ভালোবাসার স্ট্যাটাস ২০২৩ – Love Status, Quotes, Picture 2023

ভালোবাসার স্ট্যাটাস ২০২৩ - Love Status, Quotes, Picture 2023

Here you will find the best love statuses. If you like it, please share it with your friends. These statuses are very beautiful and unique. If this arrangement of our status with love is even slightly good, then that is our success. thank you
Welcome to the article on love status. If you are looking for love status to post on Facebook, send a message to someone, etc. then this article can be very helpful for you.
In the article, I will share with you all the wonderful love statuses and give these love statuses with pictures. Which you can easily download. You can share these statuses to your lover, wife, husband, mother.
In addition to love status, many more statuses are published on our website. Such as: love rhythm, distress status, birthday wishes etc. You can also check these statuses if you want!

ভালোবাসার স্ট্যাটাস ২০২৩


“” আমি তোমার কাছে বড়ো বড়ো উপহার চাইনা ,,
তুমি শুধুমাত্র আমার হয়ে যাও ,আমি  শুধু তোমাকে চাই 
💞💞💞 .. ..”



যাকে ভালোবাসো তাকে চোখের আড়াল করো না ,.😘❤️🥰😘..



“” তোমার সাথে যতই অভিমান করি না কেন
বিশ্বাস করো তোমাকে ছাড়া  ভালো থাকতে পারি না 
😍😍😍……”…



“” প্রত্যেক মানুষের জীবনে এমন একজন মানুষ থাকে
যার জায়গা অন্যকেও কখনো  নিতে পারেনা 
💓💕😘💑 ,,…!”



“” পুরো দুনিয়ার জন্য তুমি শুধু একজন মানুষ ,,
কিন্তু আমার কাছে  তুমিই  আমার পুরো দুনিয়া  
💕❤️💘…”



“” আমি সত্যিই খুব ভাগ্যবান    ….,,
তোমার মতো একজন মনের মানুষকে পেয়েছি  
💓💓💓….I  Love  you …”



“” ভালোবাসা শুধুমাত্র একটা শব্দ !  যতক্ষণ না  কোনো স্পেশাল
একজন মানুষ আপনার জীবনে এসে এটার মানে বুঝিয়ে দেয়  
💕💕❤️……”


. আমি যদি চলে যাই’ নীল আকাশের কাছে,,… আমায় তুমি খুজে নিয়ো’ সন্ধা তারার মাঝে,,…… একা যদি লাগে তোমার’ মনে রেখো আমায়,….. দক্ষিনা বাতাস হয়ে আমি’ ছুয়ে দিবো তোমায়,..🙂😘❤️🥰.


স্বর্গ আমি চাই না, কারণ আমি তোমাকে পেয়েছি,…
স্বপ্ন আমি দেখতে চাই না,….  কারণ তুমিই আমার স্বপ্ন,..
❤️😘🥰🙂🥰..



“” মিষ্টি প্রেম তো সেগুলোই যেখানে ভালোবাসার
মানুষ এবং বেস্ট ফ্রেন্ড একজনই হয় 
😘😘😍💓 !”



চলো, আমরা জীবনের পথটা এক সাথে হেঁটে পার করি,…
চলার পথে সব সুখ দুঃখ  আমরা ভাগাভাগি করে নেবো ,.
🥰😘🥰❤️❤️..



যে ভালোবাসা না চাইতে পাওয়া যায় ,..
তার প্রতি কোনো মোহ থাকে না ,.
🥰❤️😘🥰❤️.

Love quotes in bengali

ভালোবাসার স্ট্যাটাস ২০২৩ - Love Status, Quotes, Picture 2023

ভালোবাসা কেবল I  Love  you বলা নয় ,,আসল ভালোবাসা সেটাই ,,যখন তাকে আপনার সবথেকে বেশি প্রযোজন ,,তখন সে আপনার হাতটি ধরে ,.😘❤️🥰🙂❤️.



যখন আমি বলি,,… আমি তোমাকে ভালোবাসি,,… তখন তা আমি অভ্যাসের বশে বলি না,,… তখন আমি তোমাকে মনে করিয়ে দিই যে তুমিই আমার জীবন,..🥰❤️😘🙂❤️😘.



“” আমার জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত যখন তোমার সাথে কথা বলি🌹😍😍💞 “



“”   সত্যিকারের  ভালোবাসা তো সেটাই 😍😍,,
দূরে থাকার সত্ত্বেও  প্রতি মুহূর্তে তার কথাই মনে পড়ে   
😌💓💕……”



তোমায় নিয়ে স্বপ্ন আমার ,,তোমায় নিয়ে যত আশা ,,
তোমাকে দিলাম আমার হৃদয় ভরা ভালোবাসা ,
🥰❤️😘🥰❤️



তোমারই ছিলাম ,..তোমারই আছি আমি ,.❤️🥰😘🙂🥰.



“” তোমার মুখটা ভেবেই ঘুমাতে যাই প্রতিনিয়ত ,….

এরই নাম বুঝি ভালোবাসা 😘😘😘😍,!”



.”” সব ছেলেরাই এমন একটা মেয়েকে জীবনসঙ্গী হিসেবে
খোঁজে  যে তাকে মনে করিয়ে দেবে সব মেয়েরা একরকম হয় না  
😍😍❣️❣️ ……”



হ্যাঁ  আমি ভালোবাসতে জানি না ,,
কিন্তু যতটুকু ভালোবাসিছি  শুধু তোমাকেই ভালোবেসেছি  
💞💞💓,,,…!

Visit also: Bengali Love Quotes 2022 In Bangles

Visit also: Love Caption Bangla For Fb 2022

“” আমি সত্যিই খুব ভাগ্যবান রে ,,..
তোর মতো একজন মনের মানুষকে আমি পেয়েছি 
😍😍😍,”



যে মানুষ হাজার কষ্টের মাঝেও ,তার প্রিয় মানুষ টিকে মনে রাখে,..  সে সত্যিকারের অর্থে ঐ প্রিয় মানুষ টিকে ভালোবাসে ,..সে তাকে কখনো ভুলতে পারেনা ,🥰🙂❤️😘❤️..


” “তোমার কোনো কথাতেই খারাপ লাগে না ,,
কি জানি তোমাকে কতটা ভালোবেসে  ফেলেছি 
💕💕💕,….”



চোখে চোখ মিলে গিয়ে ভালোবাসা হয় ,..
আর দুটি মনের মিলনে হয় এক হৃদয় ,.
🥰❤️😘🥰..



“” জানিনা  সুখ কাকে বলে ,,….শুধু জানি তোর মুখটা একবার দেখলে,,
… মনটা আনন্দে ভরে যায়  …. I  Love You .
😘😘❤️❤️💘..!!!”


“” তোমাকে ছাড়া আমার জীবনটা  অসম্পূর্ণ 💕💕❤️❤️ …..”



“” তোমার সাথে কথা না বলে থাকতে পারিনা এই জন্যই তো
সবসময় তোমায় miss  করি ,…..I  LOVE  YOU 
😍😍😍💘,…”



তুমি বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে মনে হয় আকাশের বুকে কেউ যেন জল ছবি  এঁকে যায় ,… তুমি হাসলে বুঝি মনে হয় ,,স্বপ্ন আকাশে পাখি ডানা মেলে দেয় ,..🥰❤️😘❤️🥰.!!



“” মিষ্টি প্রেম তো সেগুলোই যেখানে ভালোবাসার মানুষ  এবং বেস্ট ফ্রেন্ড একজনই হয় 💕💕💕 !!”



“” তোমার থেকে ভালো কাওকে চাই না!….
আমি তোমাকে চাই। 
💓💓💑……. “

Love is beautiful quotes

ভালোবাসার স্ট্যাটাস ২০২৩ - Love Status, Quotes, Picture 2023

“” তোমার থেকে আমার বেশি কিছু চাওয়ার নেই ,,,
শুধু আমাকে একটু ভালোবাসা  আর সময় দিও ,,,আমি এতেই খুশি 
😍😍💕,,,”



“” সব মেয়েরাই এমন একটা ছেলেকে জীবনসঙ্গী হিসেবে খোঁজে
যে তাকে মনে করিয়ে দেবে সব ছেলেরা একরকম হয় না 
😍😍💓💓 ……”



“” bye  বলার পরেও মোবাইলের দিকে তাকিয়ে …..
Reply  পাবার আসা করাটাই হয়তো ভালোবাসা .
😘😘😘💘💘…  “

 




তুমি চাঁদ নও ,,তবে চাঁদের আলো ,..তুমি ফুল  নও ,,
তবে  ফুলের সৌরভ ,..তুমি যদি নও ,,তবে নদীর ঢেউ ,,তুমি অচেনা নও ,,তুমি আমার চেনা কেউ ,.
😘🥰❤️😘🥰..



আমি ছিলাম,… আমি আছি ,… আমি থাকবো শুধু তোমারিই  জন্য ,..😘❤️🥰😘.



“” যে তোমাকে সত্যি খুব ভালোবাসবে ,….সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না ,.. হয়তো অভিমান করে কথা বলবে না ,,,,তবু সে সারাক্ষন  শুধু তোমাকেই মিস করবে 😘💓💓🌹,,,!!! যেমন আমি ,…!!”



“” প্রকৃত ভালোবাসা তো সেটাই যাদের রাগ করতেও
যেমন  দেরি হয় না আবার রাগ ভাঙতেও  দেরি হয় না 
💘💘💘 ” 
 

Best love status for you

 
১। খুঁজে দেখো হ্রদয় মাঝে,,,,, আমি আছি স্বপ্নের সাঁজে,
তোমার ওই চোখের তারায়,,,,,,, হাজারও স্বপ্ন এসে দাঁড়ায়,
সুখের সেই স্বপ্নের মাঝে,,,,,,,, পাবে সারাজীবন তুমি আমায় ।
২। একটা কথা বলি তোমায়,,,,,,, শোনো কানে কানে
সারা জীবন সারাক্ষন,,,,,,,, থাকো আমার প্রাণে
ভালোবাসা কেনো এমন হয়,,,, তোমার আশায় কেন মন পড়ে রয়।
শুধু স্বপ্ন সাজাই চোখের পাতায়—– আই লাভ ইউ।
৩। প্রেম মানে মনের টান,,,,,,,, প্রেম মানে একটু রাগ একটু অভিমান,
দুইটি পাখির একটি নীর,,,,,,,,,,, একটি নদীর দুইটি তির।
দুইটি মনের একটি আশা তার নাম হলো ভালোবাসা।
৪। প্রেম হলো হাজারো কবিতার চরন গুলি,,,,, প্রেম হলো শিল্পির আঁকা রংতুলি,
প্রেম হলো সুদুর আকাশের তারা গুলি,,,,, প্রেম হলো আমাবস্যার রাতে জোসনা পাওয়া,
প্রেম হলো অন্ধবিশ্বাসে তোমার কাছে জাওয়া,.,,,, প্রেম হলো অভিমানি হয়ে একটু বসে থাকা।।
৫। তোমার মন দোয়ারে তাকাই বারে বারে,,,,,,, দেখি স্বপ্নরা ফিরে ফিরে আসে।
  সুখ-দুঃকের নায়ে আজ পাল উড়িয়ে,,,, মন দুলে যায় অনন্দ বিলাসে। ।
৬। পাষান দুনিয়ার পাষান মানুষ,,,,,,,,,, স্বার্থের বিনিময়ে সবাই বেহুশ,
দুরে গেলে অভিমান কাছে এলে অভিনয়,,,,,,, মানুষ যে নিষ্টুর এটাই তার পরিচয়।
৭। হারিয়ে যেতে মন চায় যেখানে রয়েছে তোমার ভালোবাসার নীড়। আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই সারাটা জীবন।
৮। হ্রদয়টা দিলাম তোমার হাতে,,,,,,,, যত্ন করে রেখো।
হৃদয় মাঝে ছুট্ট করে আমার ছবি একো।।
স্বপ্নগুলো দিলাম তাতে,,,,,, আর ও দিলাম ভালোবাসা,,,
স্বপ্নের সাজে সাজিয়ে নিও আমার সকল আশা।
৯। চোখেতে কথা মুখেতে হাসি,,,,, মন বলে শুধু তোমায় ভালোবাসি।
হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি একো।
স্বপ্নগুলো দিলাম তাতে,,,,,,, আর ও দিলাম আশা.
মনের মত সাজিয়ে নিও আমার ভালবাসা।
১০। নীল আকাশে তারার মেলা,,,,, মধ্য রাতে চাদের খেলা।
মিষ্টি সকাল শিশির ভেজা,,,,,,,, শুধু দেখো আমার প্রেমে কতোই না মজা।।
❤️ ভালোবাসার রোমান্টিক স্ট্যাটাসঃ
১১। তোমার একটি চোখের আড়াল হলে,,,,, আমার মন ভেঙ্গো না।
তোমার মনের আড়াল হলে,,,,, করো প্রেমে পড়ো না।
একটু খানি দুঃখ পেলে,,,,,,,, আমায় ভুল বুঝো না।
১২। মেঘলা বরণ অঙ্গ জুড়ে আমায় তুমি জড়িয়ে নিলে,,,,,,,,
কষ্ট আর পারবে নাকো তোমায় অকারণে কষ্ট দিতে।।
১৩। দেখা যদি না হয় ভেবোনা দূরে আছি,,,,,, কথা যদি না হয় ভেবোনা ভূলে গেছি।
কনোদিন না হাসি যদি ভেবোনা রাগ করেছি,,,,,, যদি ফোন না করি ভেবোনা হারিয়ে গেছি।
মনে রেখো আমি তোমায় অনেক অনেক ভালোবাসি। লাভ ইউ জানু।
১৪। স্বপ্নের রানী ,রূপের রানী কোথায় তুমি যাও?
তোমার সাথে সঙ্গী করে,,,,,, আমায় নিয়ে যাও.
কি সুন্দর হাসি তোমার,,,,, যেন মায়া ভরা,
তোমায় পেলে সত্তি আমি,,,,,,, হব দিশেহারা।
১৫। কখনও কখনও মনে হয়,,,,,,,, তুমি আমার সব।
তোমাকে না দেখিলে হয় কষ্ট অনুভব ।
স্বপ্ন বুনি রাশি রাশি,,,,,,,,,,, তোমায় নিয়ে দিবানিশি
আই লাভ ইউ।💔
১৬। তুমি আমার অন্ধকারের আলো,,,,,,,,, মিষ্টি ঝরে কানের দুলে
রোদ মাখানো সকাল জমে…………..তুমি আমায় বাসো ভালো ।।
১৭। একটু একটু প্রেম আর একটু একটু সুখ,,,,, এই ভালোবাসা পেয়ে ভরে গেছে আমার বুক ।
অনেক কষ্টের পরে পেয়েছি তোমায়———– তাই, আর হারাতে চাইনা তোমাকে কোন অবেলায় ।
১৮। স্বপ্ন দিয়ে আকিঁ আমি সুখেরসিমানা,,,,, হ্রদয় দিয়ে খুজি আমি মনের ঠিকানা।
ছায়ার মত থাকব আমি শুধু তোমার পাশে,,,,, সে যদি বলো আমায় সত্যি ভালবাসে।
১৯। চুপি চুপি বলি তোমায় প্রিয়তমা,,,,,,,, আমায় ছেড়ে যেন দুরে যেওনা!!
তুমি আছো আমার হৃদয়ের একদম গহীন বনে……তোমায় ছাড়া আমি থাকতে পারবনা এই ভুবনে।
২০। আমি দেখবনা আর স্বপ্ন দানা ওই নিল সীমানায়,,,,,আমি খুজবো না আর তোমায় কষ্ট সৃতির পাতায়-
বলবনা আর কোন দিন ভালোবাসো আমায়,,,,,,,, এভাবেই কষ্ট নিয়ে একদিন ভুলে যাব তোমায়।
রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস:
২১। তুমি ভাবনা যে, তুমি ভালোবাসবেনা বলে আমি নিস্য হয়ে গেছি। মোটেই না——-
ঐ নিস্য হব যেই দিন,,,,,, আমার হৃদয়ে তোমার জন্য আর কোনো ভালোবাসা থাকবেনা।

Visit also: Bengali Sad Love Status, Quotes 2022

২২। আমি প্রেম কি জানিনা,,,,,,, আমি প্রেম কি বুঝিনা!
মন কেন তোমার জন্য শুধু জ্বলে। কি জানি হায় কোন আগুনে,,,,,,,,,,,,মরিবো একদিন এই ফাগুনে।।
২৩। বন্ধু মানে সুখের সাথী,,,,,,, বন্ধু মনে রাগ,,,,,,,, বন্ধু মানে সুখ-দুঃখের সমান সমান ভাগ।
বন্ধু হলো হালকা হেসে চোখের কোনের জল,,,,,,,,,,,বন্ধু হলো মনে পরলে ছোটবেলার কাল।
২৪। ভালোবাসি তোমায় এই অন্তর জুড়েজুড়ে,,,,,,,,,,, তুমি ছাড়া বলতো থাকি কি করে।
অন্তরে আমার জন্মানো তোমার ভালবাসা। তুমি যে আমার ১ম ও শেষ ভালোবাসা।
২৫। জোনাকি হলো রাতের বাতি,,,,,,,,,, স্বপ্ন নাকি ঘুমের সাথী।
মন হলো একটা মায়াবী পাখি,,,,,,,,,,,বন্ধু নাকি সুখ দুখের সাথী।
২৬। যদি জানতাম তোর কষ্টের কারন হব। তাহলে সত্যি বলছি আমি কোনোদিন তোর জীবনে আসতাম না !! শুধু দুর থেকে ভালোবেসে যেতাম।
২৭। চোখের অশ্রু সবাই দেখে কিন্তু হ্রদয়ের কষ্টটা কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছু দিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা তাখে সারাজীবন। আর সেটা কোনদিনও ভুলা যায়না..!
২৮। হয়তেো কাউকে পেয়ে তুমি সুখি,,,,,, আমি হয়তো তোমাকে হারিয়ে দুঃখী। কিন্তু তোমার আর আমার মাঝে পার্থক্য শুধু এটাই অভিনয় করে তুমি জিতেছো। আর আমি ভালোবেসে হেরেছি।
২৯। আকাশের কষ্টগুলো মেঘহয়ে ভাসে। মেঘের কষ্টগুলো বৃষ্টি হয়ে আসে।
পাথরের কষ্ট ক্ষয়ে ক্ষয় হয়ে পরে——আর মনের কষ্টগুলো অশ্রু হয়ে ঝরে..,,,,
৩০। গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে………….. নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে।
রাত্রির- কষ্ট- হয় – চাদঁ- ডুবে- গেলে………….আর মানুষের কষ্ট হয় তার আপনজন ভুল বুঝলে।
প্রেমের রোমান্টিক ছোট স্ট্যাটাস ও ক্যাপশন
৩১। আকাশ সুন্দর চন্দ্র তারায়, বাগান সুন্দর ফুলে। আমি সুন্দর তোমার প্রেমে,,, যদি না যাও ভুলে।
৩২। ভালোবাসা স্ট্যাটাস দিয়ে হয় না,,,,, ভালোবাসা হ্নদয়ের গহীনে থাকে।
৩৩। আবেগ গুলো বুকে পুষে স্বপ্ন দেখি রোজ,,, হইতো কোন রাজকুমারী নেবে আমার খোজ।
৩৪। চাদঁ সুন্দর ফুল সুন্দর আরও সুন্দর তুমি, তোমায় পেয়ে দুনিয়াতে সব পেয়েছি আমি।
৩৫। ভালোবাসা হল এমন একটি শ্বাস,, যাতে শুধু খাটে দুজনার বিশ্বাস,,,, এটি হল ছোট্ট সুখের বাসা তাইতো এর নাম রাখা হয়েছে ভালোবাসা।
৩৬। হাতে হাত রেখে আমি দেব তোমায় কথা, ভালবেসে কোনদিন দেব না গো ব্যথা। ভালোবেসে আমায় তুমি করে নাও আপন, তোমায় আমি রাখব বুকে করিয়া যতন। গরমে শীতল পাটি, শীতে হব কাঁথা, রুদ্রে হব ছায়াপথ বৃষ্টিতে হব ছাতা। বিপদে বন্ধু হব,, কষ্টে ভাগীদার জ্যোৎস্না হয়ে থাকব পাশে নামবে না আধার।
৩৭। প্রেম আমারে করেছে কবি, হ্রদয় মাঝে তোমার ছবি, তুমি সকল কাব্যে উৎস হে প্রেম দেবী।
৩৮। স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে চলে যায়। প্রেমের ইতিহাসে কেবল গল্প লেখা রয়।
৩৯। খুজেছি তোমকে আকাশে-বাতাসে, খুজেছি চন্দ্র তারায়। অবশেষে পেয়েছি খুজে আমার গহীন হ্রদয়ে।
This was our today’s article on love status. Hope you found a love status that you like from this article. And comment to tell what is that status.
If possible share the article with your friends. So that they too can easily get a love status according to their choice from here. Visit TBN regularly for more such status articles. Thank you for taking the time to read the article with us.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *