Watch This Memes Video
Jnu Answersheet
This Song Lyrics
বৃষ্টি আজ ভালো লাগে না
রংধনু আজ ভালো লাগে না
কেন যে আজ সময় কাটে না
কেন যে আজ দিন কাটে না
আজ মন ভাল নেই
আজ মন ভাল নেই
আজ মন ভাল নেই
আজ মন ভাল নেই
মন তো চায় অশ্রু ঝরাতে
ভালোলাগার কান্না একটু কাঁদতে
অদ্ভুত লাগে জীবন
অস্থিরতায় ঢাকা এ মন
আজ মন ভাল নেই
আজ মন ভাল নেই
আজ মন ভাল নেই
আজ মন ভাল নেই
এ লগল আজ একাকী
ও সুখ পাখি ধরা দেবে কি?
স্রষ্টার কাছে এ মিনতি
ও দরদী ক্ষমা করবে কি?
আজ মন ভাল নেই
আজ মন ভাল নেই
আজ মন ভাল নেই
আজ মন ভাল নেই ….!!!
Visit For Bangla Memes Click
মন খারাপ ফেসবুক স্ট্যাটাস 👇
আজ নিজে নিজে নীরবে কাঁদছি,
যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে ।
তবে সত্য বলতে কি জানো আমি
তোমাকে আজও ঠিক আগের মতই ভালোবাসি ।
ভুল তোমার ও ছিলো, সেটা তুমি বুঝনি
রাগ আমার ও ছিলো, কিন্তু আমি দেখাইনি.
ভুলে আমি ও যেতে পারতাম, কিন্তু চেষ্টা করিনি,
কারন আমি তো ভুলার জন্য তোমায় ভালোবাসিনি।
কাউকে একবার মন দিয়ে দিলে, সেটা আর
ফেরত নেয়া যায় না.!! কারো জন্য একবার
ভালোবাসা সৃষ্টি হয়ে গেলে, সেটা আর কখনো
ধ্বংস করা যায় না….!! সবকিছুই সয়ে যেতে
হয় শুধু নীরবে, কিছুই করার থাকে না !!!
সবার জীবনেই তো প্রেম আসে। কেউ হয়তো
ভালোবাসার মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখে
জীবন কাটিয়ে দেয়। আবার কেউ কেউ
বাস্তব জীবনেই ভালোবাসার মানুষটির
উপস্থিতি উপভোগ করার সৌভাগ্য অর্জন করে !!!!!
মানুষ তখনই কাঁদে, যখন নিজের মনের
সাথে যুদ্ধ করে হেরে যায়। যখন আপন
পর হয়ে যায়, অথবা স্বপ্নভঙ্গ হলে, তখন
বুকের চাপা কষ্ট গুলি চোখ দিয়ে
অশ্রু হয়ে ঝড়ে পরে।।
মাঝে মাঝে নিজেকে ঘৃণা করি ,কেন তোমার
আবেগি চোখের ভাষা আরো অাগে বুঝিনি
আমি ? কেন তোমার মিথ্যা করে দেখানো
স্বপ্ন গুলো নিজের বেঁচে থাকার সম্বল মনে
করেছিলাম । আজ বুঝতে পারছি সবই ছিল
তোমার অভিনয় । তবুও বলবো তুমি সুখে থাকো
আমি দাড়াবনা আর কখনো তোমার পথ
আগলে, আমি চলে গেছি তোমার থেকে
অনেক দূরে, তুমি আর জানতে চেওনা
আমি কেমন আছি, দূর থেকে শুধু বলে
যাব আজো তোমায় ভালোবাসি মিতু
তোমার চলে যাওয়ার কথা ছিলো তুমি চলে
গেছো আমার হারানোর কথা ছিলো আমি
হারিয়েছি কিন্তু পার্থক্য শুধু এইটুকু
আমাকে ভালোবেসে তুমি অল্প একটু সময়
হারিয়েছো আর এই অল্প সময়ে আমি
আমার পুরা জীবনটাকে হারিয়ে ফেলেছি…..i
কষ্ট মানুষকে কাঁদায় না. নীরব করে রাখে ।
কাঁদায় তো সুখ. যে আসে. আবার চলে যায় ।
দিয়ে যায় ভুলতে না পারা কিছু সময় আর
কিছু স্মৃতি । যা একজন মানুষকে
সারাটি জীবন কষ্ট দেয় !!!
আজ যে মাটি আপনার পায়ের নিছে আছে
কাল হয়ত সেই মাটি আপনার উপরে থাকবে
একটু ভাবুন তো আমরা কী নিয়ে এত গর্ব করি
মানুষ কেন এত অহংকারী হয়..!!
কষ্টে ভরা জীবন আমার,, দুঃখ ভরা মন
মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন
তারার সাথে থাকি আমি,, চাঁদের পাশাপাশি
আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি।
পাহাড়ের উপর দারিয়ে আকাশ কে যতটা
কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়।
ঠিক তেমনি কোন মানুষ কে যতটা আপন
মনে হয়, আসলে সে কখনো ততটা আপন নয়।
পাহাড়ের উপর দারিয়ে আকাশ কে যতটা
কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়।
ঠিক তেমনি কোন মানুষ কে যতটা আপন
মনে হয়, আসলে সে কখনো ততটা আপন নয়।
আকাশ ভরা দুঃখ আমার,, সাগর ভরা ঢেউ
এত কষ্ট আমার বুকে,, দেখে নাতো কেউ
দুঃখ দিয়ে স্বপ্ন বুনি,, কষ্ট দিয়ে আকি
স্বপ্ন আমার ভেঙ্গে যায়,, আমি চেয়ে থাকি..!!
পাহাড়ের উপর দারিয়ে আকাশ কে যতটা
কাছে মনে হয় আকাশ ততোটা কাছে নয়.
ঠিক তেমনি কোন মানুষ কে যতটা আপন
মনে হয় আসলে সে কখনো ততোটা আপন নয়.?
একটি গাছে 2টি পাখি বেধে ছিল বাসা
সে বাসাতে থাকবে বলে কৱে ছিল আসা
হঠাত্ এক দিন ঝৱ এসে ভেঙগে দিল বাসা
সে দিন থেকে ভেঙগে গেল আমাৱ ভালোবাসা
সমুদ্রের ঢেউ বার বার ফিরে আসে
কিন্তু যাকে একবার নেয় তাকে আর
ফিরিয়ে দেয় না । কিছু কথা কাউকে
বলা যায়না শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়
শূন্য_জীবন
অভিমানি এই জীবন কেন থামে না
কান্না ভরা এই মন কিছু জানেনা
কষ্ট ভরা এই বুকে সীমাহীন বেদনা
আর যার জন্য এই মন কাঁদে সে তো বুঝেনা।
আমার ভালোবাসায় কোনো জটিলতা ছিলো না
জটিলতা ছিলো তোমার মনের ভিতরে
ভালোবাসা আমায় ছেরে চলে যায় নি
তুমি আমাকে ছেরে চলে গেছো
তুই তোর মত করে ভালবাসিস
অন্য কাউকে, আজ আমি আমার
থেকে মুক্তি দিলাম, স্বপ্ন নিয়ে যাস.
অন্য আকাশে উড়ে দেখিস, সুখটা
কাকে বলে? ক্লান্ত হলে ফিরে আসিস
আমার চেনা ঘরে. কখনো যদি চখের পাতা
ভিজে যায় জ্বলে, বুজতে পারবি
পাঁজর ভাঙ্গার, কষ্ট কাকে বলে.!!
স্বপ্নহীন মানুষেরকোন বর্ণ থাকে নাকিছু
করার থাকে না,কিছু চাওয়ারথাকে না
কোথাওযাবার থাকে না,কিছু দেবারথাকে না
পাওয়ারথাকে না, কোন কষ্টথাকে না
কোন স্বপ্নথাকে না ।
জীবনে প্রথম একজনআমাকে খুব ভালবেসে
ফেলেছে.সে নাকি আমাকে ছেড়ে যাবে না
আমি ছাড়া সে নাকি মূল্যহীন ..আমাকে ছাড়া
সে অর্থহীন ..আর সে হল কষ্ট
আজ আমি বৃস্টিতে ভিজেছি আর মন
খুলে কেদেছি কেউ বুজতেই পারেনি যে
আমার চোখ থেকে গরিয়ে পরেছে বৃস্টির
জল নাকি চোখের জল তাই তো বৃস্টি
এলেই আমি নিজেকে ভাসিয়ে দেই বৃস্টির জলে
তোমার দেওয়া ভালোবাসার কারণে আমার
জীবন থমকে দাড়িয়েছে এমন তো কথা
ছিলো নাতবে কেনো তুমি আমার সাথে
এমন করলে?জানি তুমি আমার কথার
জবাব দিতে পারবে না তবু ও বলবো ভালো থেকো
আমার ভালোবাসায় কোনো জটিলতা ছিলো না
জটিলতা ছিলো তোমার মনের ভিতরে
ভালোবাসা আমায় ছেরে চলে যায় নি
তুমি আমাকে ছেরে চলে গেছো
জীবন থেকে যদি,ফেলে আসা দিন গুলোমুছে
ফেলা যেতো.তাহলে তোমার জন্যেআর
কস্ট পেতে হতো না.আমি তোমাকে
ছাড়াইসুখী হতে পারতাম ….
পৃথিবীতে কেউ কেউ এতোভাগ্যবান যে
মানুষকে অনেক কষ্ট দিয়ে ওনিজে
ভালোবাসা পায় ।আর কেউ কেউ
এতো হতো ভাগা যে,অনেক বেশি
ভালোবেসে ওবিনিময় শুধু কষ্ট পেতে হয়।
হাসি মুখে কথা বলি,সবার সাথে মিশে চলি
দুঃখ পেলে গোপন রাখি,সবায় ভাবে আমি সুখি
আসলে সুখি আমি নয়,আমার জীবন টা সুখেরঅভিনয়
জানি তোমাকে আমি খুব কষ্ট দিয়েছি।
আর,সে জন্য তুমি আজ অনেক দূরে।
কিন্তু, সে দিন তুমি সবচেয়ে বেশি কষ্ট পাবে
যে দিন তোমাকে কষ্ট দিতে আমি আর থাকবো না।
পাথর মন নিয়ে কাউকে অবহেলা করা যায়,
কিন্তু পাথর মন নিয়ে কাউকে ভালোবাসা যায় না।
জীবনটা শালা জোনাকি পোকার পুটকির
মত হইয়া গেছে এই আলোকিত হয় এই
আবার অন্ধকার
#ভদ্র ছেলে
তোমাকে চিনতে ভুল করেছি তোমার চোখ
দুটোর কারণে। যতবার তাকিয়েছি, এক
মুহূর্তের জন্যও মনে হয় নি এই নিষ্পাপ
চোখ দুটো – বেইমানী করতে জানে।
খারাপ মেজাজের সাথেকখনও মুখের
ভাষা খারাপ করতে নেই,কেননা মেজাজ
তো এক সময় ঠিক হয়ে যাবে।তবে আপনার
বলা খারাপ ভাষাটাকারো মনে দাগ কেটে রবে।
তুমি না হয় আমার সাথে অভিনয়
করে খুব ভালোই আছো জানি সারা
জীবন খুব সুখেই থাকবে. কিন্তু
আমি?? আমি কি পারবো তোমায়
ছাড়া সুখে থাকতে? পারবো কি তোমায় ভূলে যেতে?
হাসতে ভুলে গেছি
কাঁদতে ভাল লাগে।
অভিনটাই ভাল জানো
বোঝি নিত অাগে।
ভুল মানুষের হাত ধরেছ
নিজের মানুষ করেছ পর।
রিসিভ না করা প্রতিটা কল ?
উওর না দেওয়া প্রতিটা ম্যাসেজ !!
আর এড়িয়ে যাওয়া প্রতিটা কথা !!
মন কে জানান দিচ্ছিল যে,
সব শেষে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি !!
যখন আধাঁরে পথ হারিয়েছি
তুমি ছিলে হাতটি ধরে
যখন ছিলো না কেউ আমার পাশে
তুমি আমায় করেছিলে আপন
তবু তুমি নেই আজ আমার পাশে
হারিয়ে গেছো বহুদূরে_।।।
তোমার জন্য কাঁদি না….
কাঁদি ত নিজের’ই’ জন্য
কারণ……..নিজেকে যে
একদিন কথা দিয়ে ছিলাম
তোমাকে কখনো ভুলে যাব না..
সত্যি হয়ত কোনো দিন ভুলতেও পারব না.॥
আর কখনও তোমাকে বিরক্ত করবো না….।
আর কখনও ফোন পাবে না আমার….।
আর কখনও বলব না তোমাকে খুব মিস করছি..
ভাঙ্গা হ্বদয় দিয়ে স্বপ্ন দেখতে নেই..
কারণ যে হ্বদয় ভেঙ্গেছে
তা কখনো জোড়া লাগবে না..
কিছু মানুষ হয়তো বন্ধু বেশে আসবে….
তোমার ভেঙ্গে যাওয়া হ্বদয় টা-কে
আরো কয়েক টুকরো করার জন্য..॥
খুজিনি কারো মন,
তোমার মন পাবো বলে..
ধরিনি কারো হাত,
তোমার হাত ধরবো বলে
হাটিনি কারো সাথে,
তোমার সাথে হাটবো বলে….
কাউকে বাসিনি ভালো,
শুধু তোমায় ভালবাসি বলে__
নিন্দা করতে গেলেবাইরে থেকে করা যায়
কিন্তু বিচার করতে গেলে, ভিতরে প্রবেশ করতে হয়
– কি হবে জীবনে এতো পারফেক্ট মানুষ খুঁজে.!
যদি সেখানে ভালোবাসাই না থাকে.!
নিজের স্বার্থের জন্য
অন্যের সাজানো স্বপ্নগুলো
ভেঙ্গো না!
স্বার্থ মিটে গেলে তুমি
হয়তো চলে যাবে
কিন্তু সে তার স্বপ্ন গুলো
আর সাজাতে পারবেনা!!!
একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেনো,
তার প্রিয় মানুষটির সামনে সে সব সময় দুর্বল!!
তুমি পাশে নেই,
তবু তোমায় অনুভব করি..!
তুমি আমার হবে না জানি,
তবু তোমার পথ চেয়ে আছি..!
স্বপ্ন সত্যি হবে না জানি,
তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি..!
কারণ, আমি যে তোমায় ভীষণ
ভালোবাসি…..
আমি দাড়াব না আর কখনো
তোমার পথ আগলে,
আমি চলে গেছি তোমার থেকে
অনেক দূরে, তুমি আর জানতে
চেওনা আমি কেমন আছি,
দূর থেকে শুধু বলে যাব
আজো তোমায় ভালোবাসি
হৃদয়হীন মানুষের জন্য কেঁদো না
সে তোমার দিকে কখনো
ফিরেও তাকাবে না!!!
হৃদয়বান মানুষের জন্যে কাঁদো.
দেখবে এক ফোটা জল পরার আগেই
তোমায় বুকে টেনে নিবে..
কিছু কথা ভাবতে ভাবতে চোখে এল
জল,, জলকে বলিলাম
তুই হটাৎ কেন বাইরে এলি বল?
জল বলল চোখটি তোমার
সুখ সৃষ্টির নীড়,, কি করে সইবো বল
এত কষ্টের ভীড়??
তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে
কিনতু তুমি কাদলে কেউ তোমার সাথে
কাদবে না, মানুষ কে কাদতে হয় একা একা।।।
– আমায় ছাড়াই যখন ভালো থাকতে পারবি
– তাহলে কেন তোর মায়ায় আমায় জরিয়ে ছিলি
কখনো চেনা ভিড়ে হরিয়ে ফেলি নিজেকে,
কখনো বে রঙিন ব্যাথা কাদে এ বুকে,
এলোমেলো ঝড়ে মন ভেঙে পড়ে,
হারিয়ে ফেলি পরিচয়.
হাজারটা সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে
ফেলতে পারে না…. কিন্তু ,
একটি কষ্ট হাজারটা
সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে….
এটিই জীবনের সবচেয়ে
নিষ্ঠুর সত্যি।।
তুমি যেমন বলতে পারবে না
আকাশের কত তাঁরা আছে
সাগরে কত ফোঁটা জল আছে
ঠিক তেমনি করে আমিও বলতে
পারবো না আমার হৃদয়ে তোমার
জন্য কতটা ভালবাসা জমে আছে
শুধু এতটুকু বলতে পারি
অনেক ভালবাসি তোমায়
আজ পৃথিবীর কোন এক পাষাণী মানুষের
জন্য মনটা খুবই কাঁদছে, আপন মানুষকে
কিভাবে ভুলা যায় তা যদি জানতাম
তাহলে সবার আগে আমি এই
পাষাণীকেই ভুলে যেতাম।
হাসতে ভুলে গেছি
,,,,,,,কাঁদতে ভাল লাগে।
অভিনটাই ভাল জানো
,,,,,,,,,বোঝি নিত অাগে।
ভুল মানুষের হাত ধরেছ
নিজের মানুষ করেছ পর।
তোমাকে ঠিক ততটাই ভালবাসতাম,
,,,,,,,,,, যতটা ভালবাসলে তোমার
কথা মনে পড়লে কাঁদা যায়
,,,,,,,,,,,,,ততটাই ভালবাসি,
যতটা ভালবাসলে কেউ
,,,,,,কারো জন্য কাঁদতে পারে
মানব জাতি অপেক্ষা পছন্দ
করে না। তবু তাকে অপেক্ষা
করতে হয়। ভালবাসার জন্য
অপেক্ষা, ঘৃনার
জন্য অপেক্ষা, মৃত্যুর জন্য
অপেক্ষা, আবার মুক্তির জন্য
অপেক্ষা।
সম্পর্কের মৃত্যু ঘটতে
,,,,,,,,,শুরু হয় তখন
থেকেই যখন প্রিয়
,,,,,,,,মানুষটি মিথ্যা
বলা শুরু করে….
খুজিনি কারো মন,
তোমার মন পাবো বলে..
ধরিনি কারো হাত,
তোমার হাত ধরবো বলে….
হাটিনি কারো সাথে,
তোমার সাথে হাটবো বলে….
কাউকে বাসিনি ভালো,
শুধু তোমায় ভালবাসি বলে
যখন আধাঁরে পথ হারিয়েছি
তুমি ছিলে হাতটি ধরে
যখন ছিলো না কেউ আমার পাশে
তুমি আমায় করেছিলে আপন
তবু তুমি নেই আজ আমার পাশে
হারিয়ে গেছো বহুদূরে____।।।
জীবনের ক্লান্ত পথে’ নিজেকে
হারিয়ে ফেলেছি! চলতে চলতে
আজ অচেনা পথে এসে
দাড়িয়েছি! তবুও পেলাম না
সুখের দেখা’
তোমার জন্য কাঁদি না….
কাঁদি ত নিজের’ই’ জন্য
কারণ……..নিজেকে যে
একদিন কথা দিয়ে ছিলাম
তোমাকে কখনো ভুলে যাব না..
………….সত্যি
হয়ত কোনো দিন ভুলতেও পারব না.॥
যদি জানতাম
জীবনের সব চাওয়া
পুরন হয় না,, __তাহলে
কখনো তোমাকে
চাইতাম না কারন,
আজ তোমাকে পাওয়ার
চেষ্টায়,, ……..নিজেকে
কোথায় যেন হারিয়ে
ফেলেছি……!
আমি সেই পাখি
যার ঠিকানা নেই~~~
আমি সেই আকাশ
যার চাঁদ নেই.~~~
আমি সেই সাগর
যার তীর নেই.~~~
আমি সেই মানুষ
যার কষ্ট বোঝার মত মানুষ নেই……?
তুমি পাশে নেই,
তবু তোমায় অনুভব করি..!
তুমি আমার হবে না জানি,
তবু তোমার পথ চেয়ে আছি..!
স্বপ্ন সত্যি হবে না জানি,
তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি..!
কারণ, আমি যে তোমায় ভীষণ
ভালোবাসি…..
বন্ধু তুই কোথায় গেলি
আমাকে না বলে
আমি আজ চেয়ে আছি
তোর পথের পানে
জানি তুই আসবি ফিরে
একদিন হঠাৎ করে
সে দিন ও দেখবি বন্ধু
আমি যাই নিই তোকে ভুলে।
গভীর প্রেম মানুষকে পুতুল বানিয় দেয়।
প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন কিংবা
প্রেমিকা হয় প্রেমিকের পুতুল। দুজন এক
সঙ্গে কখনো পুতুল হয় না। কে পুতুল হবে
আর কে হবে সূত্রধর তা নির্ভর করে মানসিক
ক্ষমতার উপর। মানসিক ক্ষমতা যার
বেশী তার হাতেই পুতুলের সুতা
সারাক্ষণ কেন যে ভাবাও, মায়াবী- মায়াজালে জড়াও
নিজের মতোই হঠাৎ দেখা দাও
ইচ্ছে করেই আবার হারিয়ে যাও
তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়
তাহলে আমি ভুলে যেতে রাজি
ভুলতে হয়তো কোনদিনও পারবো না
তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো
থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিলো না
আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে, তুমি থাকো না।
আমার লাল রঙা হৃৎপিন্ড হইতেছে কালো
কলিজাটা যাক পুড়ে তবু তুমি থাকো ভালো।
আমাকে মিস করার মত সময় হয়তো
তোর হবে না জানি কারণ, তোর পৃথিবীতে
আমি ছাড়াও আরো অনেকে আছে
কিন্তু আমার পৃথিবীতে তুই ছাড়া আর
কেও নেই তাইতো আজও তোকে অনেক মিস করি
হয়তো একদিন বয়সটা অতিমাত্রায় বেড়ে যাবে
কাছের জিনিসগুলাও অতিসায় ঝাপসা লাগবে।
আষাঢ়ের রাতে হালকা হালকা কাশ হবে
ভুলে যাবো একদিন
ভালবেসেছিলাম তোকে!
এর বেশি কিছু না!