ভালবাসার কষ্টের স্ট্যাটাস, ক্যাপশন, ছবি ২০২৩ -Sad Love Status In Bengali 2023

ভালবাসার কষ্টের স্ট্যাটাস, ক্যাপশন, ছবি -Sad Love Status In Bengali 2023

Suffering is a feeling that is inherent in every human life. Every person cannot express their pain in words, so they express their pain with the help of different sad quotes. However, it is difficult to find a meaningful quote that will accurately express your state of mind. There is a great abundance of quotes about suffering in our collection of quotes.

The term suffering is described in various ways through this quote which is bound to be heartwarming for all of you. To share sad quotes in Bengali with your friends or on social media, come to our page today and easily copy them and share them with your friends. Mentioned below are some such pain quotes and statuses that will each express your feelings.

ভালবাসার কষ্টের স্ট্যাটাস, ক্যাপশন, ছবি

১. “” আমি জানি তুই আমার সাথে কথা না  বলে ভালো আছিস, ….
কিন্তু একবার তুই ভেবে দেখেছিস   যে আমি কেমন……. আছি 
😞😞😞😞। ..”



২. “” জীবনটা হেডফোনের মতো হয়ে গেছে ,……
যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো হয়েই যায় 
😞😞😞 …। ….”


৩.”” একদিন আসবে…. তখন তোমাকে…
বার বার বিরক্ত করার জন্য কেও থাকবেনা 
😩😩😩😞



৪. আর কখনো জানতে চাইবো না ,,,
তুমি ভালোবাসা এই আমায় ,
😔😩😥😔



৫. কষ্ট আমারো হয়  …
শুধু চিৎকার করে কাওকে বলতে পারিনা
😞😞😞😞 …….



হতে পারি আমি সবার অপ্রিয় ,,
কিন্তু কখনোনো কারোর ক্ষতি চাইনি ,
😔😔😔😥..


৬. ” তুমি ততটাই ফিরে পাবে তুমি যতটা দিবে
সেটা ভালোবাসা  হোক বা কষ্ট. 
😞😞😞😞 “


৭. “” আজ আমি  তোমার কাছে শুধুই ……
অবহেলার পাত্র 
😟😟😟😞


৮. জন্ম হয় একবার ,,মরণ হয় একবার ,..ভালোবাসা হয় একবার ,,মন ভাঙে একবার ,,,সবকিছুই যদি একবার হয় ,,,তবে আমি কেন তাকে বার বার মিস করি ,😔😔😔😥😩..



৯. “” তোমাকে খুব বিরক্ত করি তাই না ? এমন একদিন আসবে ,….. যেদিন তোমার সব থাকবে,…  কিন্তু  তোমাকে  বিরক্ত করার জন্য ,… আমিই   থাকবো না  😞😞😞😞,  …..”




১0. “” তোকে ভালোবেসে হারিয়ে গেছে হাসার অধিকার।……..
এখন কান্না টুকুই বাঁচার সম্বল আমার 
😩😩😭। ..”



১১. “” সুখে থাকার অভিনয় টা  সবার সাথে
করা গেলেও নিজের সাথে করা যায়না   
😞😞😞😞



১২. “” যতই বড়ো হচ্ছি ততই জীবন থেকে প্রিয়
জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে   
😞😞😞!”



১৩. “” কাওকে কাঁদিয়ে তুমি যতই সুখে থাকো না কেনো মনো রেখো
তোমার নিয়ত একদিন তোমাকে ঠিকই  কাঁদাবে. 
😞😞😞😭😭 “



১৪. “” ছেড়ে দিয়েছি তোকে …..
তুই খুশি তো   
😞😞😞?”



১৫. “” সত্যি ভাগ্যটাও আজব  …
যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন  
😞😞😞😞…!  “



১৬. “” যে কপালে লেখা আছে দুঃখ . ,,,
সে কপালে সুখের আশা করি কিকরে. 
😩😩😩 “




১৭. “” তোমার থেকে দূরে থাকতে ইচ্ছে হয়না আর কারো
কাছে থাকবো সেই ভাগ্যও করিনি,
😩😩😩…..”




১৮. “” সারাদিন মনের সাথে অনেক যুদ্ধ করে ভুলে থাকি ……..,
কিন্তু হেরে যাই ,,রাতের অন্ধকারে .
😞😞😞😟😟….”



১৯. “” তোমাকে পাওয়া আমার ভাগ্যে নেই ,,
সেটা আমি বুঝি ,,কিন্তু আমার মন বোঝেনা .
😞😞😞….”

Read also: Koster SMS Caption Bangla For Facebook

Read also: Bangla Sad Emotional Quotes SMS

২০. “”অবহেলা মানুষকে কষ্ট দেয়না……..
মানুষকে বদলে দেয় 
😞😞😞



২১. “” যে মনে ছিলে  তুমি ছিলোনা আর কেও …….
সে মনে আজ শুধু বেদনারই ঢেউ   
😩😩😩😞

Sad love status 2023

ভালবাসার কষ্টের স্ট্যাটাস, ক্যাপশন, ছবি -Sad Love Status In Bengali 2023


Depression happens to all of us. And when the mind is upset, there is a lot of sadness, pain, pain in the heart.. In this digital world, we often share our feeling of pain through Facebook Status or What’s app Status. But for that, special status is required, so today we have brought Best Sad Status, these sad statuses are designed only for you..


“” পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায়   😩😩😞😞😞



“” জীবনটা বড়ো  কঠিন……….
তোমাকে ছাড়া. 
😩😩😩😭   “


“” কাওকে কখনো মিথ্যা আশা দেখিয়ো  না  কারণ সে
তোমার মিথ্যা আশা নিয়ে বসে থাকবে. 
😞😞😞😟😟 “



“” তুমি চলে যেতে পারবে কিন্তু তোমার সাথে জড়িয়ে
থাকা স্মৃতি গুলোকে নিয়ে যেতে পারবেনা সেটা থাকবে আমার বুকে 
😞😞😞😞



“” ভুলে যেতে আমিও হয়তো পারতাম ……
যদি তোর মতো মিথ্যে অভিনয় করতাম. 
😞😞😞😞😢 …”



“” স্বার্থের দুনিয়ায় …
নিঃস্বার্থ  ভালোবাসাও  অন্যায় 
😩😩😩…….!!!”


“” জীবনে কাওকে ভুলে যাওয়া যদি এতটা সহজ হতো তাহলে  … .
আমি অনেক আগেই তোমায় ভুলে যেতাম. 
😟😟😟😩😩। “
 


“” ভুল করলে বকিস কিন্তু কথা বলা বন্ধ করিস না 🙄🙄😞😞 …”



“” যখন মায়া বাড়িয়ে লাভ হয়না তখন ……
মায়া  কাটাতে শিখতে হয়. 
😞😞😞 “



ভালোবাসার মানুষ এতো ভালো কেনো যে কোনো
কিছু চাওয়ার আগেই  দুঃখ কষ্ট বেদনা দেয় 
😔😔😔😩😥,..



“” জীবন কারোর জন্য থেমে  থাকেনা কিন্তু মনটা মাঝে মাঝে থেমে  যায় ……
প্রিয় মানুষটার জন্য. 
😞😞😞 “



“” তুমি জানো  ?………মাঝে মাঝে খুব কষ্ট হয়।😩😩😩😟 …”




” ” এমন কিছু কষ্ট আছে যা কাওকে দেখানো যায়না। …সেই কষ্ট স্বপ্ন ভেঙ্গে দেয়   .কেড়ে নেয় সুখ   আর তা হলো প্রিয় মানুষটির দেওয়া কষ্ট. 😞😞😞😨 !”


” ” ব্যাথা টা আজ বুকে হয়না আর ,,এখন আমি বাঁচতে শিখে গেছি …কে বলেছে মৃত্যু একবার হয় ?     এক জীবনে আমি বহুবার মরেছি.  😔😞😞।… .”



কে রাখে কার খোঁজ ,,
নতুন কাউকে পেলে সবাই নিখোঁজ ,.
😩😔😩😥..



“” তোর খুশির জন্য তোকে ছেড়ে যেতে রাজি আছি  ,,,
কিন্তু তোকে ভুলবো কিভাবে   ??
😫😫😫


“” হাসি মুখে কথা বলি। …..সবার সাথে  মিশে চলি। …দুঃখ পেলে গোপন রাখি সবই ভাবে আমি সুখী। …আসলে আমি  সুখী নয় …আমার জীবনটা সুখে থাকার অভিনয়😞😞😞……”



“” আমি এতটাই খারাপ হয়েগেলাম  যে ,,….
আমার সাথে কথা বলতে আর ইচ্ছা করে না  ..তাই না 
😩😩😩 ?? “



“” মানুষ তখনই  বদলে যায় যখন তার  স্বপ্ন গুলো ভেঙ্গে যায়   .😞😞😞😞😭,,,”

Sad love sms for you

ভালবাসার কষ্টের স্ট্যাটাস, ক্যাপশন, ছবি -Sad Love Status In Bengali 2023

“”আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে গেলে   ..
এমন একদিন আসবে এরচেয়ে বেশি ঠকবে তুমি 
😩😩😩



তোমার দু হাত জুড়ে আজ কবিতা লেখা ,,,মেহেদির মতো রং আজ সারা বেলা ,,স্বপ্নের ছোয়া লাগছে যেনো আজ চাঁদে ,,তবু চাঁদ তো আজ অনেক দূরে ,,তাই তোমাকে মনে পড়ে ,.😔😔😔😥.



“” মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না ,…
যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয় 
😥😩😩😩  !”


“” চিন্তা কোরোনা আমি তোমাকে ছাড়া বাঁচতে শিখে গেছি 😞😞😞😞


.”” দমকা হওয়ার মতো এসেছিলে আবার দমকা হওয়ার মতো চলেও গেলে কিন্তু সেই পুরোনো স্মৃতিগুলো শুধু আমাকেই দিয়ে গেলে. 😞😩😩😩 “


“” আমার পরিস্থিতি  যেমন  হাজার দুঃখ  হলেও  মুখে একরাশ   হাসি নিয়ে বলা ….,,
হ্যাঁ   আমি ভালোই আছি 
😞😞😞😞 !!”


কান্না লুকিয়ে যে হাসতে শিখে গেছে ,,
তুমি তাকে আর কাঁদাতে পারবে না ,
😔😔😏😏..


“” ভালোবাসার জগতে কিছু প্রিয় যদি থাকে তার নাম  …..বেদনা 😩😩😩


“” সারাজীবন একটা আফসোস থেকে যাবে,….
যাকে  সবটা দিয়ে ভালোবাসলাম…. তাকে পাওয়া  হলো না 
😩😩😩😩


“” বিশ্বাস হারিয়ে ফেলেছি ,ভরসা আর কাওকে করিনা ,,
কারণ আমি এটা বুঝে গেছি যে এই পৃথিবীতে কেও কারোর নয়  সবাই স্বার্থপর  
😔😔😔!”



“” কখনো ভাবিনি তোকে এতটা ভালোবেসে ফেলবো. 😞😞😞😞 “


“” যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায় ,,,
কিন্ত যে আঘাত পায় সে শত চেষ্টা করলেও ভুলতে পারে না 
😭😭😭😭 !”





না কোনো অভিযোগ নেই ,,,না আছে কোনো অভিমান ,,,
শুধু ভালোবাসাটা আজও আছে ,,,আড়ালে ঠিক আগের মতো ,…
😔😥😔😔😩



“” অন্য কে কাঁদিয়ে কেও কখনো  সুখী হতে পারেনা. 😞😞😞😢 “


“” হাতের আঘাত শরীরে লাগে  ……….!
তবে কথার আঘাত   লাগে মনে.  
😞😞😞😢😢। ….!.”



“” একসময় মনে করতাম ,,…কাওকে ভুলে যাওয়াটা খুব কঠিন ,,…কিন্তু আজ বাস্তবের সামনে দাঁড়িয়ে বলছি   ,,…ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড়ো কঠিন  😟😟😟,,”


“” শব্দ ছাড়া কান্না গুলো,,,,,….. খুব বেশিই কষ্টকর   😩😩😩😭!!!”
 

Sad quotes, picture for you

ভালবাসার কষ্টের স্ট্যাটাস, ক্যাপশন, ছবি -Sad Love Status In Bengali 2023

 

 

তোমার দু হাত জুড়ে আজ কবিতা লেখা,
মেহেদির মতো রং আজ সারা বেলা,
স্বপ্নের ছোয়া লাগছে যেন আজ চাঁদে,
তবু চাঁদ তো আজ অনেক দূরে,
তাই তোমাকে মনে পরে।
জন্ম হয় একবার মরণ হয় একবার,
ভালোবাসা হয় একবার, মন ভাঙে একবার,
যদি সব কিছু হয় একবার,
তবে আমি কেন মিস করি বারবার?
হাজারো বেস্ততার মাঝে তোমার কথা ভাবি,
খুলি দেখো দুটি আঁখি,
নীল আকাশে উড়ছে পাখি,
পাখিরা সবাই গান গেয়ে শুনাই
আমি এখন ভাবছি তোমায়।
আমি হটাৎ শুনলাম কেউ আমার
কানেকানে তোমার কথা বলছে,
তাকিয়ে দেখলাম কেউ নাই! তারপর আমি বুঝলাম,
ওটা তো আমার হৃদয় বলছে: আই মিছ ইউ।
কার বেশি ভুল ছিল জানিনা, হয়তো তোমার,
নয়তো আমার, একাকিত্ব আর নীরবতা কে সাক্ষী
রেখে এতটুকু বলতে পারি আজও অনেক মিস করি তোমায়।
হৃদয়ের মাঝে তুমি দিয়েছো দোলা,
তোমাকে কখনো যায় কি ভোলা,
তাইতো আমি তোমায় মিস করি সকাল সন্ধ্যা বেলা।
~আই মিস ইউ~
একটি মানুষের একটি মন, কেউ পর কেউ আপন,
কেউ কাছে কেউ দূরে,কেউবা আবার হৃদয় জুড়ে,
তোমায় শুধু মনে পরে, কেন তুমি অনেক দূরে?
নিষ্ঠূর তুমি, কেমন তোমার মন?
কিভাবে থাকতে পারো ভুলে সারাক্ষন?
মনে কি পড়েনা একটুও আমাকে?
তুমি কি জানো কতটা মিস করি আমি তোমাকে!
আজ আমি অনেক সুখী,
সুখী আমার মন যে নাকি দুঃখ দেবে হারিয়ে সে জন,
সে এখন অনেক সুখী অন্য জনের বুকে,
কিন্তু তাকে করছি মিস অশ্রূ ভরা চোখে।
যখন তোমাকে খুব মিস করি,
তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি,
জানি সেখানে তোমাকে দেখবোনা,
বাট এই ভাবে সান্তনা পাই যে দুজনে
এক আকাশের নিচে তো আছি!
জোসনা ভরা গভীর রাতে, কথা বলি চাঁদের সাথে,
চাঁদকে বলি চুপটি করে, যাবি তুই জানের ঘরে,
গিয়ে তুই বলবি তারে, তার কথা খুব মনে পরে।
শিশির ভেজা ভোরে, রোদেলা দুপুরে, বিষন্ন সন্ধ্যায়,
একাকী রাতে, মনের অজান্তে যদি মনে পরে আমায়,
ভেবে নিও আমিও ভাবছি তোমায়।
আজও কি ভাবো আমায়? আমি আজও ভুলিনি তোমায়,
মেঘে ঢাকা চাঁদের মতো, স্বপ্ন আমার ছিল যত,
ভেঙেছো হৃদয় নিজের হাতে, কষ্টরা তাই আমার সাথে,
দিবা রাত্রি করছে খেলা,
স্বপ্নহীন জীবন হৃদয় এখন তোমায় ছাড়া।
মিস ইউ
তোমাকে দেখেছি রোদ্র ভরা দিনে,
s তোমাকে দেখেছি বৃষ্টি ভেজা দিনে,
তোমাকে দেখেছি জোস্না ভরা রাতে,
এই দিনগুলো ঘুরে ঘুরে আসে,
এর আমি তোমাকে মিস করে যাচ্চি বাড়ে বাড়ে।
~আই মিস ইউ~

Visit also: Bangla Sad Post Quotes For Fb

কখনও ভাবিনি আকাশ এতো নীল কেন?
সাগর এতো গভীর কেন? ফুল এতো সুন্দর কেন?
শুধু ভেবেছি কাছের মানুষকে এতো মিস করি কেন?
জানালার পাশে দাঁড়িয়ে আকাশের
দিকে তাকিয়ে হাত দুটি দে বাড়িয়ে,
বৃষ্টির ফোঁটা যখন পড়বে তোর হাতে,
ভেবে নিস আমি এসেছিলাম বৃষ্টির সাথে তোর কাছে।
~মিস ইউ~
এখনো তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে,
এখনো তুমি আছো আমার হৃদয় জুড়ে,
হৃদয় জুড়ে অস্থিরতা এখনো আমি বুঝি,
এখনো আমি লোকালয় ছেড়ে নির্জনতায় তোমাকেই খুঁজি।
~আই মিস ইউ~
পরাজিত মনটা তোমাকে ভাবতে
ভাবতে কখন যেন কোথাও হারিয়ে যায়,
যত কষ্ট দাও তোমাকে ভুলতে পারছি না।
~আই মিস ইউ~
গোলাপ দিলাম না শুকিয়ে যাবে বলে,
স্বপ্ন দিলাম না ভেঙে যাবে বলে,
কষ্ট দিলাম না বেথা পাবে বলে,
শুধু দিলাম ১ টি এস.এম.এস.
আমাকে মনে রাখবে বলে।
~আই মিস ইউ~

Sad love in bengali

ভালবাসার কষ্টের স্ট্যাটাস, ক্যাপশন, ছবি -Sad Love Status In Bengali 2023

 

খুব দূরে হারিয়ে গেলে একটু খুঁজবে কি আমায়,
অনেক দিন দেখা না হলে একটু ভাববে কি আমায়,
আর কোনো দিন ফিরে না আসলে মনে রাখবে কি আমায়,
খুব মিস করছি আমি তোমায়।
যখন তোমাকে মনে পরে তখন তাকিয়ে থাকি আকাশের দিকে,
ভাবি তুমি দূরে গেলেও এক আকাশের নিচে তো আছি,
জানি কখনো ফিরে আসবেনা তারপরও তোমার আশায় পথ চেয়ে থাকি,
ভীষণ মিস করি তোমাকে।
আই মিস ইউ অতটুকু, ইউ মিস মি যতটুকু,
আই মিস ইউ তখন, ইউ মিস মি যখন,
জানি না ইউ মিস মি কতক্ষন,
বাট আই মিস ইউ সারাক্ষন।
জীবনটা তোমার মনটা আমার,
বাগানটা তোমার ফুলটা আমার,
ভালোবাসা তোমার হৃদয়টা আমার,
সিমটা তোমার এস.এম.এস. টা আমার,
লিখবো আমি পড়বে তুমি।
~আই মিস ইউ~
কেন তুমি স্বপ্নে এসে ভেঙে দাও ঘুম?
s কেন তুমি কাঁদাও আমায় রাত্রি নিঝুম?
কেন আসো বার বার মনের আঙিনায়?
সত্যি কি বুঝোনা কতটা মিস করি তোমায়!
সাগরের বুকে আছে হাজার ঢেউ,
তোমায় কত মিস করি জানে না কেউ,
সূর্য আলো দিবে যত দিন,
তোমায় মিস করবো আমি ততদিন।
~আই মিস ইউ~
ও প্রাণ পাখি আছো কোথায়? আমার মন যে খুঁজে তোমায়,
তোর দেখা না পেলে মনটা হচ্ছে দিশে হারা,
করছি শুধু মিস একবার দেখা দিস।
যদি প্রিয়জন ভাব, ভুল বুঝোনা আমায়,
s যদি আপনজন ভাব, দুঃখ দিও না আমায়,
যদি বন্ধু ভাব, ভুলে যেওনা আমায়।
~আই মিস ইউ~
দূর আকাশের মেঘের ফাঁকে হারিয়ে যদি যাও,
সেথায় যদি রূপ কথাতে নতুন বন্ধু পাও,
হাসতে হাসতে দেবো বিদায় বলবো ভালো থেকো,
সুখে থাকার অন্তরালে আমায় একটু মনে রেখো।
আমি চাইনা কেউ আমাকে ভালোবাসুক,
আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
আমার হৃদয়ের দরজা যেন ভিতর থেকে কেউ খুলে দিক,
তুমি কি পারো না আমায় একটু খুঁজতে?
তুমি কি পারো না আমায় তোমার সঙ্গী করতে?
পারোনা বন্ধু ভেবে একবার বলতে আই মিস ইউ!
একটি মানুষের একটি মন, কেউবা আপন কেউবা পর,
কেউবা কাছের কেউবা দূরের, কেউবা আবার হৃদয় জুড়ে,
তোমায় শুধু মনে পরে, তবুও তুমি কেন এতো দূরে?
মনের মায়া বড় মায়া, আমি সেটা বুঝি,
তাইতো আমি বারে বারে, শুধু তোমায় খুঁজি,
ভালো যদি বেসে থাকো, কাছে আমার আসো,
আগেরই মতো করে আমায় ভালোবাসো।
টিপটিপ বৃষ্টিটা অভিমান ঝরছে,
ঝুম ঝুম শব্দে কি জানি বলছে,
রিমঝিম হৃদয়টা উদাস কেন হচ্ছে,
বৃষ্টি ভেজা মনটা তোমাকেই মিস করছে।
আমি যতই বেস্ত থাকি, তোমার কথা মনে রাখি,
খুলে দেখো দুটি আঁখি, নীল আকাশে উড়ছে পাখি,
পাখিরা সব গেয়ে শোনায়, আমি মিস করছি তোমায়।
আকাশ অভিমান করলে বৃষ্টি হয়,
যদি অভিমান করলে বন্যা হয়,
চাঁদ অভিমান করলে অমাবস্যা হয়,
আর তুমি অভিমান করলে আমার খুব কষ্ট হয়।
হাসি সব সময় আনন্দের অনুভুতি বুঝায় না,
এটা মাঝে মাঝে এটাও বোঝায়
যে আপনি কতটা কষ্ট লুকাতে পারেন!
মনে কষ্ট নিয়ে বসে আছি আমি,
ভাবছি শুধু তোমার কথা কোথায় আছো তুমি।
তুমি কেন এভাবে কাঁদালে আমায়,
সেদিন তো বলেছিলে কোনোদিনও ভুলবেন আমায়!
সবুজ বনের ছোট্ট পাখি, অবুঝ তার মন,
কেউ জানেনা জগৎ জুড়ে কে তার আপনজন,
আপন মনে ঘুরে বেড়ায় নীল আকাশের বুকে,
তাইতো নিজে দুঃখী হয়েও সুখী সবার চোখে।
আজও ভালোবাসি তুমি আছো বলে,
s আজও এস.এম.এস. করি তুমি পড়বে বলে,
আজও আশায় আছি তোমায় পাবো বলে,
a আজও অপেক্ষায় আছি তুমি ফিরে আসবে বলে।
ভালোবাসার মানুষ এতো ভালো কেনো যে কোনো
কিছু চাওয়ার আগেই দুঃখ-কষ্ট,ব্যথা-বেদনা দেয়!
সুখ নামের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি,
আমার কষ্টের ভাগ নিতে কেউ হয়না রাজি,
এ জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা,
শান্ত নদীর মাঝে আমি তাই একা।
যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার
প্রিয় মানুষ টিকে মনে রাখতে পারে,
সে সত্যিকার অর্থে ঐ প্রিয় মানুষটিকে
ভালোবাসে ও তাকে কখনো ভুলতে পারে না ।
ঐ বিশাল আকাশের কষ্ট কি মানুষের চেয়েও বেশি ?
ইচ্ছে হলেই তো আকাশ তার জমে
থাকা কষ্ট গুলো বৃষ্টি দিয়ে ঝরিয়ে দিতে পারে ।
কিন্তু মানুষ? কিছু মানুষ আছে যারা জমে
থাকা কষ্ট গুলো অশ্রু হয়ে ঝরিয়ে দিতে পারে না ।
বুকের ভেতর কষ্ট গুলো জমাট বেঁধে থাকে ।
আর সেই কষ্ট গুলো ধারন করার ক্ষমতা ওই বিশাল আকাশেরও নেই ।
এমন নয়যে তোমার কথা মনে পরে না,
ঘটনাটা হলো আমি তোমায় সেটা বলি না,
তুমি হলে আমার জন্য আমার জীবন,
কিন্তু তুমি বোঝোনা তাই আর বোঝায় না।
ভালোবাসার মানুষের দেয়া সব কষ্টই মেনে নেয়া যায়,
শুধু মেনে নেয়া যায়না তার চলে যাওয়ার কষ্টটা।
কষ্টে ভরা জীবন আমার, দুঃখ ভরা মন,
মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন!
তারার সাথে থাকি আমি, চাঁদের পাশাপাশি,
আজব এক মানুষ আমি দুঃখ পেলেও হাসি!
এ কেমন অবাক পৃথিবীতে বাস করি,
ভালোবাসার কথা বলার মত দুই একজন থাকলেও,
তা বোঝার মত কেউ নেই ।
সময় বদলে যায় জীবনের সঙ্গে,
জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে,
সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে,
আপনজন বদলে যায় সময়ের সঙ্গে।
পারলে আমার সব কিছু ফেরত দিয়ে দাও,
তোমার দেয়া কষ্টগুলো তুমি নিয়ে যাও,
আর পারছিনা কষ্ট সইতে সকাল কিংবা রাত,
যুদ্ধ করে ক্লান্ত আমি তোমার স্মৃতির সাথে।
কষ্ট আমার বুক ভরা, কষ্ট আমার মনে।
কত কষ্ট এই মনে কেউ কি তা জানে?
কষ্ট আমার হাসিতে গো কষ্ট আমার কান্নায়,
তাইতো আমি দিবা রাত্রি ভাসছি কষ্টের বন্যায়।
যদি জানতাম তোমার কষ্টের কারণ হবো আমি,
তোমার এক ফোটা অশ্রূর কারণ হবো আমি,
তবে সত্যি বলছি কখনোই আসতামনা তোমার জীবনে,
শুধু দূর থেকে ভালোবেসে যেতাম তোমায়।
ঝরা পাতার বুকের কথা, কে জানতে চায়?
গাছের নিচে পরে থেকে নষ্ট হয়ে যায়,
মনের কথা মনেই থাকে, কষ্ট হয় খুব,
চোখের জল অঝোরে ঝরে, তবু থাকি চুপ।
বেঙ্গালি দু: খিত উদ্ধৃতি
এক সাগর কষ্ট বুকে, কষ্টের কথা বলি কাকে?
যার কারনে নিস্ব হলাম, সে তো আছে বেশ সুখে,
আর আমার কথা ভুলেই গেছে।
তোকে ভালোবাসি তা বলার
হয়তো হাজারটা উপায় আছে,
কিন্তু তোকে কতটা ভালোবাসি,
তা বোঝানোর কোন উপায় নেই।
তুমি জানো তোমাকে আমি কতটা ভালোবাসি,
হয়তো জানোনা, জানবেই বা কি করে,
তুমিতো কোনো দিন আমাকে বোঝার চেষ্টা করো নি,
একবার ভালোবেসে দেখো,
তোমার জন্য আমার জীবনটা দিতে পারি।
বসে আছি আমি একা, ভাবছি তোমায় নিয়ে।
ভাবতে ভাবতে হঠাৎ চোখে এল জল।
তুমি জানো আমার এই চোখের জল আনন্দের নয়,
অনেক কষ্টের। আর এই কষ্টের কারন হলে তুমি.
কেনো দিলে আমাকে এতো কষ্ট?
আমি তো তোমাকে দেই নি,তবে তুমি
যেন ভাল থাকো অনেক সুখে থাকো।
তোকে ছাড়া কষ্টে কাটে দিন,
খুজবি আমায়, বুজবি সেদিন,
বাজবে যেদিন আমার মরন বীন!
বেদনার পাখি একা একা বসে আছে,
নীরবে নীরবে শুধু তোমার কথা ভাবে,
কেন তুমি আমাকে একা রেখে চলে গেলে,
সবটা কি আমার ভুল ছিল,
তোমার কি কোন ভুল ছিল না?
নয়ন ভরা অশ্রূ আমার, দুঃখ ভরা মন,
এমন জীবন দেখলে বন্ধু, কে হবে আপন।
ভীষণ একা আছি আমি, থাকবো জনম ভোর,
যাকে আমি আপন ভাবি সে হবে পর।
সব সময় নিজেকে অনেক এক ভাবি,
কারণ জানি পাশে থাকার মতো কেও নাই,
মাঝে মাঝে কাউকে অনেক আপন ভাবি,
পাশে গিয়ে দেখি সবই আমার কল্পনা।
ভালবাসার কষ্টের স্ট্যাটাস, ক্যাপশন, ছবি -Sad Love Status In Bengali 2023
জীবনে কখনো দুটি জিনিস নষ্ট করতে নেই,
একটি হৃদয় অন্যটি সম্পর্ক,
হৃদয় নষ্ট হলে মানুষ একবারে মোর যায়,
সম্পর্ক নষ্ট হলে মানুষ তিলে তিলে মরে।
এক চোখ কখনো আরেক চোখকে দেখেনা,
তবুও এক চোখের কিছু হলে আরেক চোখ,
অশ্রূ না ঝড়িয়ে পারে না!
জানিনা কেন আমার এমন হয়!
কেন তোমায় নিয়ে আমি এত স্বপ্ন দেখি!
আমি জানি আমি তোমায় কত ভালোবাসি!
জানিনা কেন এত তোমায় মিছ করি!
নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে,
গাছের কষ্ট হয় পাতা হারিয়ে গেলে,
রাতের কষ্ট হয় চাঁদ হারিয়ে গেলে,
আর মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে।
ভুলতে পারি তোকে আমি যেদিন যাবো চলে,
এই পৃথিবী ছেড়ে যাবো নীল আকাশের কোলে,
ভাবি সেদিনই গেলো, বেশ হয়েছে যাক,
জ্বালাতনের পাগলটা নীল আকাশেই থাকে।
পৃথিবীর অনেকে হয়ত তোমাকে কষ্ট দিয়েছে,
তবে সময়ের পরিবর্তনে তুমি তা ভুলে গেছ ।
কিন্তু তোমার প্রিয় মানুষটার
দেয়া কষ্ট তুমি এখনো ভুলতে পারনি,
কারন তুমি এই মানুষটা থেকে কখনো কষ্টের আশা করো নি।
তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে
কিন্তু তুমি কাঁদলে,
কেউ তোমার সাথে কাঁদবেনা
মানুষকে কাঁদতে হয় একা একা!
পাথর চাপা কষ্ট বুকে,
কষ্টের কথা বলি কাকে?
যার কারনে নিস্ব হলাম,
সেইতো আছে বেশ সুখে
আমার কথা ভুলেই গেছে,
তবু বলি, ভালো থাকো তুমি
কিছু রাত কেটে যায় স্বপ্ন বিহীন,
s কিছু আশা ভেঙে যায় নীরবে,
কিছু স্মৃতি কাঁদিয়ে যায় একান্ত গোপনে,
a কিছু মানুষ দূরে হারায় না বলে।
আমি তোমায় ভেবে ভেবে রাত করি পার,
তোমার কাছে পেলাম শুধু কষ্ট উপহার,
ভেবেছিলাম তুমি আমার মন বাগানের ফুল,
সেটাই ছিল জীবনের বিরাট বড় ভুল।
যখন তোমাকে খুব মিস করি,
তখন ঐ আকাশের দিকে
তাকিয়ে তাকি…
জানি সেখানে তোমাকে দেখতে পাবো না,
কিন্তু এই ভেবে শান্তনা পাই যে
দুজনে তো একই আকাশের নিচে আছি।
এক চোখ কখনো আরেক চোখকে দেখেনা,
তবু এক চোখের কিছু হলে,
আরেক চোখ অশ্রু না ঝরিয়ে পারেনা।
প্রেম করিনি কষ্ট পাবার ভয়ে,
কাউকে মন দেয়নি মনের মানুষ পাইনি বলে,
আজ এক আছি আমি সেই
স্বপ্নের রাজকুমারীর দেখা পাবো বলে।
জীবন তোমাকে হেরে
যাওয়ার জন্য শত কারণ দেখাবে,
তুমি বুকে হাত দিয়ে জীবনকে
হাজার কারণ দেখিয়ে দাও জয়ী হওয়ার।
অবাক পৃথিবীতে বাস করি,
ভালোবাসার কথা বলার মতো দুই
একজন থাকলেও তা বোঝার মতো কেউ নাই।
আমি সেই পাখি যার বাসা নেই,
s আমি সেই আকাশ যার বুকে চাদঁ নেই,
আমি সেই সাগর যার তীরে পানি নেই আমি সেই মানুষ
যার একটা মন আছে কিন্তু বোঝার মত কেউ নেই।
শুভেচ্ছা জানাই তোমাকে, কষ্ট দেওয়ার জন্য।
তোমার এ কারণে আমার জীবন হলো ধন্য।
তোমার কষ্ট পূজা করে, আমার বুকের মাঝে,
জীবনকে সাজিয়ে নিলাম আমি গানের মাঝে।
সাথী হয়ে থেকো তুমি এই মনের ঘরে,
ভালোবাসার পরশ দিয়ে রাখবো যত্ন করে,
ফুলে ফুলে সাজিয়ে দিবো তোমার জীবন।
তুমি শুধু আমার দিও সুন্দর একটা মন।
কষ্টের সাথে যাদের বসবাস রাতটা তাদের
জন্য যে কি কষ্টের সেটা শুধু তারাই জানে,
সারাদিন কষ্ট গুলো বুকের মাঝে চেপে রাখলেও,
রাতে যেন কোনো ভাবেই ঠেকানো যায়না,
বুক ফেটে কষ্টগুলো বের না হলেও,
চোখ ফেটে বের হয়ে আসে অশ্রু।
কি অপরাধ ছিল আমার?
খুব বেশি ভালোবেসেছিলাম,
ইটা কি ছিল অপরাধ?
কেন আমার জীবনটা নিয়ে খেলা করলে এ রকম?
ভালোবাসায় শুধু কষ্ট আর কষ্ট,
এখানে সুখের চেয়ে দুঃখটায় বেশি থাকে।
তোমাকে কাঁদিয়ে যদি কেউ হাসে,তাহলে
সেটা তোমার ব্যার্থতা নয়,সেটা তোমার সফলতা।
কারন সে তোমার জন্যই হাসছে,নিজের জন্য পারেনি…

 

 
If you like our Bangla sad status, don’t forget to share it with your loved ones and friends. Check out our website statuses to read more heart touching best Bangla Status. Here are all the best Bangla Status..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *