কঠোর পরিশ্রম নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপসন ও ছবি – Hard Work Status, Caption, Quotes In Bengali

কঠোর পরিশ্রম নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপসন ও ছবি - Hard Work Status, Caption, Quotes In Bengali

This post contains the information related to diligence, hope you read the entire post. Today we will present practical quotes about hard work in this post, through today’s post you will know how important it is to work hard to achieve success in life. How hard famous people have worked to become established, they have told various quotes about hard work from their real experience for believers. So in today’s post we have highlighted some selected quotes.

The first step to achieving success is to work hard. Achieving success in life requires knowledge, intelligence, creativity and hard work. Because no matter how hard you work. If you don’t have a proper guideline towards that job, you will not be successful in the job. Knowledge is required to follow proper guidelines towards work. Then surely hard work will lead to success. It is good to remember that the fruits of one’s labor are surely sweet. So by using the talent and following the right guidelines, you can go ahead with honest work and one day you will achieve success.

Hard Work Status, Caption, Quotes In Bengali

জীবনের রাস্তাটা বেশ চড়াই হলেও ,,
চূড়া থেকে দৃশ্য টা সুন্দর ,..👍👍☀️🏖️.


সাফল্যের তিনটি শর্ত :–১)অন্যের থেকে বেশি জানুন ,..২)অন্যের থেকে বেশি কাজ করুন   ,..৩) অন্যের থেকে কম আশা করুন ,.👍👍..



আপনার ভবিষ্যৎ  নির্ভর করে ,আজ আপনি কি করছেন তার উপর ,,
কাল কি করবেন তার ওপর নয় ,.
👍🙏✊👍..



একটা কথা সবসময় মনে রাখবেন ,..  আপনি যতই কঠোর পরিশ্রম করুন না কেন ,.
কেউ না কেও  আপনারথেকেও কঠোর পরিশ্রম করছে,.
🙏✊👍..



অভ্যাস কে জয় করাই ,,জীবনের পরম বিজয় 👍🙏👍,..



একটি স্বপ্ন যাদুর মাধ্যমে বাস্তবে পরিণত হয় না,
এর জন্য   প্রয়োজন  সংকল্প এবং কঠোর পরিশ্রম,..
👍✊🙏👍.



কেবল  স্বপ্ন নিয়ে পড়ে থেকোনা ,,
সঠিক পরিকল্পনা আর অক্লান্ত পরিশ্রম তোমার স্বপ্নের বাস্তবতা দেখাবে 
🙂🙏👍,.



কঠোর পরিশ্রমই হলো সাফল্যের চাবিকাঠি ,
এর কোনো বিকল্প হয় না 
👍🙏✊👍


বিছানায় পড়ে থাকবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি ,,
বিছানায় শুয়ে শুয়ে টাকা উপার্জন করতে পারেন ,.
🏆✊👍🙏.



নিজেকে কখনো নিরাশ হবার অনুমতি দিও না 👍🙏✊🙂



নীরবে কঠোর পরিশ্রম করুন,
একদিন আপনার সাফল্য   আপনার হয়ে কথা বলবে ,..
👍🙏👍.



কোনো বড়ো কাজই ,…
কঠোর পরিশ্রম আর কষ্ট শিকার ব্যাতিত হয় না ,..
👍🙏👍✊🏆



চিৎকার করবেন না, ,…অভিযোগ করবেন না,..
কঠোর পরিশ্রম করুন এবং ,.. কিছুটা  সময় একা কাটান,.
🙏👍🙏👍.

Hard work quotes in Bengali

কঠোর পরিশ্রম নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপসন ও ছবি - Hard Work Status, Caption, Quotes In Bengali

Famous people have worked hard to achieve success and have given various quotes to inspire others. Reading all these quotes creates self-confidence and encourages work. So if you want to be hardworking these quotes will inspire you. To do every work one must acquire knowledge about that work then one day one can be successful.


জীবনে চলার পথে পড়ে আছে অসংখ পাথর ,,
এতে তোমার চলার পথ যেন থেমে না যায় ,,বরং পাথর গুলো কুড়িয়ে তৈরী করো সাফল্যের সিঁড়ি ,
✊🙏🙂👍..



কোন কিছুর জন্য আপনি যত বেশি পরিশ্রম করবেন,
তত বেশি আপনি গর্ব অনুভব করবেন, যখন আপনি এটি অর্জন করবেন, 
👍🏆✊..



পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফটের মতো ,,লিফ্ট যেকোনো সময় বন্ধ হতে পারে ,কিন্তু সিঁড়ি সবসময় আপনাকে  ওপরের দিকে নিয়ে যাবে 👍👍👍🙏

Read also: Best Motivational Quotes In Bengali 2022

Read also: Motivational Quotes, Status Bangla 2022

অনুকরণ নয় অনুসরণ নয় ,..
নিজেকে খুজুন,,,নিজেকে জানুন ,..নিজেকে তৈরী করুন ,
👍🙏👍..



কঠোর পরিশ্রম এবং সঠিক প্রস্তুতির ফলাফল হলো ভাগ্য ,..
তাই নিজের ভাগ্য বদলানোর জন্য কঠোর পরিশ্রম করে যাও ,.
👍🙏👍✊.



কঠোর পরিশ্রম ,অনুশাসন আর ধৈর্য রাখুন সাফল্য আসবেই ,👍🙏🏆👍..



আপনি ভাগ্যবান যদি আপনার কঠোর পরিশ্রম করার সামর্থ থাকে ,👍🙏👍..



আপনার লক্ষ্য সবসময় উচ্চ রাখুন এবং ,..
এখনও যতক্ষণ না সেখানে  পৌঁছাতে পারেন  থামবেন না,.
🙏👍🙏👍..



আপনার স্বপ্ন সত্যি হওয়ার আগে ,…
আপনাকে স্বপ্ন দেখতে জানতে হবে,.
👍🙏✊🌌.



কঠোর পরিশ্রম ছাড়াই সাফল্যের জন্য চেষ্টা করা,,..
ফসল রোপন না করে ,…  ফসল তোলার চেষ্টা করার মতো,,
👍🙏..



কখনো কখনো কঠোর পরিশ্রম প্রতিভাবান মানুষ  কেও হার মানায় ,,
যখন পরিশ্রম প্রতিভাবান মানুষ কঠোর পরিশ্রম করে না 
✊🙏🙏👍,.. 

কঠোর পরিশ্রম নিয়ে স্ট্যাটাস

 

কঠোর পরিশ্রম নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপসন ও ছবি - Hard Work Status, Caption, Quotes In Bengali
 

 

১। পরিশ্রম সর্বদাই সাফল্যের নিশ্চয়তা দিবে যদি তুমি ধৈর্য্য এবং নিজের প্রতি বিশ্বাস রাখো।
— শাইফালি লাধা
২। সফলতা অর্জন করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় এর কোনো শর্টকাট নেই ।তাই শুধু বুদ্ধিমান হলেই চলবে না কাজ করে যেতে হবে ।
৩। প্রাপ্তির মধ্যে কোনো প্রকার যাদু নেই। যা আছে তা হলো পরিশ্রম, পছন্দ এবং লেগে থাকা।
— মিশেল ওবামা
৪। এটা সত্যি যে তারকার সন্তান হলে অনেক বাড়তি সুবিধা পাওয়া যায়, কিন্তু তাঁদের যদি প্রতিভা না থাকে আর কঠোর পরিশ্রম না করে তবে সে হাড়িয়ে যাবে।– সোনম কাপুর
৫। কঠোর পরিশ্রম আপনাকে অর্থ প্রদান করতে পারে। নীরবতা আপনাকে শান্তি দিতে পারে। – ম্যাক্সিম লাগেজ”
৬। যিনি পরিশ্রম করেননা, তাঁর আহার গ্রহণ করবার অধিকার কি করে থাকবে? পরিশ্রম যেখানে নেই সাফল্যও সেখানে আসে না।
৭। যিনি পরিশ্রম করেননা, তাঁহার আহার গ্রহণ করিবার অধিকার কি করিয়া হইবে?- মহাত্মাগান্ধী
৮। “আমি ভাগ্যের প্রতি বিশ্বাসী এবং আমি যত বেশি পরিশ্রম করি তা আমি ততই খুঁজে পাই। – টমাস জেফারসন”
৯। প্রতিভা যদি কঠোর পরিশ্রম না করে তবে কঠোর পরিশ্রম প্রতিভাকে মারধর করে। – টিম নটকে
১০। পুরুষরা একঘেয়েমি, মানসিক সংঘাত এবং রোগে মারা যায়; তারা কঠোর পরিশ্রম করে মারা যায় না। – ডেভিড ওগিলভি”
১১। কঠোর পরিশ্রম সুন্দর জিনিসের আড়ালে লুকিয়ে থাকে। – র‌্যালফ লরেন”
১২। সমাজে অনেক প্রতিভাবান কিংবা দক্ষ মানুষজন আছেন, কিন্তু তাঁরা যদি নিজেদের দক্ষতার ওপর বিশ্বাস না রাখে তাহলে তাঁরা কঠোর পরিশ্রমে কখনোই আগ্রহী হয়ে উঠতে পারেন না ।
১৩। সমাজে অনেক প্রতিভাবান কিংবা দক্ষ মানুষজন আছেন, কিন্তু তাঁরা যদি নিজেদের দক্ষতার ওপর বিশ্বাস না রাখে তাহলে তাঁরা কঠোর পরিশ্রমে কখনোই আগ্রহী হয়ে উঠতে পারেন না ।
১৪। সমাজে অনেক প্রতিভাবান কিংবা দক্ষ মানুষজন আছেন, কিন্তু তাঁরা যদি নিজেদের দক্ষতার ওপর বিশ্বাস না রাখে তাহলে তাঁরা কঠোর পরিশ্রমে কখনোই আগ্রহী হয়ে উঠতে পারেন না ।

 

 

 “কাজের মধ্যেই মানুষের মনুষত্বের বিকাশ ঘটে। – টমাস ফুলার”

কঠোর পরিশ্রম নিয়ে উক্তি

কঠোর পরিশ্রম নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপসন ও ছবি - Hard Work Status, Caption, Quotes In Bengali

 

⭐ “কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যায়। – মার্শাল”
⭐ “অসহায়কে চাপ দিয়ে কাজ আদায় করে নেওয়া বীরত্বের লক্ষণ নয়। – বাটলার”
⭐ “কাজ আরম্ভের পূর্বে উপদেশ দাও, কিন্তু একবার স্থির মনে কার্য আরম্ভ করার পর একনিষ্ঠ মনে কাজ করে যাও; আর কোন কিছুর জন্য অপেক্ষা করে থেকো না। – সেললাস্ট”
⭐ “কিছু কাজ পৃথিবীতে রেখে যেতে চাই এবং সেটাই হবে পৃথিবীতে আসার স্বার্থকতা। – জর্জ হার্বার্ট”
⭐ “আজকের কাজ কালকের জন্য রেখে দিও না, কালকের কাজ আরাে গুরুতর হয়ে দেখা দিতে পারে। – সক্রেটিস”
⭐ “আনন্দ এবং কাজ সময়কে সংক্ষিপ্ত করে। – শেক্সপিয়র”
⭐ “কাজ যত সামান্যই হােক না কেন, পরিশ্রমী আর বুদ্ধিমান লােক তা দিয়েই জীবনে উন্নতি লাভ করবে। – বুকার ওয়াশিংটন”
⭐ “মধু মক্ষিকাকে আমরা এজন্য পছন্দ করি যে, তারা অপরের জন্য কাজ করে। – জাহেদ”
⭐ “রাতে শুয়ে দিনের কাজগুলির কথা একবার মনে মনে ভেৰাে। – শেখ সাদী”
⭐ “মানুষের কল্যাণের জন্য করা প্রতিটি কাজ সম্মানজনক। – উইলিয়াম ওয়াটসন”
⭐ “কাজ করিয়া মানুষ অপরকে কৃতার্থ করে না, নিজেই কৃতার্থ হয়। কাজ করিবার সুযােগ পাইলে বিচক্ষণ ব্যক্তি নিজকেই ধন্য মনে করেন। – শ্রীমৎ প্রণবানন্দজী মহারাজ”
⭐ “যারা কাজ না করে মিথ্যা গলাবাজী করে, অচিরেই তারা অপদার্থ হিসাবে বিবেচিত হয়। – রর্বাট লুজেন্ট”
⭐ “মৃত্যু ছোট একটি শব্দ। কিন্তু মৃত্যুকে জয় করতে হলে এমন কিছু কাজ করে যেতে হবে, যাতে মানুষ মরেও অমর হয়ে থাকে। – আর এইচ ৰারহাম”
⭐ “এই পৃথিবীতে কম বােঝা এবং বেশি কাজ করা ভালাে। – স্যামুয়েল জনসন”
⭐ “ভালাে লেখার অধিকারী না হলেও প্রত্যেককে ভালো কাজের অধিকারী হতে হবে। – জোবাট”
⭐ “প্রতিকুল অবস্থার মধ্যে কাজের চিন্তা করাই বড় জিনিস। – ডেমােক্রিটাস”
⭐ “কাজ কর্মীর স্বভাবের প্রতিচ্ছবি। – স্যামুয়েল বাটলার”
⭐ “যে কাজ করে না তার খাওয়া অন্যায়। – সেন্ট পল”
⭐ “লজ্জাজনক কাজের জন্য অনুতাপ করা জীবনের পরিত্রাণ স্বরূপ। – ডেমোক্রিটাস”
⭐ “যে কাজ করে অন্যের প্রশংসা প্রাপ্তির আকাঙ্ক্ষায় থাকে না, উহাই উৎকৃষ্ট সৎ কাজ। – বাইবেল”
⭐ “মানুষের কাজগুলিকে কোন বইয়ের সূচিপত্রের সঙ্গে তুলনা করা যায়। – টমাস”
⭐ “মন কাজগুলিই তাদের চিন্তাধারার পক্ষে ভালাে দোভাষীর কাজ করে। – লুক”
⭐ “আমাদের মধ্যে আলো ভাল কাজের জন্য শক্তি দেয়। – লাইলাহ গিফটি আকিতা”
⭐ “প্রবৃত্তিকে পরাভূত করে যে কাজ করা হয়, তাই সর্বোত্তম কাজ। – হযরত আলী (রাঃ)”
⭐ “প্রত্যেক ভালাে কাজই শুরু করা সর্বাপেক্ষা কঠিন। – স্পেনসার”
⭐ “মানুষ যে কাজ করে তার অধিকাংশই নিজেকে প্রকাশের জন্য নয়। সে হয় নিজের মনিবকে, নয় কোন প্রবল পক্ষকে, নয় কোন বাঁধা দস্তুৃরের কর্মপ্রণালীকে পেটের দায়ে বা পিঠের দায়ে প্রকাশ করে। পনেরো আনা মানুষের কাজ অন্যের কাজ। জোর করিয়া মানুষ নিজেকে আর কেহ কিংবা আর কিছুর মতাে করিতে বাধ্য। – রবীন্দ্রনাথ ঠাকুর”
⭐ “ভালাে করে চিন্তা করা জ্ঞানের কাজ, সংকল্প করা অধিকতর জ্ঞানের কাজ এবং ভালােভাবে কাজ করা বিচক্ষণতার কাজ ও সর্বোৎকৃষ্ট কাজ। – চীন দেশীয় প্রবাদ”
⭐ “অনেক কাজ একসঙ্গে করার সবচেয়ে সহজ উপায় হল, এক একটা কাজ একবার করে করা। – সিসিল”
⭐ “তরুণদের দিবার মতাে আমার তিনটি উপদেশ আছে, সে হচ্ছে কাজ কাজ আর কাজ করা। – বিসমার্ক”
⭐ “মানুষের শ্রেষ্ঠ কাজ হচ্ছে ভালাে কাজ করা। – সফোক্লিস”
⭐ “চালাকীর দ্বারা কোন মহৎ কাজ হয় না। – স্বামী বিবেকানন্দ”
⭐ “যে কাজ আরম্ভ করিয়াছ তাহা শেষ করিতে প্রাণপণ চেষ্টা কর, ক্লান্তি আসিলেও দ্বিগুণ উদ্যমে আবার চেষ্টা কর, এইরূপে ভাগ্যলক্ষ্মী তােমার প্রতি সুপ্রসন্ন হইবে। – মনুসংহিতা”
⭐ “যাদি কাজ নিতে হয়, কত কাজ আছে
                     একা কি পারিব করিতে।
        কাঁদের শিশির বিন্দু জগতের তৃষা হরিতে।
        কোন অকুল সাগরে জীবন সঁপিব
                    একেলা জীর্ণ তরীতে। – রবীন্দ্রনাথ ঠাকুর”
⭐ “প্রচারণায় যে বিশ্বাসী নয়, নিঃসন্দেহে সে কাজে বিশ্বাসী। – পিথাগোরাস”
⭐ “যারা ভেবে চিন্তে কাজ করেন, বিধাতা তাদের কাজের সুফল প্রদান করেন। – বিশপ টমাস উইলসন”
⭐ “উত্তরাধিকার সূত্রে সত্যিকারভাবে আমরা কিছুই পাই না, আমাদের কাজ আমাদের উপযুক্ত করে। – চ্যাম্প ম্যান”
⭐ “প্রত্যেক মহৎ কাজ নিজের জন্য পথ করে নেয়। – ইমারসন”
⭐ “কাজের মতো সৎ সঙ্গী আর নেই। এই সঙ্গীই তোমার জীবনে প্রতিষ্ঠা আনতে সবচেয়ে সাহায্য করবে। – উইলিয়াম ফুলউড”
⭐ “খারাপ লোকেরা তাদের অন্যায় কাজকে বারবার ক্ষমা করতে থাকে, আর ভালো লোকেরা তা পরিত্যাগ করে। – বেন জনসন”
⭐ “যারা কাজ করতে চায় না তারাই উদ্দেশ্যকে ফলাও করে তােলে। যথার্থ কাজ করতে গেলেই লক্ষ্যকে সীমাবন্ধ করতে হয়। – রবীন্দ্রনাথ ঠাকুর”
⭐ “বিনে মাইনের কাজ কাজও নয়, ছুটিও নয়, বাৱাে আনা ফাঁকি। – রবীন্দ্রনাথ ঠাকুর”
⭐ “এ জগতে যাঁরা বড় হয়েছেন, যাদের নাম করে মানুষ ধন্য হয়, যারা সংসারকে বহু কল্যাণ সম্পদ দিয়ে গিয়েছেন, তাঁরা জীবনে অনবরত কাজ করেছেন। – ডাঃ লুৎফর রহমান”
⭐ “বহু কিছু করার সংক্ষিপ্ত পথ হচ্ছে তৎক্ষণাৎ একটা কাজ শুরু করে দেওয়া। – জন ম্যাকি”
⭐ “যারা কাজ করতে চায় না, তারা কাজ করার পথ খুঁজে পায় না। – এলবার্ট হাববাড”
⭐ “কথা হল নারী, কাজ হল পুরুষ। – হারবার্ট”
⭐ “কবীর যব্ জগতমে আয়ে
                   জগতে হাসে তুম রােয়,
         এয়ছা ক্রিয়া কর চল কবির
                   পাছে না হাসে কৈ।
অর্থাৎ তুমি যে দিন এ পৃথিবীতে জন্মেছিলে তখন সবাই হেসেছিল আর তুমি কেঁদেছিলে। তােমার কজের দ্বারা এমন কর যাতে তুমি জগৎ হতে চলে যাওয়ার সময় কেও হাসতে না পারে। – ভক্ত কবীর”
⭐ “কোন বিষয়ে সাফল্যের চাবিকাঠি হল তার কাজ। কাজই বহন করে আনে তার সাফল্য। – হিটলার”
⭐ “আসক্তি শূন্য হয়ে কাজ করলে অশান্তি দুঃখ কখনাে আসবে না। – স্বামী বিবেকানন্দ”
⭐ “যে কােন কাজ করার সময় এই মনে করে তা ভালােভাবে শেষ করাে যে, এটাই হয়ত তোমার জীবনের শেষ কাজ। – জায়েজ”
⭐ “সত্যের জন্য সংগ্রাম করা, দুস্থের সেবা করা—দুটিই সর্বোৎকৃষ্ট কাজ। – টেনিসন”
⭐ “জীবন ভরে কাজ করে গেলাম বলে গৌরব করা উচিত নয়, কয়টা কাজ সুন্দর ও সুচারুভাবে নির্বাহ করলাম তার উপরেই কৃতিত্বের দাবি করা উচিত। – রিচার্ড হার্ডসন”
⭐ “যে আজকের কাজের কথা গত রাত্রে চিন্তা করে রাখে, তার কাজে ভুল ভ্রান্তি কম হয়। – থেলম টমসন”
⭐ “কর্মী যে, সে কাজ করেই তৃপ্ত হয়, কাজ করে সে কতটুকু লাভবান হল সেটা তার কাছে বড় নয়। – জেমস টমসন”
⭐ “দেশের জন্য এক বিন্দু রক্ত দান করার মতাে মহৎ কাজ আর নেই। – জর্জ ক্যানিং”
⭐ “আজকের কাজ কালকের জন্য কখনাে অবহেলা করে রেখে দিবে না। – হযরত ওমর (রাঃ)”
⭐ “শেখার সর্বোত্তম উপায় হ’ল কাজ করা। শক্তিশালী কাজের নৈতিকতা তৈরির একমাত্র উপায় আপনার হাতকে নোংরা করা। – অ্যালেক্স স্প্যানোস”
⭐ “যারা কাজ করতে নারাজ, ঈশ্বর কখনই তাদের সহায় হয় না। – সফোক্লিস”
⭐ “মানসিক পস্তুতি না নিয়ে তুমি যদি কাজ নামাে, সে কাজ কখনো সুষ্ঠভাবে সম্পাদন করা যাবে না। – ইয়ৎ”
⭐ “সমস্ত জীবনটা সার্থকতাপূর্ণভাবে যাপিত হল কিনা তা পরিমাপ করা হবে কাজের মাপকাঠি দিয়ে, বয়স দিয়ে নয়। – সেরিডন”
⭐ “মানুষের জন্য কাজ করো। – কার্ল মাস্ক”
⭐ “আজ যে রাজা, কাল হয়ত তাঁকে সিংহাসন ত্যাগ করতে হবে; কিন্তু আজকের কাজই তাঁকে মৃত্যুঞ্জয়ী করে রাখতে পারে। – স্যার ফিলিপ সিডনি”
⭐ “যে স্বতন্ত্ৰভাবে কাজ করে, অধিকাংশ সময়েই সে ভুল করে। – ইমারসন”
⭐ “শরীর তাে যাবেই কুড়োমীতে, কেন যায়? মরচে পড়ে পড়ে মরার চেয়ে ক্ষয়ে মরা ভালাে। মরে গেলেও হাড়ে হাড়ে ভেলকি খেলবে, তার ভাবনা কী? – স্বামী বিবেকানন্দ”
⭐ “আগে কাজ কর, তারপর বিশ্রাম নাও। – রাসকিন”
⭐ “সুবিমল পূর্ণ কার্য করিয়া সাধন
        ক্ষণকাল বাঁচিলেও স্বার্থক এ জীবন।
        কি ফল বাঁচিয়া বল শতবর্ষ ধরি
        ইহকাল পরকাল সৰ নষ্ট করি। – চাণক্য পণ্ডিত”
⭐ “দুঃখের ব্যথা-বেদনা থেকে বাঁচতে হলে কাজের ভিতর দিয়ে বাঁচতে হবে। – জি, এইচ, লিউএস”
⭐ “আপনি যে কাজটি করতে পারেন বলে মনে করেন, তা আপনাকে অবশ্যই করতে হবে। – এলেনোর রুজভেল্ট”
⭐ “সুন্দর স্বপ্ন দেখুন, তারপরে সে স্বপ্নগুলি বাস্তবায়নের জন্য কাজ করুন। – স্পেন্সার ডব্লিউ”
⭐ “আপনার লক্ষ্য যাই হোক না কেন, আপনি যদি কাজ করতে ইচ্ছুক থাকেন তবে আপনি সেখানে পৌঁছে যেতে পারেন। – অপরাহ উইনফ্রে”

 

 
Many people want to give captions on Facebook with hard work. So in this post we have selected some captions with hard work. If you want these captions you can post them on your Facebook. Through this post you will know the famous people’s hard work quotes. Below is the caption about the effort.
 

 

last word
We have tried to bring you today’s post with hard work quotes and hard work never goes in vain hard work status. Hope you have been able to collect your desired statuses from this post. If you like our today’s post. You can share with your friends.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *