Eid Mubarak Wish SMS Status 2022 ঈদ মোবারক শুভেচ্ছাবাণী, স্টেটাস, ক্যাপশন

 

Eid Mubarak Wish SMS Status 2022 ঈদ মোবারক শুভেচ্ছাবাণী, স্টেটাস, ক্যাপশন

 

দুঃখগুলোকে ভাসিয়ে দিব সাগরের মাঝে
সুখগুলোকে নিয়ে আসবো আমাদের মাঝে
আত্মীয়-স্বজনদের খবর নিব সবাই মিলে
গরিব দুঃখীরা হবেনা বঞ্চিত আমাদের থেকে
এই শিক্ষাকে ধারণ করে
চলবো আমি ঈদের দিনে
ঈদের নামাজ শেষ করলাম কত আগে
সালামি দিল না এখনো কেউ আগে আগে
হয়তবা বড় হয়েছি অনেক আগে
কিন্তু সালামি আমি নিব আজকে
ঈদ মোবারক সকলকে
চাঁদমামা উঠে গেছে
কড়া নাড়ছে ঈদের দিন
ঈদের বাকি 1 দিন
আসবে সবার খুশির দিন
নতুন জামা কিনে নিন
সবাই সবার খবর নিন
গরিব-দুঃখীদের জামা দিন
দাওয়াত রইলো ঈদের দিন
ঈদ-উল-ফিতর বয়ে আনুক শান্তির বার্তা
এই মোর আকাঙ্ক্ষা
ঈদ মোবারক
 বছর ঘুরে আবার এলো খুশির ইদ আমাদের মাঝে
সকল ক্লান্তি ও গ্লানি ভুলে’ কাঁধে কাঁধ মিলাবো সকলের মাঝে
ক্ষমা করব সবাইকে, দোয়া করব সকলের জন্যে
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক আমাদের মাঝে
সবাইকে জানাই শুভেচ্ছা
ঈদ মোবারক এর
চাঁদ দেখেছি খুশি হয়েছি
কালকে মোদের ঈদ
সেমাই খাবো সালামি পাব
কালকে আমাদের ঈদ

 

ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশে।
টাকা না থাকলে পকেটে, সালামি দিন রকেটে।
ঈদ এলো জগতে, সালামি দিন নগদে।
থাকি ঈদের দিন আশাতে, যদি সালামি পাই উপায়ে।
বিকাশ আছে, নগদ আছে, সালামি না দিলে খবর আছে।

ঈদ আসতে 1 দিন বাকি
এতো খুশি কোথায় রাখি
বলাটা অনেক ইজি! ঈদের কাজে সবাই বিজি
একটি বছর ঘুরে আসবে সেই দিন
ঈদের খুশি বিলিয়ে দেওয়ার প্রস্তুতি নিন
অনেকেই বিজি ঈদের কাজে
আনান্দটা সবার মাঝে
সাদা গোলাপ সবুজ পাতা,
তোমাকে জানাই ঈদের কথা ।
আসবে আমার বাড়িতে,
বসতে দিব পিড়িতে ।
খাবে কিন্তু অল্প,
করবো অনেক গল্প।

বাকা চাঁদের হাসিতে,
দাওয়াত দিলাম আসিতে,
আসতে যদি না পারও
ঈদ মোবারক গ্রহন কর..
ঈদ মোবারক মেসেজ Eid Mubarak Message

কিছু কথা না বলা থেকে যায়,
কিছু ভাষা বর্ণনা হীন হয়
তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়,
এসো প্রান খুলে আজ সবাই বলি
ঈদ মোবারাক বন্ধু ।

 

ঈদের আগে চাঁদনী রাত
ঈদ হলো খুশীর দিন
দাওয়াত রইলো ঈদের দিন,
ভালো থেকো সীমাহীন ।
ঈদের দিনটা তোমার হোক রঙিন
ঈদ মোবারক
 


হ্যালো প্রিয় এন্ড প্রিয়তম,
আর মাত্র কয়েক দিন |
আসছে সবার খুশির দিন !
নতুন জামা কিনে নিন,
সময় নেই বেশি দিন|
দাওয়াত রইল অগ্রিম,
আসবেন কিন্তু ঈদের দিন,
অপেক্ষায় থাকবো সারাদিন..
ঈদ মোবারক মেসেজ ২০২০-২০২২

হাঁসের ডিম মুরগির ডিম
“দেখা হবে ঈদের দিন”
ঈদ মানে আনন্দ ‘ঈদ মানে খুশি’
ঈদের দাওয়াত না দিলে
মারবো একটা ঘুষি!

মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি ।
ঈদ মোবারক মেসেজ Eid Mubarak Message

ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
ঈদ মোবারক।

কিছু কথা না বলা থেকে যায়,
কিছু ভাষা বর্ণনা হীন হয়
তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়,
এসো প্রান খুলে আজ সবাই বলি
ঈদ মোবারাক বন্ধু ।

 

রিমঝিম এই বৃষ্টিতে,
ঈদ কাটাবো সৃষ্টিতে.
খুশির হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে
সাজবে সবাই নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক
“ঈদ মোবারক”!
 

ঈদ মোবারক মেসেজ
ভোর হলো দুর চোখ খুলে দেখরে_
রোজা শেষ রোজা শেষ ঈদ চলে এলোরে_
নতুন জামা পরব রে সবাই মিলে গুরবরে_
সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা_
ঈদ মোবারক
 

সারাদিন ছিলাম বিজি
এখন আমি ইজি
এড্রেস দাও তাড়াতাড়ি
কালকে যাবো তোমার বাড়ি

চিঠি দিয়ে নয় “ফুল দিয়ে নয়”
কার্ড দিয়ে নয় “কল দিয়ে নয়”
মনের গহীন থেকে মিষ্টি SMS দিয়ে
জানাই সবাই কে “অগ্রিম ঈদের শুভেচছা”
ঈদ মোবারক.

 

রঙ লেগেছে মনে।
মধুর এই খনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।
“ঈদ মোবারাক”!
কাল ঈদ উল আযহা
সাজবে তুমি
মেহেদি দিয়ে রাঙ্গাবে তোমার হাত
এই খুশীর সময়টুকু
কাটুক তোমার বারোমাস
ঈদ মোবারাক
 

ঈদ মোবারক মেসেজ Eid Mubarak Message
তুমি মিষ্টি সকালের স্নিগ্ধ বাতাস,
তুমি সিতল ভোরের শিশির ভেজা ঘাস ।
তুমি আলোময় পৃথিবীর তারা ভরা রাত,
তোমাকে জানাই “ঈদ মোবারক”
 

ঈদ মোবারক স্ট্যাটাস, ঈদের সেরা মেসেজ
দুরের মানুষ আসুক কাছে
কাছের জন থাকুক পাশে
মন ছুটে যাক মনের টানে
নয়া চান্দের আগমনে
ঈদ কাটুল খুশী মনে
***** ঈদ মোবারাক ****
 


ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন ।
তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ ।
বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে ।
ঈদ মোবারক , শুভ হোক তোমার ঈদের দিন
দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ,
সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল ।
ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি।

চেয়ে দেখো, নীল আকাশ
চাঁদ উঠেছে, ঈদ এর চাঁদ
খুশীর বার্তা নিয়ে
সেই খুশিতে মোদের বাড়ি
দাওয়াত দিলাম আসিতে
ঈদ মোবারক মেসেজ Eid Mubarak Message

ঈদের হাওয়া লাগুক প্রাণে,
মন ভরে যাক নতুন গানে !!
ঘুম ঘুম চোখে স্বপ্নীল চাওয়া
ঈদে হোক সব কিছু পাওয়া ।।
।। ঈদ মোবারক ।।

 

ঈদ মোবারক স্ট্যাটাস, ঈদের সেরা মেসেজ |
ও চাঁদ তুমি কি খুশী নিয়ে এলে ?
খুশীর আভাসে আজ পৃথিবী দোলে,
তোমার জন্য ছিলো কত অপেক্ষা
তাই বুঝি দিয়ে এক বছর পর দেখা ।
*””” ঈদ মোবারাক “””*
 
 

হাঁসের ডিন মুরগির ডিম
দেখা হবে ঈদের দিন
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী
ঈদের দিন দাওয়াত না দিলে
মারবো একটা ঘুষি ।
ঈদ কার্ড দিতে পারলাম না
তুমি দূরে বলে
মুখে বলতে পারলাম না
নাম্বার নাই বলে,
তাই তোমাকে বলছি সুন্দর হোক
তোমার ঈদের দিন,
দাওয়াত রইলো অগ্রিম ।

ঈদ মোবারক মেসেজ Eid Mubarak Message
 

ঈদ মানে খুশী,
গরুর গলায় রশি,
শীতের সর্দি কাশি,
আবার হুজুরের মুখে হাসি,
তবুও ঈদ ভালোবাসি,
তাই সবাইকে ঈদ মোবারক জানিয়ে এবার আমি আসি!
মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি ।
– ঈদ মোবারক-

তুমি হাসি খুশী থেকো
যেমন হাসি থাকে ফুলে,
দুনিয়ার সব দুঃখ যাক তোমায় ভুলে,
দুহাত উড়ায় আজ আকাশে
হয়ে যাও আজ পাখি
আজ হলো তোমার খুশীর ঈদ,

আজ দু:খ ভুলার দিন,
আজ মন হবে যে রঙ্গিন।
আজ প্রান খুলে শুধু গান হবে,
আজ সুখ হবে সিমাহীন।
তার একটাই কারন,
আজ যে ঈদের দিন।
ঈদ মোবারাক !

 

রমজান মাস এলো,
রহমতের ১০ দিন গেল,
মাগফিরাতের ১০ দিন গেল,
নাজাতের ১০ দিন গেল,
সব শেষে মহা আনন্দের ঈদ এলো সবার মন খুশিতে ভরে গেল
<>=<>ঈদ<> মোবারক<>।
 

তুমি চাঁদ নয়, তবে তুমি চাঁদের আলো,
তুমি ফুল নয়, তবে তুমি ফুলের সৌরভ,
তুমি নদী নয়, তবে তুমি নদির ঢেউ,
তুমি অচেনা নয়, তবে আমার চেনা কেউ,
ঈদ মোবারাক
নতুন সকাল নতুন দিন।
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাকা চাঁদ।
রঙ্গীন হোক ঈদের রাত।
………. ঈদ মোবারক ……..
 

For More Eid Mubarak Visit Here

Eid Mubarak Wish SMS Status 2022 ঈদ মোবারক শুভেচ্ছাবাণী, স্টেটাস, ক্যাপশন


তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি
তুমি পাহাড়ের গায়ে ঝরনার পানি,
তুমি বরষার এক পরশ বৃষ্টি,
তুমি মধ্য রাতের পূর্ণিমার চাঁদ,
তোমাকে জানাই ” ঈদ মোবারাক ”

তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে,
দিন গুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে,
অপূর্ন না থাকে যেন তোর কোনো শখ,
এই কামনায় বন্ধু তোকে “ঈদ মোবারক”

 

ঈদের দাওয়াত তোমার তরে,
আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত,
না করলে পাবো আঘাত।
তখন কিন্তু দেবো আড়ি,
যাবো না আর তোমার বাড়ি।
আকাশের সব নীল দিয়ে,
প্রভাতের সব আলো দিয়ে,
সমুদ্রের সব গভীরতা দিয়ে,
হৃদয়ের সব অনুভূতি দিয়ে,
তোমাকে জানাই ঈদ এর শুভেচ্ছা. “ঈদ মুবারক”


এই এসএমএস, যার কাছে যাবি,
যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি,
লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি,
আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক
শুভেচ্ছা রাশি রাশি গরু না খাসি?
টিক্কা না ঝালফ্রাই?
এনটিভি না চ্যানেল-আই?
রিলাক্স না বিজি?
শাড়ি না শার্ট?
Wishing from heart …
EID MUBARAKa

ঈদ মানে আকাশে নতুন চাঁদ,
ঈদ মানে নতুন কিছু পাওয়ার সাদ,
ঈদ মানে মেহেদী রাঙ্গা হাত,
ঈদ মানে আমার বাড়িতে তোমার দাওয়াত….
“ঈদ মুবারক”

পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস।
ঈদের দাওয়াত তোমার তরে,
আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত,
না করলে পাবো আঘাত।
তখন কিন্তু দেবো আড়ি,
যাবো না আর তোমার বাড়ি।
ঈদ মোবারক সবাই কে ।
“ঈদের অভিনন্দন”
সবাইকে ঈদের শুভেচ্ছা।

 


_____ঈদ মোবারক____
ঈদ মোবারক স্ট্যাটাস, ঈদের সেরা মেসেজ |
তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।

নন্দের এই সময়গুলো কাটুক থেমে থেমে।
বছর জুড়ে তোমার তরে ঈদ আসুক নেমে।
“ঈদ মোবারক”

রিমঝিম এই বৃষ্টিতে
ঈদ কাটুক সৃষ্টিতে
খুশির হাওয়া লাগলো মনে
নাচবে খুকি ক্ষণে ক্ষণে।
সাজবে সবায় নতুন পোশাক
ঈদ যেন সারা জীবন রয়ে যাক
“ঈদ মোবারক”

ঈদ মানে হাসি, ঈদ মানে আশা
ঈদ মানে তমার প্রতি আমার ভালবাসা
ঈদ মানে দূর আকাশে মিষ্টি চাঁদের হাসি
ঈদ মানে সুখ সাগরে সবাইল মিলে ভাসি
“ঈদ মোবারক”

 


শুভ রজনী, শুভ দিন
রাত পেরোলেই ঈদের দিন
উপভোগ করবে সারাদিন
ঈদ পাবে না প্রতিদিন
দাওয়াত রইলো ঈদের দিন
“ঈদ মোবারক”

কষ্টের আড়ালে সুখের হাসি
প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি
তাই প্রতিটা জীবনের প্রতিটা স্ময় শুভ হোক
সবাইকে জানাই ঈদ মোবারক

লাল শাড়ি পড়ে
হাতে চুড়ি দিয়ে
ঘুরবে যখন রিক্সায়
পাশে কিন্তু নিও আমায়
ঈদ মোবারক

আকাশের নীল দিয়ে
হৃদয়ের ছোঁয়া দিয়ে
সবুজের অরণ্য দিয়ে
সাগরের গভীরতা দিয়ে তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা
ঈদ মুবারক
ঈদ মোবারক স্ট্যাটাস, ঈদের সেরা মেসেজ |

আসছে ঈদ, চলছে গাড়ি
আমার দাওয়ার তোমার বাড়ি
অহ সরি, তোমার দাওয়াত আমার বাড়ি
হিমেল হাওয়া, শীতের দিন।।আসবে কিন্তু ঈদের দিন

আজকে বাসো ভালো
তাড়াও মনের কালি
মিষ্টি চাঁদের হাসি দেখে
হৃদয় করো আলো
ঈদ মোবারক
রাত পোহালে ঈদ
তাড়াও চোখের নিঁদ
খুশির ছটা বুকে নিয়ে দূর করে দাও জিদ
ঈদ মোবারক

নিজেকে নিজে গড়ো বিশ্বটাকে পড়ো
ঈদের খুশির খুশবু মেখে হৃদয় করো বড়ো
ঈদ মোবারক

আজ ঈদ, কাল ঈদ, সকালে ঈদ
সন্ধ্যায় ঈদ, তোমার সব মুহূর্ত ভরে
উঠুক খুশিতে আর আনন্দে।
ঈদ মুবারক

বন্ধু তুমি অনেক দূরে
তাই তোমার কথা মনে পড়ে
সুন্দর এই সময়টুকু কাটুক খুশিতে
সব কষ্ট ভুলে যাও
আপন জনের হাসিতে

আকাশের সব নীল দিয়ে
প্রভাতের সব আলো দিয়ে
সমুদ্রের গভীরতা দিয়ে
হৃদয়ের সব অনুভূতি দিয়ে
তোমাকে জানাই ঈদ এর শুভেচ্ছা

ঈদ এলো বৃষ্টী এলো
খুশির দায় মুক্ত হলো
ঈদের এখন নতুন রুপ
বৃষ্টি হলো অপরূপ
তাই তোমায় জানাই নিমন্ত্রণ

কি ভাবছো?
ঈদের এখনও কিছু দিন বাকি?
কিন্তু আমার এসএমএস যে পায়
সেদিনই তার ঈদ হয়ে যায়!
ঈদ মোবারক

 

ঈদ মোবারক স্ট্যাটাস, ঈদের সেরা মেসেজ |
 


ঈদের দিন পায়েস খাব!
খাব গরুর গোস্ত
ঘুরতে যাব তোকে নিয়ে
আসিস কিন্তু দোস্ত
ঈদ মুবারক

রোজার শেষে নতুন ঈদ
অল্প কিছু শুভেচ্ছা নিন
দুঃখ গুলো ঝেড়ে ফেলুন
নতুন কিছু স্বপ্ন গড়ুন
নতুন ঈদ নতুন আশা
রইলো কিছু ভালোবাসা
ঈদ মোবারক

এই এসএমএসে যতটা
শুভেচ্ছা ধরানো যায়
ততটাই পূর্ণ করে দিলাম
এই পবিত্র দারুন কাটুক তোমার
ঈদ মোবারক

আই এম সরি
আমাকে ভুলে যাও প্লিজ
আমি আর কিছুক্ষণ পরে চলে যাবো
আমার পরে যে আসবে তাকে
নিয়েই তোমরা এনজয় করো,
ইতি তোমার প্রিয় রমজান মুবারক
ঈদ মুবারক

ফুল ফুটছে বনে বনে
ভাবছি তোমায় মনে মনে
বলছি তোমায় কানে কানে
ঈদ মুবারক
ঈদ মোবারক স্ট্যাটাস, ঈদের সেরা মেসেজ |

কাল খুশির ঈদ
তাই চোখে নেই নিঁদ
আজ আমি বড় একা
কাল তোমায় পাবোতো দেখা
ঈদ মুবারক

লাইফকে সুন্দর কর
মনকে ফ্রেশ কর
হৃদয়কে নুরম কর
টাইমকে ইউস কর
লাভকে মিস কর
বন্ধুকে এস এম এস কর
ঈদ মুবারক বন্ধু!

সূর্য বিলায় আলো
তোমরা থাক ভালো
চাঁদ ছড়ায় জোছনা
তোমাদের প্রতি শুভ কামনা
ঈদ মুবারক

রমজান মাস এলো
রহমতের দশ দিন গেল
মাগফিরাতের দশ দিন গেল
নাজাতের দশ দিন গেল
সব শেষে মহা আনন্দের ঈদ এলো
সবার মন খুশিতে ভরে গেল
ঈদ মুবারক

 

সোনালী সকাল ,রোদেলা দুপুর
পড়ন্ত বিকেল, গোধূলী সন্ধ্যা, চাদনী রাত
সব রঙ রাঙ্গিয়া থাক আপনার
সারাটা বছর, সারাটা জীবন
এই কামনায় – “ঈদ মুবারক”
 


একদিন রোজা বল্ল হেসে
বিদ্যা আমার খুব কাছে
কষ্ট দিয়েছি অনেক দিন
কিভাবে দিব সেই ঋণ?
তাই ঈদের দিন তোমায় দিলাম
খুশি হও তোমরা সবাই
ঈদ মুবারক

রংধনু আসে রঙের টানে
সুবাস আসে ফুলের টানে
বন্ধু আসে বন্ধুত্বের টানে
মন কেটে যায় মনের টানে
ঈদ আসে খুহসির টানে
ঈদ মুবারক
ঈদ মোবারক স্ট্যাটাস, ঈদের সেরা মেসেজ |

কিছু তাঁরা মিটিমিটি জ্বলছে
কিছু স্বপ্ন ভেসে চলছে
একটা চাঁদ আলো চড়াচ্ছে
একটা রাত নিরব হয়ে গেছে
আর একটা বন্ধু
তোমাকে মনে করছে
আর মন খুলে তোমাকে বলছে
ঈদ মুবারক
ঈদ মোবারক স্ট্যাটাস, ঈদের সেরা মেসেজ |

রঙ লেগেছে মনে
মধুর এই খনে
তোমায় আমি রাঙ্গিয়ে
দিবো ঈদের খুশির দিনে
বন্ধু তুমি আইসো
আমার বাড়ি বইসো
খেতে দিব লাচ্চা
রেঢে দেবো কোরমা
ঈদ মোবারক

সর্বদা থেকো হাসিখুশি
ভুলে যাও খারাপ স্মৃতি
চতুর্দিকে ছডিয়ে দাও খুশির গান
এই আশা নিয়েই জাআনি তোমার ঈদের প্রণাম
ঈদ মুবারক

 


আকাশের নীল দিয়ে
হৃদয়ের ছোঁয়া দিয়ে
সবুজের অরণ্য দিয়ে
সাগরের গভীরতা দিয়ে তোমাকে
জানাই ঈদের শুভেচ্ছা
ঈদ মুবারক

নতুন পোশাক পড়ে নিও
বেশি করে ঈদি নিও
সেমাই খেও পেট ভরে
ঘুরো ফের মন ভরে
ঈদ মুবারক বলো প্রান খুলে

শুনে যাও ভোরের পাখি
একটা কথা বলে রাখি
আছে একটা বন্ধু আমার
মনে পড়ে সকাল বিকাল
তাকে জানাই ঈদ মুবারক
ঈদ মোবারক স্ট্যাটাস, ঈদের সেরা মেসেজ |

খুশিতে মন জুড়ে গেলো
হিংসা রাগ সব চলে গেলো
কারোন ঈদ যে চলে এলো
তাই বন্ধু সবার আগে
তোমাই জানাই


ঈদ মুবারক
যেদিন দেখবো ঈদ এর চাঁদ
খুশি মনে কাটাবোও সারা রাত
নতুন সাজে সাজব সেদিন
সেদিন হলো ঈদের দিন
আনন্দে কাটাবো সারা দিন
দাওয়াত রইলো ঈদের দিন
ঈদ মুবারক


আম পাতা জোড়া জোড়া
নতুন সব দিচ্ছে সাড়া
ভালো থেকো, সুখে থেকো
আর আমার কঠাটি মনে রেখ
ঈদ মুবারক
ঈদ মোবারক স্ট্যাটাস, ঈদের সেরা মেসেজ |

বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা
আমার জীবনে অনেক চাওয়া
ঈদ থেকে সব পাওয়া
ঈদের প্রতি তাই
এত্ত ভালোবাসা, ঈদ মুবারক


তোমায় আমি জানাই আজ ঈদের শুভেচ্ছা
আসবে কিন্তু না আসলে একদ্ম মার খাবে
কি ভয় পাইছো ?
আরে বাবা ভয় কেনো পাচ্ছ?
চলে এসো আমার বাড়ি
ঈদ মুবারক

তোমার জন্য আছে আমার এক বুক ভালোবাসা
ঈদের দিন ঘুরবো দুজনে মিটবে মনে আশা
তোমাকে জানাই অগ্রীম ঈদের শুভেচ্ছা

ঈদের দাওয়াত তোমার তরে,
আসবে তুমি আমার ঘরে
কবুল করো আমার দাওয়াত
না করলে পাবো আঘাত
ঈদ মুবারক

আমার বাড়ি আইসো
নতুন সাজে সেজে
ঈদের পোশাক দিব তোমায়
বইসো আমার পাশে
পোলাও কোরমার সাথে দিব সেভেন আপ খেতে
ঈদের দিন করবো মাস্তী দুজন মোরা মিলে
ঈদ মুবারক

ঈদের দিনে আসবে বন্ধু আমার ছোট্ট ঘরে
সম্বল যা আছে আমার দেব আসর করে
ঈদ মুবারক

ভাছি একটা কথা বল্ব কিভাবে শুরু করি ভেবে পাইনা
তবুও বলতে হয় দোস্ত ঈদের দিনে তোর বাড়িতে
খাব কিন্তু গোস্ত
ঈদ মুবারক

কষ্টের আড়ালে সুখের রাশি
প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি
তাই প্রইতটা জীবনের প্রতিটা সময় শুভ হোক
সবাইকে জানাই ঈদ মুবারক

ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিবাদ দ্বন্দ
মানে ভুলে যাওয়া যত দুঃখ ভয়
ঈদের মতোই তোমার জীবনটা হোক দীপ্তিময়
ঈদ মুবারক

কিছু কথা ন আবলা রয়ে যায়
কিছু অনুভূতি মনে মাঝে থকে যায়
কিছু ভালোবাসার স্মৃতি নীরবে কাঁদায়
শুধু এই দিন সব ভুলিয়ে দেয়
ঈদ মুবারক

তোরাই আমার বন্ধু যে
তোরাই আমার ভাই
চলনা সবাই একসাথে ঈদের দিন ঘুরতে যাই
হাসিতে খুশিতে থাকবো সবাই রঙ্গিন সারাক্ষণ
ঈদের দিন ভরে উঠবে সুখে সবার মন
ঈদ মুবারক

বন্ধুবান্ধব সবাইকে ব্লছি আমি আজ
ঈদের দিন আসবে তোমরা
করবেনা ফাকিবাজ
ঘুরবো সবাই একসাথ এঈদের দিনটা ঘিরে
চলে গেলে পাবোনা
আর এই দিন ফিরে
সবাইকে জানাই
ঈদ মুবারক

বন্ধু তোরা কইরে কই
রেডি থাকিস শীঘ্রই
আসছে কিন্তু ঈদের দিন
ঘরতে হবে সারাদিন
গার্লফ্রেন্ড নিয়া সবাই আসবি তোরা
আমি আনবো লাল একটি ঘোড়া
ঈদ মুবারক

বছর শেষে ঈদের দি যায় না থাকা একা
প্লিজ তোরা দিস বন্ধু আমার সাথে দেখা
ভালোবাসি টদের আমি আমার থেকে বেশি
ঈদের দিন তোদের পেয়ে থাওক্তে চাই হাসি খুশি
ঈদ মুবারক
দাওয়াত দিলাম তোদের তরে
আসবি সবাই আমার ঘরে
সেদিন সবাই ঘুরবো আর
মাস্তি করবো
সুখের সাথে ভেসে গিয়ে দিন্টা পার করবো
ঈদ মুবারক

 


ঈদের দিনের আনন্সটা হয়না কখনো সীমাহীন
যা শুধু রগে রঙ্গিন
দোয়া করি বন্ধু তদের
ঈদের দিনটা হোক মলিন
সুখের সাথে কাটে
যেনো সারাদিন
ঈদ মুবারক

ফুল সুবাস দেয়, দৃষ্টি মন চুরি করে
খুশি আমাদের হাসায়
দুঃখ আমাদের কাঁদায়
আর আমার এই এস এম এস
তোমাকে ঈদের শুভেচ্ছা জান্য
ঈদ মুবারক

মেঘলা আকাশ
মেঘলা দিন
ঈদের বাকি এক দিন
আসবে সবার খুশির দিন
কাপড় চোপড় কিনে নিন
গরীব দুঃখীর খবর নিন
দাওয়াত রইলো ঈদের দিন
ঈদ মুবারক

Eid Mubarak SMS 2022
 
Eid Mubarak Wish SMS Status 2022 ঈদ মোবারক শুভেচ্ছাবাণী, স্টেটাস, ক্যাপশন


শুভ ক্ষণ শুভ দিন
মনে রেখো চির দিন
কষ্টগুলো দূরে রেখ,
স্বপ্নগুলো পূরণ করো
নতুন ভালো স্বপ্ন দেখো
আমার কথা মনে রেখ
ঈদ মুবারক

 


এই ঈদ আপনার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি এবং সমৃদ্ধি!
ঈদের শুভেচ্ছা জানাই।
ঈদ মুবারক।

আল্লাহ আপনার এবং আপনার পরিবারের জন্য সুখ ও সমৃদ্ধির দরজা খুলে দিন এই প্রার্থনা রইল ।
ঈদ মুবারক
ঈদ মোবারক স্ট্যাটাস, ঈদের সেরা মেসেজ |

ঈদের এই আনন্দ যেন তোমার জীবনে আজীবন অটুট থাকে।
ঈদ মুবারক।

 

স্বর্গীয় রহমতে ভরে উঠুক আপনাদের জীবন আর ঘর ভরে যাক আনন্দে।
আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক।
তুমি আমার জীবনের একমাত্র কারণ যার জন্য আমার জীবনের প্রতিটি দিনই রঙিন লাগে। এই ঈদে তোমার জীবনও রঙিন করে তোলার কামনায় ।
ঈদ মুবারক
 


ঈদ মোবারক স্ট্যাটাস, ঈদের সেরা মেসেজ |
এই ঈদ আপনার এবং আপনার প্রিয়জনের জন্য নিয়ে আসুক অনাবিল হাসি আর আনন্দ!
ঈদ মুবারক।

পবিত্র রমযানের শেষ ঈদ এলো অনাবিল সুখ আর সমৃদ্ধি নিয়ে। সবার জীবন ভরে উঠুক ঈদের খুশিতে।
ঈদ মুবারক।
হয়ত তুমি সহস্র কারণ খুঁজে পাবে এই দিনটাকে সুন্দর করে তুলতে। এই ঈদ তোমার আনন্দ বাড়িয়ে দিক লক্ষগুণে।
ঈদ মুবারক।

জীবনের কোন কিছু নিয়েই চিন্তিত হইও না। আল্লাহ জানেন কোনটা তোমার জন্য সর্বোত্তম। ঈদের খুশিতে ভরে উঠুক জীবন।
ঈদ মুবারক।

 

অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই বন্ধু তোমায়।
ঈদ তোমার ঘর ভরিয়ে দিক খুশির আলোতে।
ঈদ মুবারক।
Code-[ 42369588 ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *