বাংলা ফেসবুক ফানি ক্যাপশন – Bengali Funny Jokes, Status, Caption, Photos

বাংলা ফেসবুক ফানি ক্যাপশন - Bengali Funny Jokes, Status, Caption, Photos

বাংলা ফানি Jokes

Everyone searches the internet to get funny Facebook status. To fulfill everyone’s expectations, we have mentioned Facebook Status Funny in this post today. If you want, you can download funny Facebook status very quickly from our post. So carefully check this post today and collect funny Facebook status.

 

“চাঁদ হাসলে মুক্ত ঝরে।

সূর্য হাসলে সোনা ঝরে

হ্নদয় হাসলে খুশি ঝরে

তুমি হাসলে, লাল পরে!!

ছি ছি ছি মুখ মুছো!!!”

 

“তাড়াতাড়ি তোমার একটা ফটো

Whatsapp করে পাঠাও।

খুব জরুরি।

আমরা তাস খেলছি জানিনা জোকরিটা

কোথায় হারিয়ে ফেলেছি!!”

 

 

“স্বামী:- জলদি ঘরের সব দামি জিনিসপত্র

লুকিয়ে ফেলো! আমার কিছু বন্ধু

বাড়ি আসছে।

স্ত্রী:- কেন? তোমার বন্ধুরা কি সেসব

চুরি করবে?

স্বামী:- না। নিজেদের জিনিস চিনে ফেলবে”

 

 

“দু হাত বাড়িয়ে আকাশ পানে চাও,

নিজেকে পাখি মনে হবে।

জোছনা রাতে চাঁদের পানে চাও,

নিজেকে পরি মনে হবে।

মাটির সবুজ ঘাসের পানে চাও,

নিজেকে ছাগল মনে হবে।”

 

 

“আপনি জানেন কি,

কপাল আর লুঙ্গীর মধ্যে মিল কোথায়?

দুটোই যেকোনো সময় খুলে যেতে পার!!

কপাল খুললে পৌষ মাস,

আর লুঙ্গী খুললে সর্বনাশ।”

Visit for more: ফেসবুক ফানি ক্যাপশন বাংলা

Visit for more: Bangla Funny Status,captions,quotes 2022

“আমি চোর! আমার বাপ চোর!

আমার দাদা চোর!

আমার নানা চোর!

আমার ১৪ গোষ্ঠী চোর!

আরে বোকা আস্তে পড়ো।

লোকে শুনলে তোমাকে পিটাবে!!”

 

 

“যেখানে ভালোলাগা, সেখানেই ভালোবাসা।

যেখানে ভালোবাসা, সেখানেই প্রেম।

যেখানে প্রেম, সেখানেই ব্যাথা।

আর যেখানে ব্যাথা,

সেখানেই টাইগার বাম মলম।”

 

 

“যখন তােমার একা লাগবে

তুমি চারদিকে কিছুই দেখতে

পাবে না দুনিয়া টা

ঝাপসা হয়ে আসবে।

তখন তুমি আমার কাছে

এসাে তােমাকে চোখের

ডাক্তারের কাছে নিয়ে যাবো।”

 

বাংলা ফেসবুক ফানি ক্যাপশন - Bengali Funny Jokes, Status, Caption, Photos

 

 

“আসামের মানুষরা দোষ করুক

বা না করুক তারা সবসময় আসামী।”

 

 

“বাবা:- তাের ফোনের লক টা

খুলে দে তাে।

আমি:- Fingerprint

টা ভুলে গেছি।”

 

 

“তুমি বির, তুমি দুর্জয়,

তুমি বাঙ্গালি, তুমি সাহসী,

তোমার বুকে অনেক জোর,

তুমি আমাদের গ্রামের

মুরগী চোর!”

 

 

“সন্টু বউয়ের সাথে বাজারে

হাত ধরাধরি করে ঘুরছিলাে।

তাই দেখা ঘন্টু:- বাহঃ রে ভাই

বিয়ের এত পরেও এত ভালােবাসা!

সন্টু:- ভালােবাসা না ভাই হাত

ছাড়লেই কোনাে না কোনাে

দোকানে ঢুকে যাচ্ছে।”

 

 

“লালুদা ওষুধের দোকানে গিয়ে

বললো এক বােতল বিষ দিন তো।

দোকানদার:- প্রেসক্রিপশন ছাড়া

দেওয়া যাবে না।

লালুদা নিজের বিয়ের কার্ড

দেখিয়ে বললাে এবার দেওয়া যাবে‌।

দোকানদার:- ব্যাস চুপ করে যা পাগল!

কাঁদাবি নাকি! বড়ো বােতলে দেবো

নাকি ছােটো বোতলে।”

 

 

নতুন​ বোকা বানানোর এসএমএস

“রোগ হলে ডাক্তারের কাছে যাও।

কারণ ডাক্তার কে খেয়ে বাঁচতে হবে।

ঔষধ কেনো,

কারণ দোকানদার কেও খেয়ে বাঁচতে হবে।

কিন্তু তুমি ঔষধ খেওনা,

কারণ তোমাকেও বাঁচতে হবে।”

 

 

“এইযে ভাইয়েরা শুনছেন,

কুকুরের বাচ্চারা,

শুয়োরের বাচ্চারা,

বানরের বাচ্চারা,

গাধার বাচ্চারা,

বিড়ালের বাচ্চারা,

শেয়ালের বাচ্চারা

যদি কামরায়,

তবে কোন মলম

লাগাবেন জানেন?

আমিও জানি না।”

Visit for: Bangla Funny Caption For Facebook

 

Visit for: Bangla Funny Status, Quotes, Sms 2022 Jokes

“অদ্ভুত কিছু আবেগ,

অজানা কিছু অনুভূতি।

অসম্ভব কিছু ভালো লাগা,

হয়তো বা কষ্টের ভয়,

একাকীত্ব নিরবতা।

এই নিয়ে আমাদের

টয়লেটে বসে থাকা।”

 

“এখন আমার হাতে এক বোতল বিশ।

আমি মুক্তি পেতে চাই এতো জালা

আমার আর এখন সহ্য হয় না।

জানি এটা পাপ।

এতো যন্ত্রণা আর ভালো লাগে না।

তাই যাচ্ছি ইদুর মারতে।”

“তোমায় দেখেছি ফাগুনেরো সাজে,

তোমায় দেখেছি স্বপ্ন মাঝে,

পুকুর পাড়ে, ঝিলের ধারে,

দেখেছি তোমার ২টা লম্বা ঠ্যাং,

তুমি যে আমার প্রিয় কাল ব্যাং!”

“অরে মন কথা শুন,

যাবি চলে বান্দর বনে,

বানরের মত সবাই ঝুলবি

নাকি বল?

অরে বাচাও আমায়,

একটা বানর আমার পিছু নিয়েছে।

সেই বানরটা এসএমএস পরতেছে।”

“হিমালয় থেকে নয়।

ওই দুর আকাশ থেকেও নয়।

সাত সমূদ্র​ 13 নদীর

ওপার থেকে ও নয়।

এই হৃদয়ের গভীর থেকে বলছি,

ভিশন ঠান্ডা লাগতাছে!”

“এই SMS টা..

যে পড়বা সে ১টা ছাগল

না পড়লে পাগল

Share করলে শিয়াল

না করলে বিড়াল

Forward করলে ইন্দুর

Reply করলে বান্দর।”

“ছেলে:- আমরা ২৫ ভাই বোন।

মেয়ে:- তোমাদের বাড়িতে কি পরিবার

পরিকল্পনা কমিশন থেকে লোক আসেনি!!

ছেলে:- এসেছিল তো!

প্রাইমারি স্কুল ভেবে ফিরে গেছিল!”

“কাছের পথ দুরের লাগে,

যদি সাথে কেউনা থাকে।

দুরের পথ অনেক কাছের লাগে,

যদি পিছনে একটা পাগলা কুত্তা থাকে।”

Hope you found Facebook Status Funny with today’s post. If you like today’s post, please share it with everyone. Visit our website to get more new facebook status funny.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *