Best caption for fb
সাধারণত আমি খিস্তি মারি না,
আর যদি মেরে থাকি-তাহলে!
You deserve it
_
যেচে কথা বলি বলে,
মূল্যহীন ভেবো না।
_
যদিও গল্পটা ব্যর্থতায় ভরা,
তবুও আমি আমার গল্পে সেরা।
_
দুনিয়া থাক দুনিয়াতে,
আমি থাকি আমাতে।
_
আমি হয়তো দুষ্টু,
কিন্তু খারাপ না।
_
পড়াশুনা করে অনেক
কিছু করতে হবে আমাকে।
কিন্তু পড়াশুনাটাই
তাে ভাল লাগে না!
_
দিন আমারও আসবে শুধু সময়ের অপেক্ষা।
_
সবার সাথে তাল মিলিয়ে
চলা আমার পক্ষে সম্ভব নয়।
কারন আমি মানুষ
তবলা নই।
_
আমাকে বুঝতে গেলে,
আপনাকে বুদ্ধি GB হতে হবে।
_
তুই ঠিকই বলেছিলিস,
Yes, I Deserve Better
_
প্রতিদিন থেকে শেখা
অভিনয় আরেক পেশা।
_
আগুনকে যে ভয় পায়,
সে আগুনকে ব্যবহার
করতে পারে না।
Visit also: Bangla Attitude Captions, Status, Bio, For FB
Visit also: Facebook Attitude Caption In Bengali
নাহ!
ওটা থেকে এখন
দূরে থাকি।
_
Camera..
দিয়ে মানুষের ছবিটা
তুলা যায় But চরিত্রটা নয়!
_
একমাত্র গল্পকারই জানে,
সব চরিত্র কাল্পনিক হয় না,
সব গল্প গল্প হয় না…
_
জন্ম নিয়েছি।
কারাে মনের মতাে
হওয়ার জন্য নয়,
বরং নিজের মতাে
করে বাঁচার জন্য!
_
আমি এমন একটা তুমি চাই।
যে তুমিতে আমি ছাড়া
অন্য কেউ নাই।
_
গলেছে একটা মন,
চেনা আলিঙ্গনে!
ভিজেছে একটা মন সামান্য চুম্বনে।
_
দেখে নিস আমিও
একদিন বদলে যাবাে,
তারপর শতবার ডাকলেও
আর ফিরে আসবাে না।
_
সম্পর্ক শব্দটা খুব ছােট!
কিন্তু গড়াটা ভীষণ কঠিন!
_
প্রিয়জনকে প্রয়ােজন বানাও,
প্রয়োজনে কাউকে প্রিয়জন
বানিও না!!
_
সম্পর্ক চলা কালীন নয়,
সম্পর্ক ভাঙার পর বুঝবে,
কাকে কার কতটা প্রয়ােজন ছিল।
_
ভালােবাসা হােক কিংবা বন্ধুত্ব
পাসওয়ার্ড একটাই বিশ্বাস
_
ভালােবাসাতেও বাড়ছে রােজই
মন্দবাসার হার,
অনাদরে থেকেই বরং
বাড়ুক আবদার।
_
টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি।
_
চেনা মানুষের মুখে নতুন মুখোশ।
সময়ও তাে বদলায় ওদের কি দোষ!
_
কেউ কাউকে কিছু শেখায় না
ধাক্কা খেতে খেতে নিজেকে
শিখে নিতে হয়।
_
আগে ভালােবাসতে গেলে মন লাগতাে,
এখন যােগ্যতা লাগে…!!
Best Facebook status for you
ভেবে ছিলাম তাের রাজ্যের রাজা হবাে।
But জানতাম না।
তাের রাজ্যে প্রহরীর চেয়ে
রাজার সংখ্যা বেশি।
_
ভালো থাকিস,
বলেই আমাদের গল্পটা শেষ।
_
ভালােবাসা থেকে বিয়ের দূরত্ব,
হল বেকারত্ব।
_
কোথাই খুঁজবাে তাকে..?
সে তো হরাইনি বদলে গেছে।
_
বেশি Take Care করলে
সে তাে তােমাকে Over Take
করেই চলে যাবে।
_
মনটাও কি জিনিস বুকের
মধ্যে তাে থাকে কিন্তু আয়ত্বে থাকে না…
_
দূরত্ব বাড়লে যোগাযোগ নিভে যায়।
_
যাহারা শান্তভাবে সহ্য করে
তাহারা গভীরতররূপে আহত হয়।
_
দেখতে হয়তাে মন্দ,
তাই তাে ভালােবাসার
দরজা বন্ধ।
_
সময়কে সময় দিন
সব ঠিক হয়ে যাবে।
_
মন অনেকের ভাল হলেও
কপালটা সবার ভাল হয় না!
_
আমার এ পথে নেই
যে কোনো পাপ।
ভালােবাসাটা ছিলাে
শুধুই অভিশাপ।
_
পারলে গিয়ে স্বপ্ন কিনিস বাজারে…
মিথ্যে প্রতিশ্রুতি বিকিয়ে আসিস না।
Visit also: Attitude Caption Bangla For Facebook 2023
Visit also: Stylish Bio For Vip Facebook Account
একসময় যার হৃদয়ে থাকতাম!!
এখন তার ব্লকলিস্টে।
_
অভিমান জমে জমে
আমি আজ ব্যাথাহীন।
_
আজ হয়তাে অন্য কারাে
ভালােবাসার মানুষ তুমি,
অন্য কারাে ক্যানভাসে আঁকা ছবি..
_
ধৈর্য মানুষের উন্নতি করে।
আর মিথ্যা মানুষকে ধ্বংস করে।
_
হঠাৎ একদিন চলে
গেছাে তাতে ক্ষতি নেই।
কারণ, জীবন তবুও চলবে
জীবনের গতিতেই।
_
অবহেলায় লােহাতেও মরচে পরে,
আর, আমরা তাে
রক্তমাংসের মানুষ মাত্র।
–
অভিমানী মন
কুড়ে কুড়ে খাচ্ছে
আমায় সারাটাক্ষণ।
Bengali bio for fb
এটা আমার Attitude নয়, এটা আমার style man.
তুমি নিজেকে ভালো বলো, আর আমি তোমাকে। তাই আমরা এক নই।
আপনি যা নন, তার জন্য নিজেকে ঘৃণা করবেন না। নিজের জন্য নিজেকে ভালোবাসুন।”
আজ মুখে রুচি নেই বলে, ক্রাশ খেতে পারিনা।
আপনার কাছে যা নেই তা নিয়ে মন খারাপ করা হলো,
আপনার যা আছে তা নষ্ট করা।”
ক্লাসে না বুঝে মাথা নাড়ানো, এটাও এক ধরণের বড়ো ট্যালেন্ট!
প্রেম-ট্রেম করার টাইম নেই আমার কাছে।
ভাই-বোন হতে চাইলে নক দিও।
“আমার চিন্তা বন্ধ করুন,
মানশিক ভাবে সুস্থ থাকুন।”
“আমার জীবনের মূল মন্ত্র?
“আপনি কি ভাবলেন তাতে আমার বাল ছেঁড়া গেছে”।”
আমাকে বোকা মনে করো না।
আমি যে কি পরিমানে –
স্ক্রিনশট তুলি,
তা তুমি ভাবতেই পারবে না।
পাপ কে ঘৃণা করো,
পাপীকে নয়।
রেজাল্ট কে ঘৃণা করো,
স্টুডেন্টকে নয়।
ভালো সবাই তো থাকতে চাই,
কিন্তু মানুষ কি জানে না,
স্রষ্টা না চাইলে কেউ ভালো থাকতে যে পারে না!
হাই প্রোটিন যেমন সবার সহ্য হয় না,
তেমন –
আমাকে handle করার মতো তোর এখনো age হয়নি. ..!
হ্যাঁ আমি অভদ্র।
তো আপনি তো ভদ্র,
ভদ্র হয়ে কি ছিঁড়েছেন… শুনি?
বাহানা বানিয়ে লাভ নেই,
থাকার হলে থাকিস নাহলে ফুট নিজের রাস্তা দেখিস।
আমি রান্না করতে পারি,
সেটা আমার যোগ্যতা।
আর কেউ সেটা খেতে,
পারে না সেটা তার ব্যর্থতা।
তুই ভালোবাসিস আর নাই-বা বাসিস
আমি তো
আমার মতো রিলাক্স আছি
আর সারা জীবন থাকবো।
ভাই আমাকে নিয়ে বিচার করার আগে নিজেকে
আয়নায় একবার অন্তত দেখ ,
দেখবি নিজেকে নিয়ে বিচার করতে ইচ্ছা করবে।
খুশির খোঁজ করা বন্ধ করে দিয়েছি ,
কারণ খুশি খুঁজতে খুঁজতে নিজের
বর্তমান কে হারিয়ে ফেলছি দিন দিন।
খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে,
নিজেকে সুন্দর করে তুলতে।
ভাবছি আমার
Selfie Pic NASA তে
পাঠাবো;
কারণ আমি
একজন Star you know.
Hope you liked this collection of Bengali Caption (Best Bengali Caption). Besides, if you want to read and share some of the best Bangla Love Shayari and some other Shayari captions, you can search this website. Thank you for reading the post completely.