Best funny status in bengali
Looking for funny Bangla Jokes? Then you have opened the right post. Because in this post we have brought 55 best Funny Bengali Jokes to make you and your friends laugh. You can easily copy or download these Bengali jokes and send them to your friends through WhatsApp.
“শুনেছি ভালােবাসার রাস্তায়
নাকি ভীষণ যন্ত্রণা থাকে!!
তাই ভাবছি ঐ রাস্তায়
একটা ঔষধের দোকান খুলবাে।”
“ম্যাডাম:- বাচ্চারা বলতাে মাছ
কথা বলতে পারেনা কেন?
সন্টু:-ম্যাডাম আমি যদি
আপনার মাথাটা জলের মধ্যেধরি
আপনি পারবেন কথাবলতে?”
“নিউটন পড়তেন, মােমবাতির আলােয়।
ঈশ্বরচন্দ্র পড়তেন, ল্যাম্প পােষ্টের আলােয়৷
শেক্সপিয়ার পড়তেন মশালের আলােয়।
প্রশ্ন হলাে তারা দিনের আলােয় করতােটা কি?”
visit also: বাংলা কমেডি স্ট্যাটাস
visit also: Bengali Funny Status, Quotes, Sms, Photo
“স্যার:- মন দিয়ে পরো, না হলো
পরীক্ষায় ফেল করবে।
ঘন্টু:- সর্বনাশ এখন কি হবে?
স্যার:- কি হইছে তাের?
ঘন্টু:- আমি তো মন অনেক
আগেই একজনকে দিয়ে ফেলছি।
স্যার:- আমাকে কেউ মারো।”
“কালু:- দাদা একটা নতুন চিরুনি
দিন তো, পুরােনােটার
একটা কাঁটা ভেঙে গেছে।
দোকানদার:- একটা কাঁটা
ভেঙে গছে বলে আবার
নতুন চিরুনি কিনবেন কেন?
ওতেই তো চুল অচড়ে
নেওয়া যায়।
কালু:-আরে না দাদা ওটাই
চিরুনির শেষ কাঁটা ছিল।”
“মেয়েদের হাঁসি মুখে, কাপড় কাচতে
আর বাসন মাজতে দেখা যায়
একমাত্র টিভির বিজ্ঞাপনেই।”
“মা:- পাশের বাড়ির ছেলে-মেয়ে
গুলােকে দ্যাখ,
ওদের দেখেও কিছু শেখ।
আমি:- ওরা আমাকে দ্যাখে?
আমি কেনাে ওদের দেখতে যাবাে।
**Flying চপ্পল Coming to Me**”
Best Funny Status In Bangla
“মাছে ফরমালিন,
মাংস সােজা ভাগাড় থেকে,
ডিম, চাল প্লাস্টিকের।
দুধে ফিনাইল সাবান গোলাজল,
সব নির্বিকারে হজম হয় যাচ্ছে।
কেমন যেন নিজেকে
ঈশ্বর ঈশ্বর হচ্ছে।”
“পুলিশ:- আগামীকাল তোর ফাঁসি।
আসামি:- কিন্তু স্যার আমার ফাঁসি
তাে আরােও একমাস
পরে হওয়ার কথা ছিল।
পুলিশ:- জেলার সাহেব বললাে
তুই নাকি ওনার গ্রামের লােক,
তোর কাজটা আগে
করে দিতে বললাে।”
read also: ৩৯ টি বাংলা হাসির ও মজার জোকস
read also: Bangla Funny Status,captions,quotes
“আমি খুব শান্ত আর ভদ্র।
শুধু সাক্ষীর অভাবে
প্রমাণ করতে পারছি না।”
“এবার থেকে প্রেম করলেও
আঁধার লিঙ্ক করাতে হবে।
যাতে কেউ একটার বেশি
প্রেম না করতে পারে।”
“ক্লাসমেটদের অনলাইন দেখলে
খুব খুশি লাগে।
কারণ তারাও আমার মতাে
পড়তে বসে নে।”
“গবীর হতে পারি,
কিন্তু তােমার মতাে
বানান ভুল পড়িনা।”
“স্বামী:- জলদি ঘরের সব দামি জিনিসপত্র
লুকিয়ে ফেলো! আমার কিছু বন্ধু
বাড়ি আসছে।
স্ত্রী:- কেন? তোমার বন্ধুরা কি সেসব
চুরি করবে?
স্বামী:- না। নিজেদের জিনিস চিনে ফেলবে”
“আমি চোর! আমার বাপ চোর!
আমার দাদা চোর!
আমার নানা চোর!
আমার ১৪ গোষ্ঠী চোর!
আরে বোকা আস্তে পড়ো।
লোকে শুনলে তোমাকে পিটাবে!!”
Mojer jokes bangla
“যেখানে ভালোলাগা, সেখানেই ভালোবাসা।
যেখানে ভালোবাসা, সেখানেই প্রেম।
যেখানে প্রেম, সেখানেই ব্যাথা।
আর যেখানে ব্যাথা,
সেখানেই টাইগার বাম মলম।”
“অরে মন কথা শুন,
যাবি চলে বান্দর বনে,
বানরের মত সবাই ঝুলবি
নাকি বল?
অরে বাচাও আমায়,
একটা বানর আমার পিছু নিয়েছে।
সেই বানরটা এসএমএস পরতেছে।”
“হিমালয় থেকে নয়।
ওই দুর আকাশ থেকেও নয়।
সাত সমূদ্র 13 নদীর
ওপার থেকে ও নয়।
এই হৃদয়ের গভীর থেকে বলছি,
ভিশন ঠান্ডা লাগতাছে!”
“এই SMS টা..
যে পড়বা সে ১টা ছাগল
না পড়লে পাগল
Share করলে শিয়াল
না করলে বিড়াল
Forward করলে ইন্দুর
Reply করলে বান্দর।”
“ছেলে:- আমরা ২৫ ভাই বোন।
মেয়ে:- তোমাদের বাড়িতে কি পরিবার
পরিকল্পনা কমিশন থেকে লোক আসেনি!!
ছেলে:- এসেছিল তো!
প্রাইমারি স্কুল ভেবে ফিরে গেছিল!”
“কাছের পথ দুরের লাগে,
যদি সাথে কেউনা থাকে।
দুরের পথ অনেক কাছের লাগে,
যদি পিছনে একটা পাগলা কুত্তা থাকে।”
Thank you for visiting our website, I hope you like the above Jokes in Bengali images. If you like it then don’t forget to appreciate our work by commenting in the comment box below.