor pari

 


আমি তোমার নিরাময় ছিলাম
আর তুমি আমার রোগ হয়েছ।
আমি তোমাকে বাঁচিয়ে ছিলাম
তুমি আমাকে হত্যা করেছো।

In Bangles Font Also 👇

ami tomar nirami chilam 
ar tumi amar rog hoyecho
ami tomake bachiye chilam 
tumi amake hotta korecho
 
 

তোমার শহরের কোণে
কেউ মায়া জমায় কি?
আমি এখনো ভাবি
সেই তোমাকে ফেরানো যাবে কি?

In Bangles Font Also 👇

tomar sohorer kone 
kew maya jomai ki? 
ami ekhono vabi 
sey tomake ferano jabe ki
 
 

তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম

In Bangles Font Also 👇

tumi chokher aral hou 
kache kiba dure row 
mone rekho ami o chilam 
ey mon tomake dilam
ey  pream tomake dilam
 
 

কাউকে মেরে ফেলতে চান?
তাহলে তাকে খুব ভালোবাসুন
তারপরে আস্তে আস্তে অবহেলা
করতে শুরু করুন।
তার পর হঠাত করে হারিয়ে যান
দেখবেন সে জিন্দা লাশ হয়ে গেছে।

In Bangles Font Also 👇

kaw k mere felte chan ? 
tahole take khub valobasun 
tar por a aste aste obohala korte
suru korun 
tar por a hotat kore hariye jan 
dekhben se jinda lash hoye gacha
 


চিরচেনা সেই রাত জাগা
নির্ঘুম সেই ভোর দেখা
সব আগের মতই!
শুধু কারণগুলোই কেমন যেন, বড় অচেনা.

In Bangles Font Also 👇

chiro chena sey rat jaga 
nirghum sey vor dakha 
sob ager motoy 
sudhu karon guloi kemon jeno ochena

 


কাউকে বেশি দেখো না
খুব মনে পরবে!
কাউকে কষ্ট দিও না
পরে নিজেই কষ্ট পাবে!
আর কাউকে কাছে পেয়েও হারিও না
পরে সারা জীবন, কাঁদতে হবে

In Bangles Font Also 👇

kaw k besi dekhona 
khub mone porbe 
kaw k kosto diyo na 
pore nijai kosto pabe
ar kaw k kache peye hariyona 
pore sarajibon kadte hobe

 

 

 


এই সহরে কৃষ্ণচূড়া ফোটে
ড্রেনের জলে ভেসে যায়।
আমি জানি তোমার এ শহর আমার জন্যে নয়

In Bangles Font Also 👇

ey sohor a krisno chora fute 
drener jol a vese jai
ami jani tomar a sohor amar jonne noy
 
 

ছিড়ে ফেলেছি আমি ডাইরির পাতা
সেথা লেখা ছিল হাজার স্বপ্নের কথা
ছিড়তে পারিনি আমার মনের পারা
যেখানে জমে আছে জীবনের অনেক ব্যথা!

In Bangles Font Also 👇

chire felechi ami dairir pata 
setha likha chilo hazar o sopner kotha 
chirte parini amar moner para
jkhan a jome ache jibon er onek batha

 

 

 

 


একজন মানুষ দুটি কারনে সবচেয়ে
বেশি বদলে যেতে পারে।
যখন তার জীবনে বিশেষ কেউ আসে
এবং যখন তার জীবন থেকে বিশেষ
কেউ হারিয়ে যায়।

In Bangles Font Also 👇

ekjon manus duti karon a sobcheye 
besi bodle jete pare
jokhon tar jibon a bises kew ase
ebong tar jibon theke bises
kew haro hariye jai
 
 

পৃথিবীতে মৃত লাশ দেখে সবাই কাঁদে কিন্তু
জীবিত লাশের দিকে কেও ফিরেও তাকায় না

In Bangles Font Also 👇

pithibite mrito las dekhe sobai kande kintu 
kintu jibito las er dika kew firew takaina
 
 

মানুষের চোখে হচ্ছে সবচেয়ে বড় বোকা
এরা নিজের হয়ে ও অন্যের জন্য কাঁদে।

In Bangles Font Also 👇

manus er cghokh hoche sob chaite boro boka
era niujuer hoye onner jonne kade

 


আমি চাইনি তুমি কখনো কষ্ট পাও
আমি চেয়েছি তুমি সুখী হও
তাইতো কোনো অভিযোগ করিনি
অকারণে চলে গেছো বলে

In Bangles Font Also 👇

ami chaini tumi kono kosto paw 
ami cheyechi tuimi suikhi hou
taito kono ovijog korini 
okaron a chola gacho bole
 


খোলা চোখে হাজারো মানুষ
দেখলে বন্ধ চোখের সামনে যে
দাঁড়িয়ে থাকে তার নাম ভালোবাসা।

In Bangles Font Also 👇 

khola chokhe hazar o manus 
dekhle bondho chokher samne j
dariye thaka tar nam valobasa
Code-[ 12438790 ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *